Pothik Moin

Pothik Moin You can get any information, travel, recreation videos in this Pothik Moin page. So, You can Follow this page. You can get update news in this page.

So, you can like this page.

16/02/2025

শিক্ষণীয় একটা ভিডিও

সুবা কে আমরা আর বুলিং না করি, ওর বাবা মা কেও না।বরং আমাদের ঘরে উঠতি বয়সী সন্তান থাকলে নিজের পরিবারের সুরক্ষায় আরো মনোযোগ...
06/02/2025

সুবা কে আমরা আর বুলিং না করি, ওর বাবা মা কেও না।

বরং আমাদের ঘরে উঠতি বয়সী সন্তান থাকলে নিজের পরিবারের সুরক্ষায় আরো মনোযোগী হই। হয়তো অনেক ভাংগনের সুর সেখানেই লুকিয়ে আমরা জানি না!

ট্রাস্ট মি, এটাই বাস্তবতা।

এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি আপনি সেরা প্যারেন্টিং করেও সেরা সন্তান পাবেন তার বিন্দুমাত্র কোন গ্যারান্টি নেই।

কারন আপনি চাইলেও ২৪/৭ সন্তানকে আগলে রাখতে পারবেন না,সারাজীবন ও আগলে রাখতে পারবেন না।

সন্তানের ভাল বা মন্দের পেছনে তার বেড়ে ওঠার পরিবেশ অবশ্যই গুরুত্ব রাখে।কিন্তু এটাই বিশাল চ্যালেঞ্জিং ইস্যু যে আমরা আমাদের সন্তানের একমাত্র শিক্ষক নই।

তারা বন্ধু থেকে শেখে, বই-সিনেমা থেকে শেখে, সোশ্যাল মিডিয়া থেকে শেখে।

যে সোশ্যাল সিস্টেমে বড় করলে আমাদের সন্তানেরা বিপথে যেতো না, সেটা এখন নাই।অদূর ভবিষ্যতে হবার কোন সম্ভাবনাও নাই।

আজকালকার যুগে নিজের সন্তান ভাল হলে সেটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত।

সন্তান খারাপ পথে পা বাড়ালে সেই বাবা মায়েদের জন্যে এর চেয়ে বড় পরীক্ষা আর কিছু নেই। আর ক্ষেত্র বিশেষে তারা এসব পরিস্থিতিতে যে কতটা অসহায় সেটা ভাষায় প্রকাশ করবার মত নয়।

সন্তানের জন্যে সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব।ওটুক করে,আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কিছু আসলেই করার আছে বলে আমার অন্তত মনে হয়না।

তাই অন্যের সন্তান কত খারাপ, আর আমার টা কত্ত ভাল - এই আলগা আবেগে অতিরিক্ত কনফিডেন্স না রাখাই শ্রেয়।

YOU NEVER KNOW...
©সংগৃহীত

28/08/2024

আপুর কথাগুলো যৌক্তিক ❤
"নারী-পুরুষ সমান অধিকার, ডঃ মোহাম্মদ ইউনুস"
যে ডিভোর্স দিবে তাকেই ডিভোর্সের টাকা পরিশোধ করতে হবে

নিজে আগে দিব এবং অন্যকে দেওয়ার জন্য অনুরোধ জানাবো।ভাবছেন নিশ্চয়, বন্যার্তদের পাশে দাঁড়াতে চাইলে কোন ফাউন্ডেশনের মাধ্যম...
23/08/2024

নিজে আগে দিব এবং অন্যকে দেওয়ার জন্য অনুরোধ জানাবো।ভাবছেন নিশ্চয়, বন্যার্তদের পাশে দাঁড়াতে চাইলে কোন ফাউন্ডেশনের মাধ্যমে অনুদান দেওয়াটা ভালো !
আমার ব্যক্তিগত মতামত "আস সুন্নাহ ফাউন্ডেশন"। ❤️
অন্তত ১০ টাকা দিয়ে হলেও সহযোগিতা করুন।

যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609(পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

06/08/2024
নতুন শিক্ষা কারিকুলাম০১। সাপ্তাহিক ছুটি ২ দিন। ০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্...
04/07/2024

নতুন শিক্ষা কারিকুলাম

০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। মাধ্যমিক লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি

২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি

® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

29/06/2024

Congratulation! Team India 🇮🇪
Bad luck South Africa😭

এক নজরে...সেমি ফাইনালে কোন কোন দল🎆  🎇 ফাইনালে কোন দল জিতবে....???
25/06/2024

এক নজরে...সেমি ফাইনালে কোন কোন দল🎆
🎇 ফাইনালে কোন দল জিতবে....???

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই এই হটলাইন নাম্বারে কল করুন>> +8801999000095+8801713076683+8801916095643+8801747036237+88016...
21/06/2024

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই এই হটলাইন নাম্বারে কল করুন>> +8801999000095
+8801713076683
+8801916095643
+8801747036237
+8801611786536

ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ছে এই রাসেল ভাইপার সাপ🤔😡রাসেল ভাইপারঃএই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন...
20/06/2024

ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ছে এই রাসেল ভাইপার সাপ🤔😡
রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয় ৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি...রাজশাহী,...নাটোর,...পাবনা,...মানিকগঞ্জ,...মাওয়া,...পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না, (জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন)
(Collected)

Address


Telephone

01771511150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pothik Moin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share