Sabiha Boosting Home

Sabiha Boosting Home Boost your business, grow your business with trust.

✨ ঈদ মোবারক ✨সাবিহা বুস্টিং হোম-এর সকল সম্মানিত মেম্বারদের জানাই প্রাণঢালা ঈদ মোবারক! ✨🌙 এই পবিত্র উপলক্ষ আমাদের জীবনে স...
01/04/2025

✨ ঈদ মোবারক ✨

সাবিহা বুস্টিং হোম-এর সকল সম্মানিত মেম্বারদের জানাই প্রাণঢালা ঈদ মোবারক! ✨🌙 এই পবিত্র উপলক্ষ আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এগিয়ে চলছি, এবং ঈদের এই আনন্দের দিনে আমরা একসাথে থাকার আনন্দ উদযাপন করছি।

আপনারা সবাই সুস্থ ও নিরাপদ থাকুন, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সকলের জন্য! ❤️🌸

ঈদ মোবারক! 🎉🌙

08/11/2024

সাবিহা বুস্টিং হোমে প্রতি মাসে ৫০ ডলার বুস্ট করলেই একটি কাস্টম বুস্ট একদম ফ্রি! 😍

সীমিত সময়ের এই অফারটি থাকবে পুরো নভেম্বর মাস পর্যন্ত! 🥰

25/07/2024

যারা বুস্ট করার জন্যে মেসেজ করছেন তাদের এখন বুস্ট না করে কয়েকদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করছি!
শনিবার-রবিবার থেকে ইন্টারনেট সেবা সাভাবিক হলে ইন শা আল্লাহ তখন থেকে কাজ করতে পারবেন।

ধন্যবাদ! ❤️🫰

Beast Result! Day - 1 ❤️প্রতিদিনই আমাকে কেউ না কেউ নক দিয়ে জিজ্ঞেস করেন “অপু বুস্ট করতে চাচ্ছি, এই সপ্তাহে বুস্টের রেসপ...
26/06/2024

Beast Result!
Day - 1 ❤️

প্রতিদিনই আমাকে কেউ না কেউ নক দিয়ে জিজ্ঞেস করেন “অপু বুস্ট করতে চাচ্ছি, এই সপ্তাহে বুস্টের রেসপন্স কেমন ?”

তাই ভাবলাম এখন থেকে ভালো খারাপ প্রতিদিনের কাজের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো “ইন শা আল্লাহ্!”
এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বুস্টের রেসপন্স কেমন হচ্ছে।

শুধু মেসেজ বেশি আসলেই হয়না। কম মেসেজেও ভালো সেল আসে। তার জন্যে দরকার ভালো কীওয়ার্ড রিসার্চ, লোকেশন ট্র্যাক এবং ভালো সার্ভার দেখে বুস্ট করা।

17/06/2024
05/03/2024

ঈদ উপলক্ষে কী অফার চাচ্ছেন সবাই ? 😌
কমেন্ট করে জানান! 😍

10/01/2024

“আপনারা কী পিক্সেল সেটআপ করে “Re-Targeting” বুস্ট করেননা ?”

জি, ইদানিং অনেক ডিজিটাল মার্কেটিং ইনফুয়েন্সরদের ১দিনে ১০লক্ষ ভিডিও দেখে অনেকেই আমাকে এমন প্রশ্ন করে থাকেন। এর উত্তরে যদি বলি, “জি,অবশ্যই করে থাকি”। কিন্তু সেটা আপনার বিসনেস দেখে তারপর!
২০২২ থেকেই বড় বড় প্রতিষ্ঠানের ক্যাম্পেইন গুলো এভাবেই রান করি। এই জন্যে দরকার ওয়েবসাইট। আমরা যারা ছোট উদ্যোগতারা আছি তাদের অনেক বাজেট ইস্যু থাকে। তাই তাদের এত টাকা খরচ করে ওয়েবসাইট বানানোর সম্ভব হয়ে উঠেনা। যার ফলে তাদের পিক্সেল সেটআপ করে “রি-টার্গেটিং” ক্যাম্পেইন করাও সম্ভব হয়ে উঠে না।

একটা বিসনেসে অবশ্যই ওয়েবসাইট দরকার। আপনি ওয়েবসাইট ছাড়া এই ক্যাম্পেইন কখনোই সাকসেস হতে পারবেন না। কারণ পিক্সেল সেটআপ ওয়েবসাইট ছাড়া সম্ভব না।

💥পিক্সেল সেটআপ করে রি-টার্গেটিং করলে কী হয় ?

✅মূলত একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার পেইজের পিক্সেল সেটআপ করা হয়। এর মাধ্যমে আপনার পেইজে ঢুকে যারা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করছে বা করতে চেয়েছিল তাদের একটা লিস্ট তৈরি হয়ে যায়। পরবর্তীতে আপনি কম খরচে যারা অর্ডার করেছে বা যারা অর্ডার করার জন্যে ওয়েবসাইটে ঢুকেছে তাদের “রি-টার্গেট” করে শুধু ওদেরই বুস্ট দেখাতে পারবেন। এতে যেভাবে আপনার বুস্টিং খরচ কমবে ঠিক তেমনি টার্গেটিং অডিয়েন্সও পেয়ে যাবেন।

ধন্যবাদ ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabiha Boosting Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share