ANAYA The Little Diva

ANAYA The Little Diva it's all about our baby Madiha Mehveen Anaya's daily life routine ❤ DM for PR/gifs/shoot/collabs👸

07/07/2025

ফিডার গরম পানিতে পরিষ্কার করলেন তো ডায়রিয়াকে বাবুর কাছে ডাকলেন......
ভাবী কল করেছিলেন। জানিস তোর ভাতিজার আবার ডায়রিয়া হয়েছে খুব খারাপ অবস্থা। বাবুর বয়স এগারো মাস। শুনে খারাপ লাগছিল। বার বার ডায়রিয়া হলে ওয়াটার সলুবল ভিটামিন (পানিতে দ্রবীভূত ভিটামিন যেমন ভিটামিন বি ভিটামিন সি ) এর ঘাটতি দেখা যায়। যা বাচ্চার শারীরিক ও মানসিক গঠনে খুব খারাপ ইফেক্ট ফেলে। ভাবীকে বলার সাহস পাচ্ছিলাম না যে বাবুর খাবার ঢেকে রাখেন কিনা? কারন ভাবী যে খুবই পরিচ্ছন্ন আর গোছালো সেটা বাড়ির সবাই জানে। নিজেই বলল বাবুর খাবার দাবারের ব্যাপারে এত সচেতন থাকি তবুও এসব হচ্ছে কেন বলেই স্বভাবসিদ্ধ কাঁদতে শুরু করল।
আরে কান্নার কি আছে? আচ্ছা বাচ্চা কি ফিডার ইউজ করে?
হ্যাঁ। কিন্তু আমি তো ফিডার শেষ হওয়ার পর প্রায় আধাঘণ্টা গরম পানিতে ফুটাই।
হেসে ফেললাম। বললাম ভাবী ভাতিজার সমস্যা তো ধরে ফেলেছি
ভাবী তো অবাক। ডক্টরস ডায়েরী।
বললাম আচ্ছা কাঁচা ডিম ভেংগে দেখেছেন কি নরম?
হ্যাঁ।
চুলায় গরম পানিতে সিদ্ধ করলে কেমন হয়?
কেন অনেক শক্ত?
এখানেই আপনার ঝামেলা। দুধেও প্রোটিন থাকে। আপনি বাচ্চাকে ফিডার খাওয়ানোর পর ফিডারের গায়ে কিছু দুধ তো লেগে থাকেই সেটা দেখা যাক বা না যাক। এই অবস্থায় আপনি যখন সেই ফিডারকে গরম পানিতে দিচ্ছেন তখন দুধের প্রোটিংগুলো বোতলের গায়ে শক্তভাবে লেগে যাচ্ছে। আর এগুলো অনেক দিন ধরে বোতলের গায়ে থাকে ফলে জীবানু খুব সহজেই আক্রমন করে এদের। আবার ঐ বোতলেই দুধ দিচ্ছেন আর ভাতিজা দুধের সাথে জীবানু খেয়ে সব বের করে দিচ্ছে।
আমার লেকচারে ভাবির কান্না কোথায় হারিয়ে গেছে বলল তাহলে কি করব?
বললাম কেন ঠান্ডা পানি আছে না? ঠান্ডা পানিতে তো আর প্রোটিন জমে না
প্রথম দুই বছরে বাচ্চাদের ডায়রিয়া হওয়া খুব ক্ষতিকর। আর অনেক পরিচ্ছন্ন মায়েরাই এই ছোট্ট ভুলের জন্য নিজেরাতো কষ্টে ভোগেন ই বাচ্চার ও ভবিষ্যত গ্রোথকে স্লো করে দেন। তাই বাচ্চার ফিডার আগে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে বা প্রয়োজনে ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপর ফিডার ওয়াশ ইউজ করুন / এরপর চাইলে গরম পানিতে ফুটিয়ে জীবানু মুক্ত করুন। প্রথমেই গরম পানিতে ধুয়ে জীবানুযুক্ত করে সর্ষেতে ভুত ঢুকাবেন না ডায়রিয়াকে বাবুর কাছে ডাকবেন না।
©️ ডক্টরস ডায়েরী - Doctors' Diary

07/07/2025

অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না, কিন্তু যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে !

07/07/2025

ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যায়, আর এই প্লাটিলেট বাড়াতে কাজ করে ক্লোরোফিল নামক পদার্থ যা সবুজ পাতা ও ফলে পাওয়া যায়, তাই পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বরে অত্যন্ত উপকারী।

বাচ্চাদের জন‍্য যেসব জিনিস ঘরে আনবেন না-ইন্সট‍্যান্ট নুডলস,চিপস,বিস্কিট/কুকিজ,চকোলেট/ক‍্যান্ডি, জুস, সস/কেচাপ,প‍্যাকেটজা...
03/07/2025

বাচ্চাদের জন‍্য যেসব জিনিস ঘরে আনবেন না-
ইন্সট‍্যান্ট নুডলস,
চিপস,
বিস্কিট/কুকিজ,
চকোলেট/ক‍্যান্ডি,
জুস,
সস/কেচাপ,
প‍্যাকেটজাত সেরেলাক

তাহলে কী নিয়ে যাবেন বাচ্চার জন‍্য?

খাবার: মৌসুমি ফল, টকদই, চীজ , বাদাম

শিক্ষামূলক গিফট
• অক্ষর বা সংখ্যা শেখার বোর্ড
• ম্যাগনেটিক অ্যালফাবেট সেট
• পাজল গেম
• চিত্রাঙ্কন বই ও রঙ পেন্সিল
• ফ্ল্যাশ কার্ড (রঙ, পশুপাখি, ফল)

ক্রিয়েটিভ গিফট
• প্লে-ডো (মাটির খেলনা)
• আর্ট অ্যান্ড ক্রাফট কিট
• স্ট্যাম্প সেট
• স্টিকার বুক
• পাজল ব্লক বা লেগো

বই
• শিশুদের গল্পের বই
• ইন্টারঅ্যাকটিভ সাউন্ড বুক

কম খরচে জনপ্রিয় গিফট আইডিয়া
• পেন্সিল বক্স সেট
• রঙিন জলরঙ
• ছোট স্টাফড টয়
• পাজল বা ব্লক
_________________

27/06/2025

যাকে মানুষ ঠকায়,
তাকে আল্লাহ জিতিয়ে দেন
❤️❤️

27/06/2025

শিরায় শিরায় ত্যাড়ামি ছাড়া ,তেমন কোন গুণ নেই 🙂

26/06/2025

কথা গিলে ফেলার পর মস্তিষ্কের ভিতরে যে অশান্তি শুরু হয়, পৃথিবীর যে কোনো মানসিক যন্ত্রনার কাছে তা তুচ্ছ

26/06/2025

টাকা থাকলে ভুলও ক্ষমা হয়!
না থাকলে নীরবতাও অপরাধ 💔

26/06/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর কম্বিনেশন হইলোঃ

অশিক্ষিত + টাকা + ক্ষমতা।

শুভ সকাল ❤️😍 সবাই কে
25/06/2025

শুভ সকাল ❤️😍 সবাই কে

23/06/2025

চোখের বদনজর সত্য এবং এই বদনজরে সব থেকে বেশি আক্রান্ত হয় বাচ্চারা।

23/06/2025

প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে। সময় থাকতে শখ পূর্ণ না হলে, পরে আর সেই শখ আনন্দ দেয় না।

Address

Dhaka

Telephone

+8801686011614

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANAYA The Little Diva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANAYA The Little Diva:

Share