Mousumi Sarkar

Mousumi Sarkar Welcome.. Everyone, Its My official Page Please Like my page & stay with me. BEST খুঁজতে গিয়ে GOOD কাউকে হারিয়ে ফেলোনা!

Good morning....  💐🥀  ゚
26/10/2025

Good morning.... 💐🥀

মনের মানুষ মরে গেলেও এতোটা দুঃখ লাগেনা,, যতোটা দুঃখ লাগে তারা বদলে গেলে!!!  ゚
25/10/2025

মনের মানুষ মরে গেলেও এতোটা দুঃখ লাগেনা,,
যতোটা দুঃখ লাগে তারা বদলে গেলে!!!

Good evening 🥀💐
25/10/2025

Good evening 🥀💐

সালমান শাহ এর  যদি গৌরি খানের মতো জীবন সঙ্গীনি থাকতো তবে আজ তার  অকাল মৃত্যু তো হতো  না!  1995 সালে মুম্বাইতে সালমান শাহ...
25/10/2025

সালমান শাহ এর যদি গৌরি খানের মতো জীবন সঙ্গীনি থাকতো তবে আজ তার অকাল মৃত্যু তো হতো না!

1995 সালে মুম্বাইতে সালমান শাহ তার ওয়াইফ সামিরাকে নিয়ে দেখা করতে যান শাহরুখ খানের সাথে! মৃত্যুর মাত্র ১ বছর আগে! (এই ছবিটা সে সময়ে তোলা)

শাহরুখ ও তার ওয়াইফ গৌরি খান তাদের সাথে আন্তরিকভাবে দেখা করেন, শাহরুখ তখন সালমান শাহ কে বলেন "Major Bangladeshi Star". শুধু তাই না, শাহরুখ সালমান কে নিজের বন্ধু হিসাবেও স্বীকৃতি দেন!

দুজনেই তখন সবে মাত্র হিট নায়ক হওয়া শুরু করেছেন!

সালমান শাহ আর শাহরুখের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু হয়েছিল!

কিন্তু শাহরুখের পাশে ছিল গৌরি খান, যে কিনা শাহরুখের প্রতিটা সংগ্রামে সাথে ছিল, পাশে থেকে শাহরুখ কে সাহস যুগিয়েছে!

শাহরুখ নিতান্তই মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, তাই বিয়ের পর থেকেই গৌরি কে অনেক সেক্রিফাইস করতে হইসে!

আজ এই শাহরুখ খান বলিউডের বাদশাহ! এবং দুনিয়ার সবচে ধনী ও জনপ্রিয় অভিনেতা!

অপরদিকে সালমান শাহ কে হত্যা করা হয় তার ওয়াইফ সামিরার সামনেই!

১২ লাখ টাকা দিয়ে খুনি কে ভাড়া করে সামিরার মা!

গত ২৯ বছরেও সামিরা হত্যার কথা স্বীকার করে নাই!

শাহরুখ খানের মতো ই সালমান শাহ ভালবেসে বিয়ে করেছিলেন সামিরাকে!

অথচ তাকে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির বাদশাহ বানানো দূরের কথা, সেই সামিরা তাকে কবরে নিয়ে গেছে, বিয়ের মাত্র 4 বছরের মাথায়!

সালমান ওরফে ইমন চৌধুরীর যদি সেদিন গৌরি খানের মতো জীবন সঙ্গীনী থাকতো, তবে তার অকাল মৃত্যু হতো না, বরং সে হতো দেশের সিনেমা শিল্পের সবচে বড় এসেট!

সুতরাং, জীবন সঙ্গীনী সিলেক্ট করার ব্যাপারে সাবধান! সে আপনাকে ক্যারিয়ারের শিখরে নিবে নাকি কবরে নিবে, সেটা বিয়ের আগে ভালো করে যাচাই বাছাই করে নেন!

