Aparadh Bichitra - অপরাধ বিচিত্রা

Aparadh Bichitra - অপরাধ বিচিত্রা দূর্নীতি মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে। Aparadh Bichitra - A weekly magazine always aims to their raise voice against corruption....
(1)

13/08/2025

🕋 ইসলামিক বিচিত্রা
بسم الله الرحمن الرحيم
দ্বীনের খেদমতে নতুন পদক্ষেপ — হকের পথে এক নবযাত্রা
সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,
দ্বীন ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যুগে যুগে আল্লাহ তা‘আলা তাঁর নবী-রাসূল এবং উলামায়ে হক্বানীদের মাধ্যমে মানুষকে সত্যপথে আহ্বান করেছেন। আজকের এ যুগে, যখন সমাজ অন্যায়, জুলুম ও পাপাচারে আচ্ছন্ন— তখন প্রয়োজন এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যা হবে আল্লাহর দীন, কুরআন ও সুন্নাহর প্রচার ও প্রসারের এক দৃঢ় মাধ্যম।
🕌 সেই উদ্দেশ্যে — “ইসলামিক বিচিত্রা”
📌 অপরাধ বিচিত্রার ছায়াতলে এক স্বতন্ত্র দ্বীনি অঙ্গপ্রকাশ
🎯 উদ্দেশ্য: সত্যের দাওয়াত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, রুহানিয়াত ও আখলাক গঠনের মাধ্যমে দ্বীনের খেদমত করা
✍️ আমাদের নীতিমালা ও কার্যক্রম
🔹 কুরআন ও সুন্নাহ-ভিত্তিক প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা প্রকাশ
🔹 বুযুর্গানে দ্বীনের জীবনচরিত ও শিক্ষার প্রচার
🔹 সমাজ সংস্কার ও দাওয়াতি প্রতিবেদন
🔹 মুসলিম তরুণ সমাজের জন্য গঠনমূলক দিকনির্দেশনা
🔹 গুমরাহি ও ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে যুক্তিপূর্ণ ও শালীন প্রতিবাদ
🎥 পরিবেশনায়: সানজিদ আমিন – দ্বীনদার তরুণ মিডিয়া ব্যক্তিত্ব।
🖋️ দিকনির্দেশনায়: আলহাজ্ব এস এম মোরশেদ – সম্পাদক: অপরাধ বিচিত্রা
🛑 অপরাধ বিচিত্রা
🛡 সাহসিকতার প্রতীক – অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ
স্বাধীনতার পর থেকে আজ অবধি, যেসব মন্ত্রী, এমপি, শিল্পপতি ও প্রভাবশালী ব্যক্তি - জনগণের সম্পদ লুট করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন,
দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন অবৈধ অর্থ-সম্পদ—
তাদের ও তাদের উত্তরসূরিদের তথ্য ও প্রমাণ পাঠানোর জন্য পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
🔒 তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
☎ নির্ভয়ে যোগাযোগ করুন – ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে
📞 ফোন: 01911-385970
✒ সম্পাদক: এস এম মোরশেদ
🛑 জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন
“ভেজালমুক্ত দেশ – আমাদের অঙ্গীকার”
🇧🇩 আপনি কি সমাজ সচেতন?
✊ আপনি কি প্রতিবাদী ও দেশপ্রেমিক ?
⚖ আপনি কি দুর্বৃত্ত রাজনীতির বিপরীতে ন্যায়ভিত্তিক আলোকিত সমাজ চান?
🚫 আপনি কি কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে ?
🍽 আপনি কি ভেজাল প্রতিরোধে সোচ্চার হতে প্রস্তুত ?
🤝 আপনি কি অসহায় ও আর্তদের পাশে দাঁড়াতে চান ?
📢 তাহলে আজই যুক্ত হোন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সাথে।
🏘 পাড়া-মহল্লা, থানা, জেলা ও উপজেলায় গড়ে তুলুন ভেজাল প্রতিরোধ কমিটি।
🤲 একসাথে গড়ি ভেজালমুক্ত বাংলাদেশ!
📞 ফোন: 01911-385970
✒ চেয়ারম্যান: এস এম মোরশেদ






















13/08/2025
12/08/2025

অপরাধ বিচিত্রার অনুসন্ধানে জানুন কাদের দুর্নীতির কারনে ড্রাইভিং লাইসেন্স পেতে বিলম্বিত হচ্ছে | আধারের গল্প | By Imran Chowdhury | EP-01

মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর কাছে দেশের তথ্য আসলেই কতটুকু নিরাপদ। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর বিভিন্ন কর্মকর্তাদের নামে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ থাকার পরেও বহাল তবিয়তে মাদ্রাজে সিকিউরিটি প্রিন্টারস। পৃথিবীর বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ হলেও বাংলাদেশে তারা সাধু এ যেন দেখার কেউ নেই

কুরআনের আলোয় জেনে নিন, আল্লাহ তা'আলা কোন গুণাবলীর মানুষদের ভালোবাসেন। এই গুণগুলো অর্জনের মাধ্যমে আমরাও হতে পারি আল্লাহর ...
11/08/2025

