Destiny News Today

Destiny News Today ডেসটিনি সংক্রান্ত নিউজ, প্রশ্ন উত্তর, প্রতিবাদ, প্রতিবেদন তুলে ধরাই আমাদের প্রধান কাজ Public news

সরাসরি মোহাম্মদ রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন স্যারের কাছ থেকে ডেসটিনির বর্তমান আপডেট জানতে   জয়েন করুনআজ ১লা নভেম্বর শনি...
01/11/2025

সরাসরি মোহাম্মদ রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন স্যারের কাছ থেকে ডেসটিনির বর্তমান আপডেট জানতে
জয়েন করুন
আজ ১লা নভেম্বর শনিবার রাত ৯টায় সাপ্তাহিত অনলাইন জুম প্রোগ্রামে।
🔗 মিটিং লিংক ----
https://zoom.us/j/94582402279?pwd=6A9iSFRwrgbjxT3qJCa9jJIGUEFLud.1
---
----
👥 অতিথি:
📌 আলহাজ্ব মোহাম্মদ হোসেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডেসটিনি-২০০০ লিঃ
--
প্রধান আলোচকঃ
📌 মোহাম্মদ রফিকুল আমীন
প্রতিষ্ঠাতা পরিচালক, ডেসটিনি-২০০০ লিঃ
---
📅 তারিখ: আজ ১লা নভেম্বর শনিবার
⏰ সময়: রাত ০৯:০০ ঘটিকা
--
📢 বিঃদ্রঃ
ডেসটিনি গ্রুপের মামলা, ব্যবসা ও বিনিয়োগ ফেরত সহ সকল প্রকার সর্বশেষ সঠিক আপডেট তথ্য পাওয়ার জন্য এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেয়ার করে অন্য সকল বিনিয়োগকারীদের সঠিক তথ্য পেতে সহযোগিতা করুন।
---
🔗 জুম লিংক:
https://zoom.us/j/94582402279?pwd=6A9iSFRwrgbjxT3qJCa9jJIGUEFLud.1
----
আয়োজনেঃ ডেসটিনি ২০০০ পিএসডি ফোরাম

পিএসডিদের কাঠগড়ায়: ড. রফিকুল আমিন এই প্রেক্ষিতে আত্মসমালোচনার আহ্বানআপনি পিএসডি, ডায়মন্ড, এক্সিকিউটিভ বা যেকোনো স্তরে...
30/10/2025

পিএসডিদের কাঠগড়ায়: ড. রফিকুল আমিন
এই প্রেক্ষিতে আত্মসমালোচনার আহ্বান

আপনি পিএসডি, ডায়মন্ড, এক্সিকিউটিভ বা যেকোনো স্তরের ডিস্ট্রিবিউটর হোন না কেন—
আপনি আসলে কোন শ্রেণিতে পড়েন তা একবার ভেবে দেখুন 👇

1️⃣ আপনি অকৃতজ্ঞ ?
2️⃣ আপনি বিশ্বাসঘাতক ?
3️⃣ আপনি বুদ্ধি প্রতিবন্ধী ? নাকি
4️⃣ আপনি বিশ্বাসে অটল, স্থিতিশীল ও নীতিবান ?

নিজেকে চেনার জন্য, নিজের অবস্থান বোঝার জন্য এই আত্মসমালোচনাই যথেষ্ট।
চলুন শুরু করি —

🔷 চাচা ও ভাতিজার গল্প

চাচা: ড. রফিকুল আমিন
ভাতিজা: আশরাফুল আমিন

সম্পর্ক চরিত্র বাস্তবতা
চাচা ডেস্টিনির কর্ণধার অন্যায়ের প্রতিবাদে বন্দী, সংগ্রামী
-ভাতিজা চাটুকার কর্মচারী, সুযোগসন্ধানী ও প্রতারক

চাচা নিঃস্ব, ত্যাগী ও বিশ্বাসে অটল
-ভাতিজা আঙুল ফুলে কলাগাছ, বিশ্বাসঘাতক

চাচা দায়িত্ববান, ভিকটিম, ৯৯ মানুষের আস্থাভাজন
-ভাতিজা গাদ্দার, নিজের চাচাকেই অস্বীকারকারী

যখন আপনি বলেন —
“চাচা ও ভাতিজা এক হোক, তারপর ডেসটিনিতে আসবো।”

তখন আপনি আসলে বলছেন,
“চাচা যেন গাদ্দারের সঙ্গে আপোষ করেন!”

