বইয়ের জাহাজ -Boiyer Jahaj

বইয়ের জাহাজ -Boiyer Jahaj স্বপ্নের বই গুলো কাছে পাওয়ার সুযোগ করে দেবার জন্য আমরা কাজ করবো। বইয়ের জাহাজ (sail to books)

key ring
14/09/2025

key ring

14/09/2025
Sebastião Salgado – Amazônia Tote Bag এখন বইয়ের জাহাজ -Boiyer Jahaj এ। বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফটোগ্রাফার Sebastião Salg...
14/09/2025

Sebastião Salgado – Amazônia Tote Bag এখন বইয়ের জাহাজ -Boiyer Jahaj এ।

বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফটোগ্রাফার Sebastião Salgado সমসাময়িক সময়ের অন্যতম শ্রেষ্ঠ ভিজ্যুয়াল স্টোরিটেলার। তার সাদা-কালো ছবিতে ফুটে ওঠে মানবজীবন, প্রকৃতি ও সংস্কৃতির এক গভীর, চিরকালীন সৌন্দর্য। পৃথিবীর নানা প্রান্তের প্রান্তিক মানুষের জীবন থেকে শুরু করে আমাজনের আদিবাসী জনগোষ্ঠী—সবই তার ক্যামেরায় অমর হয়ে আছে।
Salgado-কে অনেকে “ফটোগ্রাফির কবি” বলেন, এবং তার কাজ বিশ্বব্যাপী মিউজিয়াম ও কালেক্টরদের কাছে বিশেষ মর্যাদার।

তার আলোচিত Amazônia প্রকল্প থেকে নেওয়া দুটি আলোকচিত্র দিয়ে বানানো হয়েছে এই TASCHEN কটন ক্যানভাস টোট ব্যাগ:
• রিও নেগ্রো ও কুইউনি নদীর মিলনস্থল (Amazonas State)
• ঈগলের পালকের হেডড্রেস পরিহিত এক ইয়াওয়ানাওয়া পুরুষের প্রতিকৃতি

টোট ব্যাগটার বিস্তারিত তথ্য
• প্রিমিয়াম কটন ক্যানভাস
• 36 × 38 × 11 সেমি
• ভেতরে আলাদা পকেট
• অফিসিয়াল TASCHEN কালেকশন

মূল্য: ৪৫০০ টাকা
এটি আসল ক্রয়মূল্য (আপনি চাইলে সরাসরি TASCHEN ওয়েবসাইটে যাচাই করতে পারবেন)

এই ব্যাগটি লিমিটেড এডিশনে আছে। কিছুদিন পর আর পাওয়া যাবে না হয়তো। এমন আর্ট-ফটোগ্রাফি টোট ব্যাগ, কোন ফটোগ্রাফারের সন্মানে এর আগে কখনও হয়নি। আপনারা জানেন , TASCHEN হলো লাক্সারি আর্টবুক প্রকাশনার বিশ্বনেতা! ফ্যাশনে Louis Vuitton বা অডিও জগতে Bang & Olufsen যেমন মর্যাদাপূর্ণ, TASCHEN তেমনি বইয়ের জগতে এক অমূল্য নাম। তাদের আর্ট সিরিজের বই কিংবা কফি টেবিল বইগুলো ইনভেস্টমেন্ট এর জন্য এক দারুণ মাধ্যম।

শিল্প, সাহিত্য ও রুচির মেলবন্ধন ঘটাতে এই ব্যাগ হতে পারে আপনার ব্যক্তিগত সংগ্রহের অনন্য অংশ।

09/09/2025

বাংলাভাষার কিছু শব্দ জেনজিরা এসে বদলে দিক। এই যেমন

পুংখানুপুংখ
কিংকর্তব্যবিমুঢ়

এইসব শব্দ রাখার কোন মানে হয়!

✨ Rare Miniature Bronze Sculptures – Collector’s Edition ✨Original miniature bronze sculptures inspired by legendary art...
09/09/2025

✨ Rare Miniature Bronze Sculptures – Collector’s Edition ✨

Original miniature bronze sculptures inspired by legendary artists like Rodin, Michelangelo, and more.
✅ Each piece comes in its original box with a certificate of authenticity
✅ Imported from France – all details are in French
✅ Rare to find in the local market
✅ Price: 4,000 – 7,000 BDT (depending on size, artist & design)

✔ A valuable collector’s item & long-term investment
✔ Perfect gift for art lovers and enthusiasts
✔ Unique birthday gift idea for children interested in art & history

📦 Limited availability – once sold, won’t come back easily.