কুরআনের আলোয় জেনে নিন, আল্লাহ তা'আলা কোন গুণাবলীর মানুষদের ভালোবাসেন। এই গুণগুলো অর্জনের মাধ্যমে আমরাও হতে পারি আল্লাহর প্রিয় বান্দা। 💖
আসুন, আমরা এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি:

১. ধৈর্যশীল:
"আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।" (সূরা আলে ইমরান: ১৪৬)

২. সৎকর্মশীল ও অনুগ্রহকারী:
"তোমরা সৎকর্ম কর, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।" (সূরা আল-বাকারা: ১৯৫)

৩. আল্লাহর উপর ভরসাকারী:
"নিশ্চয়ই আল্লাহ (তাঁর উপর) ভরসাকারীদের ভালোবাসেন।" (সূরা আলে ইমরান: ১৫৯)

৪. তাকওয়াবান ও পরহেজগার:
"নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের (পরহেজগারদের) ভালোবাসেন।" (সূরা আলে ইমরান: ৭৬)

৫. প্রতিজ্ঞা পূরণকারী:
"যারা নিজ প্রতিজ্ঞা পূরণ করে এবং তাকওয়া অবলম্বন করে, (আল্লাহ তাদের ভালোবাসেন)।" (সূরা আলে ইমরান: ৭৬)

৬. ন্যায়বিচারক ও ইনসাফকারী:
"নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।" (সূরা আল-মায়েদা: ৪২)

৭. পবিত্রতা অবলম্বনকারী:
"আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।" (সূরা আত-তাওবা: ১০৮)

৮. আল্লাহর পথে যোদ্ধা:
"নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তাঁর পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা একটি সীসাঢালা প্রাচীর।" (সূরা আস-সফ: ৪)

আল্লাহ আমাদের সবাইকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমিন। 🤲

সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়!
11/08/2025

সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়!

10/08/2025

সাংবাদিক তুহিন হত্যার বিচারে চাঁদপুর প্রেসক্লাবে মানববন্ধন।

09/08/2025

নিজের বাড়িতে প্রবেশ মাত্রই ডাকাত আখ্যা দিয়ে তাড়ানোর চেষ্টা।থানায় অভিযোগ হলেও মিমাংসার জন্য বার বার পুলিশের ফোন কল......

09/08/2025

ক্যান্টনমেন্টে সার্কেলে ঘুষ দুর্নীতির অনিয়মের অভিযোগ | এসিল্যান্ড বাসিত | Aparadh Bichitra News

Islamic Bichitraপ্রতিদিন ফজরের নামাজের পর প্রথমে দরুদ শরীফ (১, ৩ বা ৫ বার) পড়ুন। এরপর নিচের সূরাগুলো একবার করে তিলাওয়া...
09/08/2025

Islamic Bichitra
প্রতিদিন ফজরের নামাজের পর প্রথমে দরুদ শরীফ (১, ৩ বা ৫ বার) পড়ুন। এরপর নিচের সূরাগুলো একবার করে তিলাওয়াত করুন:
সূরা আহযাব
সূরা ইয়াসিন
সূরা আর-রাহমান
সূরা ওয়াক্বিয়াহ
সূরা নূহ
সূরা জুমুআ
সূরা ইনশিরাহ
এর সাথে আয়াতুল কুরসি, চার কুল এবং অন্যান্য মাসনুন আমল পাঠ করুন।
বিশেষ আমল (জ্বিন, জাদু বা বদনজরের জন্য):
যাদের জ্বিন, জাদু বা বদনজরের সমস্যা আছে, তারা উপরের আমলগুলো করার পর মাসনুন আমলের এই দোয়াটি ১০০ বার পাঠ করুন:
لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ, يُحْيِي وَيُمِيتُ, وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
এরপর ১০০ বার পড়ুন:
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
সবশেষে আবার দরুদ শরীফ পাঠ করুন।
ব্যবহারের নিয়ম:
সকল আমল শেষ করে এক বোতল পানিতে ফুঁ দিন এবং সেই পানি দিয়ে নিচের কাজগুলো করুন:
১. নিজের গায়ে হাত বুলিয়ে নিন (মাসেহ করুন)।
২. সারাদিন এই পানি পান করুন।
৩. এই পানি দিয়ে গোসল করুন।
৪. ঘরের চারপাশে ছিটিয়ে দিন।
নিজের সব ধরনের সমস্যা যেমন—জ্বিন, জাদু, বদনজর ও আর্থিক সংকট থেকে মুক্তির নিয়তে একটানা অন্তত ১৪ দিন এই আমলটি করে দেখুন।
ইনশাআল্লাহ, আপনি দারুণ ফলাফল পাবেন।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801911385970

Alerts

Be the first to know and let us send you an email when Aparadh Bichitra - অপরাধ বিচিত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aparadh Bichitra - অপরাধ বিচিত্রা:

Share