Momtaz Rasel

Momtaz Rasel Entertainment

02/11/2025

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥

1. Gemini.google.com – যেকোনো প্রশ্ন করুন
2. Busuu.com – ইংরেজি শিখুন
3. Krea.ai – লোগো তৈরি করুন
4. ElevenLabs.io – নিজের ভয়েস ক্লোন করুন
5. Gamma.app – সুন্দর ডকুমেন্ট ডিজাইন করুন
6. Suno.ai – গান বানান
7. Runway.ml – ভিডিও এডিট করুন
8. Relume.io – ওয়েবসাইট ডিজাইন করুন
9. Descript.com – অডিও এডিট করুন
10. Fliki.ai – ভয়েসওভার দিন
11. Tome.app – প্রেজেন্টেশন বানান
12. Perplexity.ai – রিসার্চ করুন
13. PicWish.com – ছবি এডিট করুন
14. RecCloud.com – ভয়েস পরিবর্তন করুন
15. Pika.art – AI দিয়ে ভিডিও তৈরি করুন

27/10/2025

সমস্যা: আমি কোড করতে জানি না
সমাধান: Replit.com

সমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাই
সমাধান: Unscreen.com

সমস্যা: আমি লম্বা টেক্সটকে ছোট করে বুঝতে চাই
সমাধান: TLDRthis.com

সমস্যা: আমি ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে চাই
সমাধান: ELSA.ai

সমস্যা: আমি ফ্রি AI ইমেজ খুঁজতে চাই
সমাধান: Lexica.art

সমস্যা: আমি ফাইলের ভেতর ডেটা বুঝতে চাই
সমাধান: Humata.ai

সমস্যা: আমি নিজের ফটোকে কার্টুনে রূপান্তর করতে চাই
সমাধান: ToonMe.com

সমস্যা: আমি ইউটিউব ভিডিওর টাইটেল ও ট্যাগ বের করতে চাই
সমাধান: VidIQ.com

সমস্যা: আমি ওয়েবসাইট বানাতে চাই কোড ছাড়া
সমাধান: Mixo.io

সমস্যা: আমি নিজের প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন কপি বানাতে চাই
সমাধান: Copy.ai

05/10/2025

আল-কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইজ্জত, সম্মান ও মর্যাদার ব্যাপারে কোনো প্রকার আপোষ নেই।

তুমি যে ধর্মের অনুসারী, তা তোমার বিষয় — তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ধর্ম, আল-কুরআন ও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি সামান্যতম আঘাতও কোনোভাবেই সহ্য করা হবে না।

17/09/2025

purple 💜 ゚

09/09/2025

Trust to Allah(SWT)

আজ থেকে আর কোনো Home work নেই😅💔
22/07/2025

আজ থেকে আর কোনো Home work নেই😅💔

01/07/2025

কথায় কথায় বাংলা ছাড়,
বাংলা কি তোর বাপ দাদার।

22/06/2025

বিশ্বব্যাপী এক চরম দুঃসংবাদ অপেক্ষা করছে। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এমনটা হলে বাংলাদেশ সহ প্রত্যেক টা দেশ জ্বালানি সংকটে পড়ে যাবে!

হরমুজ প্রণালী দেখতে যেমন সরু, এর গুরুত্ব তেমনি বিশাল। এটি পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত। ভৌগলিকভাবে খুবই সংকীর্ণ এই জলপথ দিয়েই মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের বিশাল অংশের তেল বিশ্ববাজারে পাঠায়।

প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এটি বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত খনিজ তেলের প্রায় ২০ শতাংশ। একবার চিন্তা করুন এই পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের জোগান হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে। এতে করে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাবে, দেখা দেবে জ্বালানি সংকট।

এই সংকটের প্রভাব বাংলাদেশে ভ'য়া'ব'হ ভাবে পড়তে পারে। আমাদের দেশের জ্বালানির বড় একটা অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। এই সরবরাহে বাধা সৃষ্টি হলে শুধু বিদ্যুৎ নয়, পরিবহন, শিল্প, কৃষিসহ প্রতিটি খাতেই সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