👉 Comment or inbox for more details & photos.

The Starry Night১৮৮৯ সালে ভ্যান গঘ ফ্রান্সের সেন্ট-রেমি-দে-প্রোভঁস মানসিক হাসপাতালে থাকাকালীন সময়ে এই চিত্রকর্মটি আঁকেন।...
08/09/2025

The Starry Night

১৮৮৯ সালে ভ্যান গঘ ফ্রান্সের সেন্ট-রেমি-দে-প্রোভঁস মানসিক হাসপাতালে থাকাকালীন সময়ে এই চিত্রকর্মটি আঁকেন। ছবিটিতে একটি রাতের আকাশে ঘূর্ণায়মান নীল-হলুদ তারকা, একটি চাঁদ এবং নিচে একটি ছোট্ট গ্রাম দেখা যায়। ছবির বাঁ দিকের সাইপ্রেস গাছটি আকাশের দিকে উঁচু হয়ে উঠেছে।

এটি ভ্যান গঘ-এর সবচেয়ে বিখ্যাত কাজগুলির একটি এবং বর্তমানে Museum of Modern Art (MoMA), নিউ ইয়র্কে প্রদর্শিত হচ্ছে।

আমরা বিখ্যাত চিত্রকর্মটি নিয়ে এসেছি ছোট ফ্রিজ ম্যাগনেট রুপে

অর্ডার করলে পেয়ে যাবেন এই মাসেই।বিস্তারিত জানতে ইনবক্স করুন।
magnet

বিখ্যাত ডাচ চিত্রশিল্পী, পশ্চিমা শিল্পকলার ইতিহাসে অন্যতম প্রভাবশালী পোস্ট-ইমপ্রেশনিস্ট 🎨 ভ্যান গগ এর এক বিখ্যাত চিত্রকর...
07/09/2025

বিখ্যাত ডাচ চিত্রশিল্পী, পশ্চিমা শিল্পকলার ইতিহাসে অন্যতম প্রভাবশালী পোস্ট-ইমপ্রেশনিস্ট 🎨 ভ্যান গগ এর এক বিখ্যাত চিত্রকর্ম The bedroom ,ত্রিডি ফ্রিজ ম্যাগনেট।




প্রিয়জনকে উপহার দিতে যার জুড়ি নেই!

ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মঁনের আঁকা Pont Japonais আসছে ফ্রিজ ম্যাগনেট হয়ে...
06/09/2025

ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মঁনের আঁকা Pont Japonais আসছে ফ্রিজ ম্যাগনেট হয়ে...

ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মনের আঁকা Pont Japonais আসছে ফ্রিজ ম্যাগনেট হয়ে...
06/09/2025

ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মনের আঁকা Pont Japonais আসছে ফ্রিজ ম্যাগনেট হয়ে...

এই বইটা একটা টাইম ফ্রেইম ধরে আমাদের দেখায় কিভাবে চোখের সামনে বদলে গেলো টেক দুনিয়া।  সেই ইয়াহু চ্যাটের দুনিয়া ASL ( age s...
06/09/2025

এই বইটা একটা টাইম ফ্রেইম ধরে আমাদের দেখায় কিভাবে চোখের সামনে বদলে গেলো টেক দুনিয়া। সেই ইয়াহু চ্যাটের দুনিয়া ASL ( age s*x location) মনে আছে হয়তো আপনাদের অনেকের। কিভাবে সেই আমলে কানেক্ট হতেন ইন্টারনেটে?
একে একে উইন্ডোজ বদলালো। নানান অয়েবসাইট দেখে দেখে আমাদের আশ্চর্য হবার সেইসব উন্মাদনার বয়স!
মোবাইল ট্যেক কিভাবে জায়গা করে নিলো সাধারণের জীবনে।
কন্টেন্ট ক্রিয়েটর দের জন্য একটা সোনার খনী এই বই।
বই আছে এখনো ফ্রান্সে চাইলে পেয়ে যাবেন এই মাসের শেষে।

26/08/2025

Address

West Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when বইয়ের জাহাজ -Boiyer Jahaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইয়ের জাহাজ -Boiyer Jahaj:

