
05/05/2025
এখন অনুভূতিরাও ফিকে হয়ে গেছে.❤️🩹
নিজের দুঃখটাকেও বলে বোঝাতে পারি না।
অবহেলা-অনাদরে পড়ে থেকে থেকে..🙇
জীবনের স্বাদ হারিয়ে..🫥
এখন যে নিজেকেই ভালোবাসতে পারি না!
ভেবেছিলাম তোমার ভালোবাসা পেলে.🌞
জীবনের সব দুঃখবোধ ভুলে যাবো.🥀
এখন নিজেকেই ভুলে যেতে বসেছি..💔