
14/09/2025
টাকাওয়ালা দেখে তাকে সম্মান দিতে ব্যস্ত হইয়েন না, টাকা ছাড়াও যে আপনার আশেপাশে, অনেকই অনেক পরিচিত আছে, তাদেরকে আপনি মনে রাইখেন। সামান্য টাকার কারণে আপনি অনেককে দিন দুধভাত আর অন্য কে দিন ডালভাত, বৈষম্য বন্ধ করুন সবসময় ইকুয়াল হওয়ার চেষ্টা করুন।
মহান আল্লাহতালা আমাদেরকে বৈষম্যহীন ও সবাইকে ভালোবাসার বন্ধনে জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন।
আশাকরি কথাগুলো ভালো লাগবে।