Atikur Rahman

Atikur Rahman I'm Atikur Rahman & Photography is my hobby.

30/04/2023

Hi friends please Follow my page

25/04/2023

“ নিয়োগ বিজ্ঞপ্তি

জরুরী ভিত্তিতে “ফোর এ ইয়ার্ণ ডাইং লিঃ (জ্যাকেট ফ্যাক্টরী) নিম্নলিখিত পদে বেশ কিছু সংখ্যক দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবেঃ

(১) সুইং অপারেটর

আপনিও আসতে পারেন

(৪) ফিনিশিং আয়রণম্যান / প্যাকিংম্যান

(২) সুপারভাইজার (৩) লাইনচীফ

তে ভালো কাজের পরিবেশ (গ্রীন বিল্ডিংলিড-প্লাটিনাম মানের ১০০% কমপ্লায়েন্স ফ্যাক্টরী)।

তে প্রতি মাসের ০১ তারিখে ব্যাংকের মাধ্যমে বেতনের টাকা পরিশোধ করা হয়। ফ্যাক্টরীর সাথে স্থাপিত এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সুবিধা । ত হাজিরা বোনাস: মাসিক (টাকা ৬০০/-) প্রদান ।

তে হাজিরা বোনাস পর পর ০৩ মাস পেলে তৃতীয় মাসের সাথে অতিরিক্ত ৫০০/-টাকা হিসেবে (৬০০+৫০০=১১০০/-) টাকা প্রদান। এবং হাজিরা বোনাস পর পর ১২মাস পেলে বছর শেষে অতিরিক্ত আরো ১০০০/- টাকা হিসেবে (৬০০+৫০০+১০০০ = ২১০০/-) টাকা পাবে।

জে যাতায়াতের জন্য অতিরিক্ত ভাতা হিসেবে মাসিক ২০০/- টাকা প্রদান করা হয় এবং নিজস্ব বাস সার্ভিস রয়েছে। তে বাৎসরিক বেতন বৃদ্ধি ও যোগ্যতা অনুযায়ী প্রতিমাসেই পদন্নোতি ও বেতন বাড়ানোর সুব্যবস্থা ।

তে বৎসরে দুইটি উৎসব বোনাস প্রদান । * বাৎসরিক অর্জিত ছুটির টাকা নগদায়ন বা ছুটির টাকা প্রদান ।

চাকুরীতে ইস্তফা বা অবসানে ক্ষতিপূরণ বা সার্ভিস বেনিফিট এর সুব্যবস্থা রয়েছে।

ফ্রি চিকিৎসা সেবা, শিশু পরিচর্যা কেন্দ্র এবং নারীদের জন্য মাতৃকল্যাণ সুবিধা প্রদান। এবং গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার ও চিকিৎসা ব্যবস্থা।

ত সকলের জন্য ক্যান্টিনের সুব্যবস্থা রয়েছে।

তে রেজিষ্ট্রাড এমবিবিএস ডাক্তার এবং প্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান ।

কে প্রতিমাসের শেষ শুক্রবার (হেলথক্যাম্প) বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান । এছাড়াও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সুলভ মুল্যের দোকানে (ফেয়ার প্রাইস্ শপ) নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, তেল, আটা, লবন ও চিনি ইত্যাদি বাকীতে ক্রয়ের সুব্যবস্থা রয়েছে।

বিঃদ্রঃ ফোর এ ইয়ার্ণ ডাইং লিঃ এ চাকুরীর জন্য কোন মাধ্যম বা কারো সুপারিশ নয় আপনার যোগ্যতাই চাকুরী পাওয়ার প্রধান উপায়। চাকুরী পাওয়ার ক্ষেত্রে যে কোন ধরনের প্রতারণা থেকে বিরত থাকুন। আপনি ইচ্ছুক হলে সরাসরি ফ্যাক্টরী বা কারখানায় যোগাযোগ করুন।

* যোগাযোগের ঠিকানাঃ মানব সম্পদ বিভাগ, ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেড (জ্যাকেট ফ্যাক্টরী), সাভার ইপিজেড রোড়, কাইচাবাড়ী, (সম্ভার পেট্রোল পাম্প REDMI NOTE 8 PRO এর পাশেও ওস্তা দিনার), আশুলিয়া, সাভার, ঢাকা। মোবাইল নাম্বার-০৯৬১২১৫৬৩১১, ০১৭১৯-461331

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atikur Rahman:

Share

Category