A Romantic Partner

A Romantic Partner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A Romantic Partner, Digital creator, Dhaka.

Living for love, laughter, and unforgettable moments with the one who holds my heart. 💕 Forever grateful for you, my better half. ❤️

31/05/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
21/05/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সবাই আসলে মা এবং বউ দুইজনের দোষ দিচ্ছে পলাশ সাহা মৃত্যুর ঘটনায়।  কিন্তু আবার বেশি দায় করা হচ্ছে বউকে। আপনার আসলে কাকে বে...
12/05/2025

সবাই আসলে মা এবং বউ দুইজনের দোষ দিচ্ছে পলাশ সাহা মৃত্যুর ঘটনায়। কিন্তু আবার বেশি দায় করা হচ্ছে বউকে। আপনার আসলে কাকে বেশি দায় করা উচিত মনে হয়?

প্রথমত আমি কিছু শাশুড়ীদের নিয়ে বলতে চাই, কে বলেছে শাশুড়ীরা খারাপ হয়? শাশুড়ীতো দুই ধরনের হয়। যেমন : বউদের শাশুড়ী এবং জামাইদের শাশুড়ী।

জামাইদের শাশুড়ীতো শুধু শাশুড়ী হয়না, এরা মায়ের চাইতেও বেশি আদর, ভালবাসা দেয় নিজের ছেলে সন্তানের চাইতে। তাহলে শাশুড়ীরা খারাপ কই?

বউদের শাশুড়ীতো শুধু শাশুড়ী হয়না, Sorry to say..এরা One kind of সতীন হয়। কারন তারা যা ব্যবহার করে সেগুলো আসলে সতীনকেও হার মানায়।

স্বামী ও স্ত্রী একজন আর একজনের পরিপূরক। সেখানে স্বামী তার স্ত্রীর সাথে একসঙ্গে খেতে, বসতে, ঘুরতে গেলে, কিছু Gift করলে এমনকি শুতে গেলেও ছেলের মাদের সমস্যা।

যে সংসারে শশুর নাই আর ননদ,নোনাস থাকে আর ছেলে যদি হয় একটা। সেই সংসারে শাশুড়ী আর ননদ, নোনাস মিলে সব কিছুতে খবরদারী করে। সেই সংসার ছেলের বউ না পায় সম্মান, না পায় ভালবাসা। সারাজীবন দাসী হয়ে থাকতে হয়।

আমার মনে হয় প্রত্যক মেয়ে শশুরবাড়ি আশে অনেক আশা নিয়ে সুন্দর সংসার সাজাবে বলে। কিন্তু শশুরবাড়ির লোকেদের জন্য তা পারা হয়ে ওঠে না।
একটা মেয়ে হাজারো সপ্ন দেখে তা বুকে চাপা কষ্ট জমিয়ে সংসার করে যায়।

এসব ব্যাপারে আমি মনে করি ছেলেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। যেমন টা করা দরকার ছিল পলাশ সাহার বলে আমি মনে করি, মা আর বউ দুইজনই আপন। কিন্তু তাদের বুঝতে হবে বউ শাশুড়ীর Bonding কেমন। যদি ভালো হয় তাহলেতো কথাই নাই। আর যদি দেখেন কোনো ভাবেই তাদের মিলানো সম্ভব না। তাহলে ভাই আলাদা হয়ে যান। ব্যাস জীবন অনেক সুন্দর। আপনার মা বনের কথায় স্ত্রীকে Divorce দিয়ে আপনিও কোনদিন সুখি হবেন না, আর আপনার স্ত্রীর জীবন ধংশ যাবে।

11/05/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Romantic Partner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Romantic Partner:

Share