এটা কি সম্ভব?
যিনি ১৩ বছর অন্যায়ের শিকার হয়ে জেলে থেকেও ন্যায়ে অটল ছিলেন,
তিনি কি বিশ্বাসঘাতকের সঙ্গে হাত মেলাবেন?

তাহলে প্রশ্ন হচ্ছে👇
🔹 আপনি কি দুই নৌকায় পা দিয়ে বসে আছেন?
🔹 আপনি কি দোদুল্যমান, দ্বিমুখী নীতিতে বিশ্বাসী?
🔹 আপনি কি ভুলে গেছেন, আপনারও একসময় কমিটমেন্ট ছিল?
----
🔹 কিছু কঠিন প্রশ্ন
----
❓ ২০২২ সাল থেকে কোম্পানির বোর্ডের সাথে ভাতিজার যোগসাজশ সম্পর্কে আপনি কিছু জানতেন না ?
❓ আপনি কি সত্যিই বিশ্বাস করেন ভাতিজা কোম্পানি পরিচালনার যোগ্য ?
❓ তাহলে চাচাকে নিয়ে অভিযোগ তুলছেন কেন ?
❓ চাচা বন্দী থাকা অবস্থায় কোম্পানির গুদামের পণ্য কোথায় গেল ?
❓ ট্রি প্লান্টেশনের গাছ বিক্রির সময় আপনি কি অন্ধ ছিলেন ?

যদি এসব জানার পরও চুপ থাকেন —
তাহলে আপনি শুধু উদাসীন নন, বিবেকহীন।

🕊️ সত্যকে চিনুন
“তাদের হৃদয় আছে, কিন্তু তারা উপলব্ধি করে না;
তাদের চোখ আছে, কিন্তু তারা দেখে না;
তাদের কান আছে, কিন্তু তারা শোনে না।
এরা চতুষ্পদ পশুর মতো নয়, বরং তার চেয়েও নিকৃষ্ট।”
— সূরা আ’রাফ, আয়াত ১৭৯

আপনি যদি সত্যিকারের পিএসডি হন,
তবে ড. মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মাধ্যমেই বিনিয়োগের ন্যায্য দাবি তুলুন এবং বিশ্বাস রাখুন, আপনি আপনার পাওনা ইনশাআল্লাহ ফিরে পাবেন।

লেখা- Md Abdul Alim PSD
---
সাথে থাকুন
পরবর্তী পর্বে - আসছে

📢 NFC কার্ড প্রতারণা ও বাস্তবতার মুখোমুখিস্যার, আপনি আইনের অপব্যাখ্যা করেছেন — অতএব, গতকালের পোস্ট অনুযায়ী আপনিও একজন “...
27/10/2025

📢 NFC কার্ড প্রতারণা ও বাস্তবতার মুখোমুখি

স্যার, আপনি আইনের অপব্যাখ্যা করেছেন — অতএব, গতকালের পোস্ট অনুযায়ী আপনিও একজন “অপব্যাখ্যাকারী”।

ছবিযুক্ত কার্ডের কথা বলা হলেও এমএলএম আইনে কোথাও এনএফসি কার্ড দেওয়ার বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনারা নিজের সুবিধামতো উদাহরণ টেনে সেখানে এমএলএম আইনে এনএফসি কার্ডের ব্যাখ্যা যুক্ত করেছেন — যা আইনের পরিপন্থী।

যারা কার্ডের ব্যবসা করেন, তারা চাইলে ১০০০ টাকা বা তার বেশি নিতে পারেন কিন্তু আপনি তা পারেন না, কারণ আপনি কার্ড ব্যবসায়ী নন; আপনি কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি । আপনার আচরণে বুঝা যায় আপনি দায়িত্বের সুযোগে কার্ডের ব্যবসা করে নিরহ ক্রেতা-পরিবেশকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, যা অনৈতিক ও অনিয়ম।

আপনি যদি সত্যিই আত্মবিশ্বাসী হন,
তাহলে চ্যালেঞ্জ দিয়ে বলুন — “২০০ টাকায় কার্ড তৈরি করা গেলে আমি ডেসটিনি থেকে আজীবনের জন্য সরে দাঁড়াব।” তাহলে আমরা এই সপ্তাহেই প্রমাণ করে দেব যে ২০০ টাকায় কার্ড তৈরি করা সম্ভব।

