22/09/2025
✈️ আপনি কি কখনও বাসা ভাড়া বাঁচাতে এমনটা করতে পারবেন? 🤔
ভাবুন তো—
প্রতিদিন ভোর ৪টায় ঘুম ভাঙছে।
চোখ মুছতে মুছতে এয়ারপোর্টে ছুটে যাচ্ছেন।
সকাল ৬:৩০-এর ফ্লাইট ধরে ৭০০ কিমি উড়ে অফিসে পৌঁছালেন।
তারপর ৯-৫টা ডিউটি সেরে… রাতে আবার একই পথে ফিরছেন বিমানে করে।
শুনতে যেন সিনেমার কাহিনি, তাই না? 🎬
কিন্তু এটা সত্যি ঘটনা!
👩💼 রাচিয়েল কৌর থাকেন পেনাং-এ, কাজ করেন কুয়ালালামপুরে।
অফিসের পাশে থাকতে হলে মাসে ভাড়া দিতে হতো ₹৪২,০০০।
কিন্তু তিনি হিসেব কষলেন— প্রতিদিন বিমানে যাতায়াত করলেও খরচ হবে মাত্র ₹২৮,০০০।
মানে মাসে বাঁচছে ₹১৪,০০০! 💸
আমাদের কাছে হয়তো এটা নিছক পাগলামি।
কিন্তু তার কাছে এটা ছিল ভাড়ার অস্বাভাবিক চাপ সামলানোর এক বুদ্ধিমান সমাধান।
👉 তাই প্রশ্ন একটাই— টাকা বাঁচাতে আপনি কি এমন ‘অদ্ভুত কিন্তু বুদ্ধিমানের মতো’ পদক্ষেপ নিতে রাজি?
🇧🇩 এখন ঢাকার বাস্তবতা
গত ৫ বছরে ঢাকার জনসংখ্যা প্রায় দ্বিগুণ!
২০১০ সালে যে বাসার ভাড়া ছিল ১২,০০০ টাকা, আজ সেটা ৩৫,০০০+ টাকা।
আমি ভাবছি নিজে কুমিল্লা থেকে ঢাকায় অফিস করলে কেমন হয় ?
আসা-যাওয়ার বাসভাড়া প্রতিদিন ৪০০ টাকা, মাসে ২০ দিন অফিস ধরলে খরচ মাত্র ৮,০০০ টাকা।
তাহলে শুধু শুধু কেন ৩৫,০০০ টাকা ভাড়া দেবো?
🚨 ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির কুফল
অস্বাভাবিক হারে জমির দাম বৃদ্ধি 🏠
ভাড়ার চাপ সাধারণ মানুষের নাগালের বাইরে 💰
যানজট ও সময় নষ্ট ⏳
বায়ুদূষণ ও শব্দদূষণ 🌫️
রোগব্যাধি ও মানসিক চাপ বৃদ্ধি 🏥
জীবনমানের অবনতি 😓
❌ এভাবে মানুষ ঢাকায় ভিড় করতে থাকলে একদিন এই নগরীতে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠবে।
💡 সমাধান কী? (ডিসেন্ট্রালাইজেশন)
1️⃣ ঢাকার বাইরে (কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ইত্যাদি) স্যাটেলাইট শহর গড়ে তুলতে হবে।
2️⃣ বড় অফিস, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও শিল্পাঞ্চল ঢাকার বাইরে সরিয়ে নিতে হবে।
3️⃣ দ্রুতগামী ট্রেন ও আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে, যাতে প্রতিদিন সহজে যাতায়াত করা যায়।
4️⃣ সরকার ও বেসরকারি বিনিয়োগকারীরা একসাথে কাজ করে আবাসন প্রকল্প ও কর্মসংস্থান ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে।
👉 একবার ভেবে দেখুন—
যদি ৮,০০০ টাকায় কুমিল্লা থেকে ঢাকায় আসা-যাওয়া করা যায়,
তাহলে শুধু শুধু ৩৫,০০০ টাকা ভাড়া দিয়ে ঢাকায় থেকে চাপ বাড়াবো কেন?
💭 ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার উপর চাপ কমাতেই হবে।
Rahat's Notebook - Rahat Amin