ইরান কেন এমন হু'ম'কি দিচ্ছে?
মূলত বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরান-ই*সরা*য়েল পরিস্থিতি, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌবাহিনীর উপস্থিতির প্রেক্ষাপটে ইরান এই প্রণালীকে কৌশলগত চাপ প্রয়োগের অ'স্ত্র হিসেবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী বন্ধ করা মানেই পুরো বিশ্বকে চাপে ফেলে দেওয়া। এছাড়া ইরান আগেই বলেছিল‌ যে ইরান-ইস*রা*য়ে*লের যুদ্ধের ভিতরে আমেরিকা জড়ালে হরমুজ প্রণালী ব্লক করে দিবে। আর গতরাতেই আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সরাসরি ইরান-ই*স*রা*য়েলের যুদ্ধে জড়িয়েছে।

এই মুহূর্তে পুরো পৃথিবী অপেক্ষায় ইরান কি সত্যিই সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে? আর যদি নেয়, তাহলে পৃথিবীর প্রতিটি দেশের মত বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে এক নতুন জ্বালানি সংকটের মুখোমুখি হওয়ার জন্য।

© আউটসাইড নলেজ - Outside Knowledge

ইহুদীদের সম্পর্কে জানুন 👇👇👀(কুরআনে বর্ণিত আছে)ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আ...
17/06/2025

ইহুদীদের সম্পর্কে জানুন 👇👇👀(কুরআনে বর্ণিত আছে)

ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।
ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমাইল(আঃ)।

হয়রত ইসহাক(আঃ) এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব(আঃ), উনার আরেক নাম ইস/রা/ইল। এই ইয়াকুব(আঃ) এর বংশকে আল্লাহ্ তা'আলা বনি-ই/সরা/ইল নামে সম্বোধন করেছেন।

হযরত ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১জনের নাম ছিলো ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে।
তাই, বনি-ই/সরা/ইল এর আরেক নাম ই/হু/দী।

ই/হু/দী ধর্ম আর বংশ দুটো আলাদা।
সব ইহুদী বংশের লোক ইহুদী ধর্মের হলেও সব ইহুদী ধর্মের লোক ই ইয়াহুদার বংশ নয়।
এই ইয়াহুদা ই কিন্তু তার আপন ভাই ইউসুফ(আঃ) কে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল!

৪ হাজার বছর আগে ইসহাক(আঃ) এর মৃত্যুর পর ইয়াকুব(আঃ) আল্লাহ্‌'র নির্দেশে শামনগরী (সিরিয়া) থেকে কেনানে হিজরত করেন। এই কেনান ই বর্তমানের ফিলিস্তিন।

এরপর কেনানে (ফিলিস্তিন) দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে।

মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ(আঃ), যিনি ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে।

তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি-ই/সরা/ইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন 'ইয়া নাফসী' 'ইয়া নফসী' করতো।
তখন আল্লাহ্ তাদের কাছে পাঠালেন মূসা(আঃ) আর তাওরাত কিতাব। মুসা(আঃ) ফেরাউনকে নীলনদে ডুবানোর মাধ্যমে বনি-ই/সরা/ইল মুক্তি পায়।

তারপর মূসা(আঃ) সবাইকে নিয়ে কেনানে (ফিলিস্তিন) ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ্‌'র অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা(আঃ) এর ওফাতের পর আবার আল্লাহ্‌ কে ভুলে যায়, গরুপূজা সহ নানা রকম অনাচার শুরু করে।

তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙ্গে যায়, ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে।
এর ১০০বছর পরে দাউদ(আঃ) আর উনার ছেলে সুলাইমান(আঃ) এর মাধ্যমে আল্লাহ তা'আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন।

তারা প্রতিজ্ঞা করে"আল্লাহ্ তায়ালা ইসহাক(আঃ) এর স্বপ্নে কেনানকে ইহুদীদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদের জয় করে নিতে হবে।"
এটাকে তারা 'জেকব লেডার ড্রিম' বলে।

তাই তারা যতবারই বিতাড়িত হয়েছে ততবার‌ই তারা এই ভূমিতে ফিরে আসতে চাই।
কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে,
ব্যবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহ/ত্যার শিকার হয়েছে,
রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে।
মহানবী(সাঃ) এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে।
আর উমার(রা:) ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন।
আজ ইস/রা/য়েলের এতো ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি।

