14/11/2025
নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের পাশাপাশি এখন থেকে সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানির বিপরীতেও প্রণোদনা দেবে সরকার। তবে নির্দিষ্ট কিছু শর্ত মেনে এসব রপ্তানি হতে হবে।
আজ বৃহস্পতিবার সরকারি সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলার অনুযায়ী, নিজস্ব সচল কারখানা রয়েছে এমন প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক বা বস্ত্রসামগ্রী রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর নগদ সহায়তা পাবেন। সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ার ক্ষেত্রে বিদ্যমান 'তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯' এবং 'সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান (ওয়্যারহাউজ পদ্ধতির আওতায় সাময়িক আমদানি, ওয়্যারহাউজ পরিচালনা ও কার্যপদ্ধতি) বিধিমালা, ২০২৪' অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, নিজস্ব কারখানায় উৎপাদিত প্রতিষ্ঠানের মতো একই হারে প্রণোদনা মিলবে। তবে উৎপাদনে সম্পৃক্ত নয় এরকম ট্রেডার বা কোম্পানি এ সুবিধা পাবে না। বস্ত্রখাতে নগদ সহায়তার বিদ্যমান সব নিয়ম পরিপালন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, রপ্তানি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’র আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানি সহজ করবে।
সোর্স কালের কন্ঠ