কোম্পানির পক্ষ থেকে কার্ড দিলে এনএফসি কার্ডের খরচ ২০০ টাকার বেশি হওয়ার প্রশ্নই আসে না।
আপনি কার্ডে যে সুবিধার কথা বলেছেন, তা কোম্পানি তার নিজস্ব প্রয়োজনে ও কর্মীদের সুবিধার্থে দিতে পারে, এর জন্য কর্মীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া কোনোভাবেই নৈতিক নয়।

আমি নিজেই ২০২২ সালে একটি ফোরামের জন্য ৩০০টিরও বেশি কার্ড তৈরি করেছিলাম।
আমি জানি, কার্ডের প্রকৃত খরচ কত হতে পারে।
সার্ভার ও টেকনোলজি খরচ কোম্পানির নিজস্ব দায়িত্ব — কর্মীদের থেকে বিল নেওয়া একেবারেই অনুচিত।
----
আপনি গতকালকে বলেছিলেন অনিয়মকে ঢাকার জন্য মানুষ তার নিজস্ব যুক্তি দাড় করায় আপনি আজ তাই প্রমাণ করলেন, এই মোনাফেকি আচরণ পরিহার করুন, জাতি আপনাকে থু থু দিচ্ছে
----
লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে সবাই আওয়াজ তুলুন, ডেসটিনিকে মোনাফেক মুক্ত করুন।

⚠️ প্রতিবাদ হবে NFC কার্ড হাতে!২০০ টাকার একটি NFC কার্ডের নামে ৯৯৯ টাকা নেওয়া — এটি স্রেফ প্রতারণা! কার্ড প্রিন্ট ও ডেল...
20/10/2025

⚠️ প্রতিবাদ হবে NFC কার্ড হাতে!
২০০ টাকার একটি NFC কার্ডের নামে ৯৯৯ টাকা নেওয়া — এটি স্রেফ প্রতারণা!
কার্ড প্রিন্ট ও ডেলিভারির জন্য ৩–৫ দিন সময় লাগার কথা, অথচ সেই কার্ড প্রায় ১ বছর ধরে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প কিছু লোককে দেওয়া হচ্ছে।
যেসব সদস্য আমাদের কাছে কার্ড সংক্রান্ত প্রতারণার অভিযোগ করেছেন, তারা এখনো বলছেন “আমরা এখনো কার্ড হাতে পাইনি!”
আমরা জানতে চেয়েছিলাম
“কার্ড পেলে কি বিজনেস শুরু করবেন?” তাদের উত্তর ছিল স্পষ্ট>
“না, কার্ড হাতে নিয়েই প্রতিবাদ করবো। আমরা মিথ্যাবাদী আশরাফুল আমিনকে চাই না।
আমরা চাই জনাব রফিকুল আমিন স্যারের নেতৃত্বে ডেসটিনির বিজনেস চালু হোক, তিনিই যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি।”

আমরা আরও জানতে চাইলাম “তাহলে কার্ড করেছিলেন কেন?”
তারা জানালেন
“আমাদের বলা হয়েছিল আদালতের নির্দেশে NFC কার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং রফিকুল আমিন স্যারেরও সম্মতি রয়েছে । কিন্তু স্যারের মুক্তির পরই বুঝলাম, এগুলো সব মিথ্যা প্রচারণা!”
এখন তারা আবার স্যারের নাম ব্যবহার করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে!

তাই ঘোষণা দিচ্ছি
🔥 মিথ্যাবাদী ও অসভ্যদের সঙ্গে কোন ব্যবসা নয়!
✊ প্রতিবাদ হবে NFC কার্ড হাতে!
----
কোন অযোগ্য, অসভ্য, নোংরা মানুষ ডেসটিনি চালাতে পারবেনা, ডেসটিনি চালাবে দক্ষ, যোগ্য, গ্রহনযোগ্য জনাব রফিকুল আমিন স্যার।

৯টার আগেই জয়েন করুন । গত শনিবার 1K অংশগ্রহন করায় অনেকেই প্রোগ্রামে ঢুকতে পারেননি, তাই আজ ৯টার আগেই জয়েন করুন ।---সরাসরি ...
18/10/2025

