Rahat's Notebook

Rahat's Notebook Welcome to my page. Twitter - riajulaminrahat

বন্ধুরা হলো সেই পরিবার, যাদের আমরা নিজের হাতে বেছে নেই।
08/08/2025

বন্ধুরা হলো সেই পরিবার, যাদের আমরা নিজের হাতে বেছে নেই।

বন্ধুত্বের বাঁধন মজবুত হয় ইবাদতের মাঝেই — জুমার নামাজ তার প্রমাণ।
25/07/2025

বন্ধুত্বের বাঁধন মজবুত হয় ইবাদতের মাঝেই — জুমার নামাজ তার প্রমাণ।

আমরা আদৌও কি মানুষ হতে পারছি?১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদে...
21/07/2025

আমরা আদৌও কি মানুষ হতে পারছি?

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭. বার্ন ইউনিটে মানুষের উপস্থিতি সহজে জীবানু ছড়ায় যা পোড়া যায়গায় সহজে আক্রমন করতে পারে আমাদের দেশে রাজনীতিবিদরা দলে দলে কর্মী নিয়ে শোডাউন দিতে ব্যস্ত কারণ লাশ নিয়ে রাজনীতি করা সহজ।

যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন - আমিন।

এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম: আপনার মার খাওয়ার কারণ বলে যাবেন....১. মাইর খাবা...
05/06/2025

এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম: আপনার মার খাওয়ার কারণ বলে যাবেন....

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে।
৬. খেলতে গিয়ে কাউকে মেরে আসলে।
৭. বড়দের কথার উত্তর না দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না দিলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিতে গিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না চাইলে।
১৬. সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশি করে পিটিয়ে এলে।
২১. বেশি সময় নিয়ে খাওয়া-দাওয়া করলে।
২২. বেশি দ্রুত খাওয়া-দাওয়া করলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে দেরি করলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরে গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, জাম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ার সময় ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাতে ডুবাতে চোখ লাল করে ফেললে।
৪৩. বড়দের আড্ডার মধ্যে ঢুকলে।

গতকাল এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রাত দেড়টা বাজে, রাজধানীর এক লোকাল বাসে উঠলাম। চারপাশে তাকিয়ে দেখি, সবাই পুরুষ—ক্ল...
04/06/2025

গতকাল এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রাত দেড়টা বাজে, রাজধানীর এক লোকাল বাসে উঠলাম। চারপাশে তাকিয়ে দেখি, সবাই পুরুষ—ক্লান্ত, নিঃশব্দ যাত্রী, দীর্ঘ সময়ের পরিশ্রম শেষে ঘরে ফিরছেন।
তাদের চোখে ঘুম, শরীরে ক্লান্তি, কিন্তু মনজুড়ে আছে পরিবারের জন্য এক অনিবার্য দায়বদ্ধতা।
এই দায়িত্ববোধ, এই ত্যাগই হয়তো পুরুষের জীবন। অর্থনীতিবিদেরা যাকে বলেন 'কস্ট অফ লিভিং', আমি তাকে বলি ভালবাসা, নিঃস্বার্থ ত্যাগ।

One of our Friday moments.
31/05/2025

One of our Friday moments.

মুগ্ধতা পর্ব — ০১কারো কারো প্রতি মুগ্ধতা সারাজীবন বজায় থাকে। তাদের কথা শুনে মুগ্ধতা বাড়ে, তাদের কাজ দেখে মুগ্ধতা জন্ম নে...
19/05/2025

মুগ্ধতা
পর্ব — ০১

কারো কারো প্রতি মুগ্ধতা সারাজীবন বজায় থাকে। তাদের কথা শুনে মুগ্ধতা বাড়ে, তাদের কাজ দেখে মুগ্ধতা জন্ম নেয়। তাদের আচরণের ছায়ায় আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করে। অথচ কিছু মানুষের প্রতি মুগ্ধতা কেবল দূরে থাকা অবধি বজায় থাকে; কাছে এলেই দুর্গন্ধ ছড়ায়। মুখোশের আড়ালের মানুষটির আসল চরিত্র প্রকাশিত হওয়ার পরেই ঘৃণা বাড়ে। মুগ্ধতা মোহের মতো—একবার ভেঙে গেলে আর কোনো রঙে তা জমা করা যায় না।

নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা — সেমিনারটা ছিল সত্যিই ইনস্পায়ারিং!
17/05/2025

নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা — সেমিনারটা ছিল সত্যিই ইনস্পায়ারিং!

"Sometimes the best things in life are worth the wait—patience is quiet strength."
06/05/2025

"Sometimes the best things in life are worth the wait—patience is quiet strength."

Good morning Rajshahi.
02/05/2025

Good morning Rajshahi.

Address

Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat's Notebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahat's Notebook:

Share