Din islam

Din islam This is the official fan page of Singer Din Islam. Also a Sergeant of Bangladesh Police. I love to play music & like almost all the genre of music.

গ্রামের রাতের পরিবেশে ফাঁকা যায়গা চা খাওয়ার মজা ই আলাদা
16/09/2025

গ্রামের রাতের পরিবেশে ফাঁকা যায়গা চা খাওয়ার মজা ই আলাদা

এখন থেকে আর কষ্ট করে ছবি তোলার প্রয়োজন নেই। ছোট ভাই AI -ই  যথেষ্ট।
15/09/2025

এখন থেকে আর কষ্ট করে ছবি তোলার প্রয়োজন নেই।
ছোট ভাই AI -ই যথেষ্ট।

আমি ও পোষ্ট দিলাম (  )
11/09/2025

আমি ও পোষ্ট দিলাম ( )

কনষ্টেবল সালাম!উনি হয়তো বুয়েট বানান করতে জানেন না তবে তার দুই ছেলের মধ্যে একজন খুলনা মেডিক্যাল কলেজে এবং আরেকজন রুয়েট এ...
28/08/2025

কনষ্টেবল সালাম!

উনি হয়তো বুয়েট বানান করতে জানেন না তবে তার দুই ছেলের মধ্যে একজন খুলনা মেডিক্যাল কলেজে এবং আরেকজন রুয়েট এ EEE তে পড়ছে! আলহামদুলিল্লাহ!

এমন হাজারো এসএসসি পাশ পুলিশ সদস্য আছেন যাদের পরবর্তী জেনারেশনের যোগ্যতা বুয়েটের ছেলেমেয়েদের চাইতে কম নয়! অনেক জুনিয়র পুলিশ সদস্যদের ছেলেমেয়েরাও বুয়েটে পড়ছেন এবং সফলতার সাথে বুয়েট থেকে বিভিন্ন বিষয়ে ইন্জিনিয়ারিং পাস করেছেন!

কিন্তু সালাম সাহেবরা বুয়েট পড়ুয়া তার সন্তানসম ছেলেগুলোর বুয়েট বানান করার মতো অর্বাচীনসুলভ প্রশ্নের বিপরীতে কখনোই জিজ্ঞেস করে না, বাবারা Penal Code কি বুঝো? Cr PC কি বুঝো? এভিডেন্স এক্টটা কি বুঝো?

প্রাতিষ্ঠানিক ইগোর কারণে যেন কারো কমনসেন্স লোপ না পায় সে প্রত্যাশা করি!
(C-j p c,sir)

19/08/2025

মায়ের প্রশ্ন- “স্যার, আমি যতক্ষণ বাচ্চার সাথে শুয়ে থাকি, বাচ্চা ততক্ষণ ঘুমায়। কিন্তু আমি উঠলেই বাচ্চা জেগে যায়। কেন এমন হয়..?

 #বেহায়া
27/06/2024

#বেহায়া

ব্যবহারের কঠোরতা অন্তরে ঘৃণার জন্ম দেয়, ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়।
25/06/2024

ব্যবহারের কঠোরতা অন্তরে ঘৃণার জন্ম দেয়, ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Din islam:

Share

মানুষ মানুষের জন্য.....

আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি, পৃথিবীটাকে সুন্দর করে তুলি।