৯টার আগেই জয়েন করুন ।
গত শনিবার 1K অংশগ্রহন করায় অনেকেই প্রোগ্রামে ঢুকতে পারেননি, তাই আজ ৯টার আগেই জয়েন করুন ।
---
সরাসরি রফিকুল আমিন স্যারের কাছ থেকে ডেসটিনির লাস্ট আপডেট জানতে জয়েন করুন
আজ ১৮ই অক্টোবর শনিবার রাত ৯টায় সাপ্তাহিত অনলাইন জুম প্রোগ্রামে।
🔗 মিটিং লিংক ----
https://zoom.us/j/94846664117?pwd=CyMYK5zVoJHkRMYb5qhy2mieDmNmCW.1
---
----
👥 অতিথি:
📌 আলহাজ্ব মোহাম্মদ হোসেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডেসটিনি-২০০০ লিঃ
---
প্রধান আলোচকঃ
📌 মোহাম্মদ রফিকুল আমীন
প্রতিষ্ঠাতা পরিচালক, ডেসটিনি-২০০০ লিঃ
---
📅 তারিখ: ১৮ই অক্টোবর শনিবার
⏰ সময়: রাত ০৯:০০ ঘটিকা
---
📢 বিঃদ্রঃ
ডেসটিনি গ্রুপের মামলা, ব্যবসা ও বিনিয়োগ ফেরত সহ সকল প্রকার সর্বশেষ সঠিক আপডেট তথ্য পাওয়ার জন্য এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেয়ার করে অন্য সকল বিনিয়োগকারীদের সঠিক তথ্য পেতে সহযোগিতা করুন।
---
🔗 জুম লিংক:
https://zoom.us/j/94846664117?pwd=CyMYK5zVoJHkRMYb5qhy2mieDmNmCW.1
----
আয়োজনেঃ ডেসটিনি ২০০০ পিএসডি ফোরাম

মানবিকতার সংকট, নৈতিকতার অভাবঃ মৃত্যু নিয়ে নোংরামি কিংবা রাজনীতি করা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। মৃত্যুর মুহূর্তে...
15/10/2025

মানবিকতার সংকট, নৈতিকতার অভাবঃ

মৃত্যু নিয়ে নোংরামি কিংবা রাজনীতি করা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। মৃত্যুর মুহূর্তে আমাদের উচিত সহমর্মিতা ও নীরব প্রার্থনায় দোয়া করা। কিন্তু

দুঃখজনকভাবে, দেখা যাচ্ছে কিছু মানুষ এখনো এসব অমানবিক আচরণ থেকে বিরত হয়নি, কিছু দিন আগে জেনারেল হারুন স্যারের মৃত্যুর সময়ও একই দৃশ্য আমরা দেখেছি, মানুষ তখন ছি ছি দিয়েছিল তাতেও তাদের লজ্জা হয়নি, খুবই দুঃখজনক। এদের বিবেকবোধ এতটাই নষ্ট হয়ে গেছে যে কোথায় কোন আচরন করতে হবে তাও ভুলে গেছে। শেখ হাসিনা যেমন এত পাপ করেও বলতো আমার কি দোষ ভাতিজার একই অবস্থা !! ।
---
আশারাফ ভাই, মৃত্যুর কথা ভাবুন, মানুষদের আর কষ্ট দিয়েন না, অভিশাপ নিয়েন না, সরে দাঁড়ান, ডেসটিনিকে মুক্তি দিন ।

🕊️ শোক সংবাদ 🕊️গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে,ডেসটিনির মুক্তি আন্দোলনের অকুতোভয় সৈনিক,আমাদের প্রিয় সহকর্মী মোহাম্মদ...
15/10/2025

🕊️ শোক সংবাদ 🕊️

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে,
ডেসটিনির মুক্তি আন্দোলনের অকুতোভয় সৈনিক,
আমাদের প্রিয় সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই
আজ ১৫ অক্টোবর ২০২৫ ইং, রাত সাড়ে ৮টায়
ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন —
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা ডেসটিনি পরিবার গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন
এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন — আমিন। 🤲