- ১২ লাখ টাকার চুক্তিতে' ( ৬ সেপ্টেম্বর ১৯৯৬ ) রাত ২:৩০ হতে ভোর ৪ টা অব্দি' নির্মম ভাবে হ*ত্যা করা হয়েছিল ৯০ দশকের সুপার...
25/10/2025

- ১২ লাখ টাকার চুক্তিতে' ( ৬ সেপ্টেম্বর ১৯৯৬ ) রাত ২:৩০ হতে ভোর ৪ টা অব্দি' নির্মম ভাবে হ*ত্যা করা হয়েছিল ৯০ দশকের সুপারস্টার সালমান শাহ কে..💔

- সালমান শাহ এর মৃত্যু সাধারণ ভাবে হয়নি' তাকে হ*ত্যা করা হয়েছিল' সেটা বিগত ১৪ / ১৫ বছর যাবত শুনে এসেছি' আজ জানতে পারলাম এর আসল রহস্য..💔

- শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খু*ন হন সালমান শাহ
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম, পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ..

- নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ..

- চিত্রনায়ক সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি এ হ*ত্যার মাস্টার মাইন্ড..

- দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি..

- ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন' আমরা সালমান শাহকে হত্যা করেছি' হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে' এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত" হত্যাযজ্ঞে আমিও ছিলাম..

- ১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ..

- রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন' ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন..

- কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান' এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন" রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ" এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেয়া হয়..

- হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত ২:৩০ মিনিটে সালমান শাহর বাড়িতে যান ডন' ডেভিড, ফারুক, আজিজ' রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা' নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি..

- ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা' কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি" এসময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ" সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ..

- এভাবে ইতিটানা হয় হয় আমাদের ৯০ দশকের সুপারস্টার সালমান শাহ সাহেবের সাথে..💔

- নারী নিয়ে কিছু বলার নাই' আমি যতটুকু জানি বুঝি : নারী মা হয়' নারী বউ হয়' নারী প্রেমিকা হয়' নারী বোন হয়' নারী মেয়ে হয়' নারী অতুলনীয় হয়..❤️

- আবার এই নারীই' এই নারী যৌন কর্মী হয়' এই নারীই লজ্জাহীন হয়' এই নারীই পতি** হয়' এই নারীই' বাটপার হয়' এই নারীই ১০০ জায়গায় লাগাতে চায়' এই নারীই কাল নাগিনী হয়' এই নারীই কত শত জীবন নিয়ে নেয়' এই নারীর কোন কিছুতে মন ভরে না' আসলে নারী পেঠ থেকে জন্ম নেওয়া পুরুষ নারী পড়তে বা বুঝতে পারে না..

Good morning... ☕🍫 ゚
24/10/2025

Good morning... ☕🍫

23/10/2025

ইনশাআল্লাহ আমরা সঠিক বিচার পাবো আশা রাখছি ゚

❣ সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে,কিন্তু শুধুমাত্র কয়েকজন -ই এর দেখা পায় | 😒 Good mor...
23/10/2025

❣ সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে,কিন্তু শুধুমাত্র কয়েকজন -ই এর দেখা পায় | 😒
Good morning...

কেমন আছেন সবাই?  ♥️
22/10/2025

কেমন আছেন সবাই? ♥️

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার ...
21/10/2025

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাতে তার মামা আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

মামলায় স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

আদালতের শুনানিতে জানানো হয়—সালমান শাহের মৃত্যুর সময় মরদেহে আঘাতের চিহ্ন, সিরিঞ্জ ও ক্লোরোফর্ম পাওয়া গিয়েছিল। এসব প্রমাণের অসঙ্গতি দেখে আদালত আত্মহত্যার পরিবর্তে হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।

20/10/2025

সালমান শাহর একটি জনপ্রিয় গান " যতদুর জানি সবার ই ভালো লাগে গান টি! ゚

Address

Agamasi Lane
Dhaka
PCC33+GJV,DHAKA1000

Telephone

+8801911624975

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mousumi Sarkar:

Share

Category