বনি-ইস/রা/ইলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শা/স্তির পাশাপাশি তাদের ব্যবহার!
তখনকার লোকদের ভাষ্যমতে, তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল।

ই/হু/দীরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিলো, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ-সম্পদ ভালোই ছিল। সেই অর্থ-সম্পদ এর দাপট দেখিয়ে তারা সেইসব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাতো।
তাই তারা সেইসব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বার বার বিতাড়িত হতো।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে, যেকোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই।
তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়।
তারা বিশ্বাস করে, কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি।
তারা এটাও বিশ্বাস করে যে, একসময় তাদের একজন মসিয়াহ্‌(দাজ্জাল) এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে।

১৮ শতাব্দীতে ই/হু/দীরা তাদের ধর্ম-পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে।
তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে ই/হু/দীদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে।
এই আন্দোলনকে যারা সমর্থন করে, তাদেরকে জিওনিস্ট বলে।

যেহেতু ই/হু/দীরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিলো, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে।

তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে।
ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করতো, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়।

তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ই/হু/দী গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে এসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন।
তার এমন অভুতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া!
এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ই/হু/দীরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে।
প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়।
ই/হু/দীরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার-জোর-জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে।

তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ই/হু/দীদের।
৬লাখ ই/হু/দীর জন্য ৪৫% আর ১২কোটি ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা!

জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ই/হু/দীরা ইজ/রা/য়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান।

ইজ/রায়ে/ল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়!

আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব(আঃ) এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণ হয়েছে ।

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।-----------------------------------...
15/06/2025

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।
--------------------------------------------[
“যখন ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়।

তার কারণগুলো—

১.

যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:

ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী,

সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়),

এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

২.

যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে—

জর্ডানের বিমানবাহিনী,

জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি,

এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

৩.

এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও,
তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা:

Arrow-3: ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

Arrow-2: যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

৪.

এরপর রয়েছে David’s Sling,
যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

৫.

সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome,
যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে

পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে,
কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।

হে আল্লাহ, ইরানকে গায়েবি সাহায্য দান করো।
আমিন, সুম্মা আমিন।

13/06/2025
আহমেদাবাদ - লন্ডনের একটা প্লেন আহমেদাবাদে ক্র‍্যাশ করেছে ২৩২ জন প্যাসেঞ্জার  ও ১২ জন ক্রু নিয়ে। প্লেনে ৫০+ ব্রিটিশ নাগরি...
12/06/2025

আহমেদাবাদ - লন্ডনের একটা প্লেন আহমেদাবাদে ক্র‍্যাশ করেছে ২৩২ জন প্যাসেঞ্জার ও ১২ জন ক্রু নিয়ে। প্লেনে ৫০+ ব্রিটিশ নাগরিক, ৬-৭ জন পর্তুগিজ নাগরিকও ছিল। খুব বাজে একটা দুর্ঘটনা।
এই প্রথম এমন ভয়াবহ রকমের ক্র‍্যাশের শিকার হলো কোনো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ১৪ বছর আগে এ মডেলের প্রোডাকশন শুরু হওয়ার পর থেকে এমন দেখা যায়নি। ভিডিও দেখে মনে হচ্ছে উভয় ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। পাইলট দক্ষ হলেও এখানে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না।

এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটটি যাত্রা করে আহমেদাবাদ থেকে, গন্তব্য ছিল লন্ডন। ২ জন পাইলট ও ১০ জন ক্রুসহ মোট ২৪২ জন ছিলেন প্লেনে। কিন্তু উড্ডয়নের ৫ মিনিটের মাথায় এয়ারপোর্টের কাছের আবাসিক এলাকায় ক্র‍্যাশ করলো বিমানটি।

অন্যদিকের অবস্থাও নাকি ভয়াবহ। বিমানটি আছড়ে পড়ে মেডিকাল কলেজের এমবিবিএস-পড়ুয়াদের একটি হোস্টেলে। ওখানে ৫০ জন মারা গেছেন বলে আশংকা, ১৫ জন ডাক্তার আহত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Momtaz Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momtaz Rasel:

Share