📍 মরহুমের গ্রামের বাড়ি:
কুমিল্লা জেলা, বরুড়া থানা।

গত শনিবার 1K অংশগ্রহন করায় অনেকেউ ঢুকতে পারেননি, আজ ৯টার আগেই জয়েন করুন । ---সরাসরি রফিকুল আমিন স্যারের কাছ থেকে ডেসটিনি...
11/10/2025

গত শনিবার 1K অংশগ্রহন করায় অনেকেউ ঢুকতে পারেননি, আজ ৯টার আগেই জয়েন করুন ।
---
সরাসরি রফিকুল আমিন স্যারের কাছ থেকে ডেসটিনির লাস্ট আপডেট জানতে জয়েন করুন
আজ ১১ই অক্টোবর শনিবার রাত ৯টায় সাপ্তাহিত অনলাইন জুম প্রোগ্রামে।
🔗 মিটিং লিংক ----
https://zoom.us/j/96548705190?pwd=SZNXLN6JTzfb2NYCbWzdaaD39plD30.1
---
----
👥 অতিথি:
📌 আলহাজ্ব মোহাম্মদ হোসেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডেসটিনি-২০০০ লিঃ

প্রধান আলোচকঃ
📌 মোহাম্মদ রফিকুল আমীন
প্রতিষ্ঠাতা পরিচালক, ডেসটিনি-২০০০ লিঃ

📅 তারিখ: ১১ই অক্টোবর শনিবার
⏰ সময়: রাত ০৯:০০ ঘটিকা
📢 বিঃদ্রঃ
ডেসটিনি গ্রুপের মামলা, ব্যবসা ও বিনিয়োগ ফেরত সহ সকল প্রকার সর্বশেষ সঠিক আপডেট তথ্য পাওয়ার জন্য এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেয়ার করে অন্য সকল বিনিয়োগকারীদের সঠিক তথ্য পেতে সহযোগিতা করুন।
---
🔗 জুম লিংক:
https://zoom.us/j/96548705190?pwd=SZNXLN6JTzfb2NYCbWzdaaD39plD30.1
----
আয়োজনেঃ ডেসটিনি ২০০০ পিএসডি ফোরাম

আজ ১১ই অক্টোবর —ডেসটিনির ইতিহাসে এক বেদনাদায়ক কালো দিন।২০১২ সালের এই দিনে, ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর ও বিনিয়োগকারীর স্বার্থ...
11/10/2025

আজ ১১ই অক্টোবর —
ডেসটিনির ইতিহাসে এক বেদনাদায়ক কালো দিন।

২০১২ সালের এই দিনে, ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় আমাদের প্রিয় জনাব মোহাম্মদ রফিকুল আমিন ও জনাব মোহাম্মদ হোসাইন স্যার
নিজেদের জীবন, স্বাধীনতা ও পরিবার ত্যাগ করে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন।
এই দিনটি শুধু কারাবরণের নয়, এটি ত্যাগ, আদর্শ ও নেতৃত্বের প্রতীক।

বিশেষ এই দিনে,
আমরা সবাই অপেক্ষা করছি রফিকুল আমিন স্যারের কাছ থেকে ডেসটিনির সর্বশেষ আপডেট ও দিকনির্দেশনা জানতে। তাই জয়েন করুন

আজ ১১ই অক্টোবর শনিবার রাত ৯টায়
অনলাইন জুম প্লাটফর্মে
https://zoom.us/j/96548705190?pwd=SZNXLN6JTzfb2NYCbWzdaaD39plD30.1

তার অনুপ্রেরণাই আমাদের শক্তি —
ডেসটিনি আবার জেগে উঠবে, স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ্‌। ✊
----
🔹 ডেসটিনি-২০০০ পিএসডি ফোরাম
ঐক্যের শক্তিতে পুনর্জাগরণের অঙ্গীকার 💫

হিরো নামের একজন রাম বলদ প্রশ্ন করেছে —পিএসডি ফোরামের আহ্বায়ক, জুলফিকার শাহেদ জিতু নাকি পিএসডি নন, তিনি প্রমাণ চান।প্রথমত...
07/10/2025

হিরো নামের একজন রাম বলদ প্রশ্ন করেছে —
পিএসডি ফোরামের আহ্বায়ক, জুলফিকার শাহেদ জিতু নাকি পিএসডি নন, তিনি প্রমাণ চান।
প্রথমত, হিরো নামের বলদকে আমরা গণনায় ধরি না, তাই তার কথার গুরুত্ব আমাদের কাছে নেই। এবার আসি মূল পয়েন্টে।