Share

Category

আমাদের গল্প।

বাংলাদেশে বসে বিদেশ থেকে বই আনার প্রক্রিয়াটি এখনো খুবই জটিল এবং বেশ ব্যয়সাপেক্ষ, যদি যথাযথ সুযোগসুবিধা আপনার হাতে না থাকে। এই নিয়ে অনেকের মুখেই নানামাত্রিক হতাশার কথা শুনে শুনে এবং নিজেদের বই আনতে গিয়ে নানান ঘাটে ঘাটে ধরনা দিতে দিতে, এক সময় দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক জন তরুণ, সিদ্ধান্ত নেন এমন একটি সহজ, কম খরচের প্রক্রিয়া শুরু করার, যেখানে খুব কম খরচে, নিজেদের মতন করে নতুন, পুরাতন, যে কোন বিষয়ভিত্তিক বই, চাইলেই দেশে আনা যাবে। নানান প্রতিকুলতা পেরিয়ে, বইয়ের জাহাজ এখন দেশে অবস্থানরত বই পিপাসু অনেকের কাছেই, খুবই প্রিয় এক নাম। ইংলিশ, ফ্রেঞ্চ জার্মান, ইতালিয়ান, স্প্যনিশ, আরবিক এমন নানান ভাষার খুবই দুর্লভ বই থেকে শুরু করে, নানান বিষয়ের, একেবারে হাল আমলের বেস্ট সেলার বই সমুহ, অত্যন্ত কম খরচে দেশে আনছে বইয়ের জাহাজ। গত প্রায় তিন বছর ধরে চলছে তাদের এই কর্মযোগ্য । এই তিন বছরে তাদের হাত ধরে , প্রায় ৭০০০-৮০০০ এরও অধিক বই, তারা দেশে আনতে পেরেছে। অংশ নিয়েছে বুয়েট আয়োজিত বিজয়-১৭ বইমেলাতে। এবং খুবই সমাদৃত হয়েছে আমাদের নানামুখী পাঠকের কাছে।

সেই সব বই ছড়িয়ে ছিটিয়ে গেছে দেশের একেবারে প্রান্তিক এলাকায়, নানান বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে, কিংবা খুব ঋদ্ধ কিছু পাঠকের হাতে। নানান বিষয়ে গবেষনারত, কিংবা অনুবাদের জন্য যেসব বই অনেক দিন থেকেই হাতের কাছে চাচ্ছিলেন অনেকে, তাদের কাছে সহজলভ্য মাধ্যম এই বইয়ের জাহাজ।

বাস্তবিক মুল্যজগতে, বইকে বস্তুগতভাবে ভেবে নিলেও, বইই একমাত্র জ্ঞানের মাধ্যম, আমাদের স্বপ্ন, চিন্তা জগতকে যা আলোড়িত করে রাখে। বিশ্বের সাথে তাল মিলিয়ে, জ্ঞান বিজ্ঞান প্রসারের এই যুগে, নেট ঘেটে নানান বিষয়ের একেবারে হাল আমলের নানামুখী বইয়ের সমাহার এতোদিন আমরা শুধু দেখেই যেতাম। জাহাজীদের উদ্দেশ্য ছিলো, প্রায় অলাভজনক ভাবে আমাদের এই আফসুস নির্মূল করার। সেই একই সময়ে, বইয়ের জাহাজ তাদের সকল গ্রাহকদেরকেই নিজেদের বলে ভেবে এসেছে। সকলেই সেখানে জাহাজী হয়ে, নিজেদের মতন করে খোঁজে দিয়েছেন তাদের বইয়ের প্রাপ্তীস্থান। আপাতত শুধু মাত্র আমাজন ইউকে এবং ইবে বা সমধর্মী কয়েকটা সাইট থেকে বই আনলেও কিছুদিনের মাঝে তারা আমেরিকা সহ অন্যান্য যত ভাবে বই আনা যায়, তা নিয়েও কাজ করার চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করছে, দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসীর কাছে আমাদের মায়ের ভাষার বইগুলো কিভাবে কম খরচে পৌঁছানো যায় তা নিয়েও। অনলাইনে বই কেনাকে আরো সহজলভ্য সাবলীল করার জন্য ইতিমধ্যই তাদের নিজস্ব অয়েব www.boiyerjahaj.com চালু হয়েছে(আন্ডারকন্সট্রাকশন) । এছাড়াও ফেইসবুকের www.facebook.com/boiyerjahaj এই ঠিকানায় তাদেরকে ফলো করছেন প্রায় লাখ খানেক ফেসবুকার। এবং আপাতত এই পেইজেই বইয়ের জন্য অনুরোধ করছেন সকলে। এ ছাড়াও ২৮৬ অয়াবদা লিঙ্ক রোড, অয়েস্ট রামপুরা -১২১৯ এ রয়েছে তাদের বইয়ের লাইব্রেরী এবং প্রি অর্ডারে আনা বইয়ের কালেকশন পয়েন্ট।