গোপাল ভাঁড়ের সেই বিখ্যাত গল্পের কথা মনে আছে?
একদিন গোপাল ভাঁড় বাজারে গিয়ে অনেক জিনিস কিনলেন — চাল, ডাল, তেল, মশলা, সবজি ইত্যাদি। সব মালামাল গাধার পিঠে তুলে গোপাল ভাঁড় বাড়ির পথে রওনা হলেন। মাঝ পথে হিরোর মতো এক পুলিশ তাকে থামিয়ে বলল,
“এই গোপাল, এতসব মালামাল কোথা থেকে আনলে? রশিদ দেখাও।”
গোপাল ভাঁড় কাচুমাচু করে বললেন, “রশিদ তো পাচ্ছি না, মনে হয় হারিয়ে গেছে, স্যার।”
পুলিশ বলল, “তোমার মালামাল জব্দ করা হলো, রশিদ দেখিয়ে থানায় গিয়ে নিয়ে আসবে।”
এই বলে পুলিশগণ মালামাল নিজের মাথায় করে থানার দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে, থানার আগেই যখন গোপালের বাড়ির কাছে এসে পৌঁছাল, তখন গোপাল বললেন,
“স্যার, রশিদ পেয়েছি, এই দেখেন রশিদ।” তখন পুলিশ মালামাল দিয়ে দিল।
পুলিশ বলল, “তুমি এতক্ষণ রশিদ দেখাওনি কেন?”
গোপাল ভাঁড় বললেন, “আজ্ঞে স্যার, আগে দেখালে কি আপনি আমার মালামাল বাড়ি পর্যন্ত এনে দিতেন? হা হা!”

এখন, জুলফিকার শাহেদ জিতু পিএসডি কিনা তার রশিদ হিরো সাহেবের আব্বাই তাকে দেখাবেন, মানে যাকে হিরো সাহেব বর্তমানে ‘আব্বা’ মানেন।

ছোটবেলায় পোলা-পাইনের খেলায় দেখতাম, যারা হেরে যেত, তারা না পেরে বলত —
“তোর দাদার এই সমস্যা, তোর বাপের এই সমস্যা, তোর মার এই সমস্যা।”
আসলে এগুলো ব্যর্থ ও নোংরা মানুষদের যুক্তি।

হিরো সাহেব সেইম ভাবেই বলছে, “পারলে নিজের নামে সেন্টার দেখাও।”

ছাগল কোথাকার! ডেসটিনিতে বহু সেন্টার আছে “এন্টারপ্রাইজ” নামে, যার সিক্রেট তোমার জানা নেই। এই সকল সেন্টারের মালিকদের কোম্পানি নিজেই যেখানে স্বীকৃতি দিয়েছে ! সেখানে তুমি কে?
তুমি বলদের মতো নাচো, সময় হলে তোমার আব্বু নিজেই প্রমাণ দেবে, চান্দু ।

06/10/2025

একজন ব্যর্থ, অযোগ্য, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ ব্যক্তি, অডিটের ভয় দেখায়, এটা হাস্যকর। অডিট কিভাবে করতে হয় জনাব রফিকুল আমিন ১২ বছর আগেই দেখিয়েছে

⚖️ আজ মহামান্য আদালত প্রশান্ত বাবুর ক্ষমতা রোহিত করেছেন ( মানে তিনি নতুন কোন আদেশ দিতে পারবেন না) নিয়মিত বেঞ্চে শোনানি ...
05/10/2025

⚖️ আজ মহামান্য আদালত প্রশান্ত বাবুর ক্ষমতা রোহিত করেছেন ( মানে তিনি নতুন কোন আদেশ দিতে পারবেন না) নিয়মিত বেঞ্চে শোনানি শেষে তাকে পদ থেকে অব্যাহতির আদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

৪৫ লক্ষ মানুষের স্বার্থে —
👉 স্বৈরাচার মুক্ত ডেসটিনি উপহার দিবেন আদালত, এটাই আমাদের প্রত্যাশা।
----
✊ জয় হবে ন্যায়ের, জয় হবে ডেসটিনির!

Address

Dhaka
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Destiny News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Destiny News Today:

Share