বাংলাদেশ

বাংলাদেশ BANGLADESH আমার প্রাণ

দুই সন্তান হারিয়ে  – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভু...
23/07/2025

দুই সন্তান হারিয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সব

কিরে গোল আলু নাটকির পোলা ভাগে কম পড়েছে নাকি? সেনাবাহিনীর বিরুদ্রে পোষ্ট দিস কেন?
23/07/2025

কিরে গোল আলু নাটকির পোলা ভাগে কম পড়েছে নাকি? সেনাবাহিনীর বিরুদ্রে পোষ্ট দিস কেন?

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️

22/07/2025

এক হতভাগা মা,গতকাল থেকে তার মেয়েকে জীবিত অথবা মৃত কোথাও খুজে পাচ্ছেনা।

জুনায়েদ হাসান (বয়স: ১০)বাবা বলেছিলো গরম ভাত খেয়ে স্কুলে যেতে, ছেলে বলেছে গরম ভাত খেতে ভালো লাগে না।স্কুল থেকে সে আর কো...
22/07/2025

জুনায়েদ হাসান (বয়স: ১০)

বাবা বলেছিলো গরম ভাত খেয়ে স্কুলে যেতে,
ছেলে বলেছে গরম ভাত খেতে ভালো লাগে না।

স্কুল থেকে সে আর কোনদিনও বাসায় ফিরবে না…
আজ সে শুয়ে আছে ঢামেক মর্গে।
একটি নিষ্পাপ শিশু, যার জীবনের প্রতিটি স্বপ্ন ছিলো এখনও আঁকাজোকা অবস্থায়… স্কুলব্যাগে হয়তো রংপেন্সিল, ছোট্ট টিফিন বক্স, বন্ধুদের সঙ্গে হাসিখুশি সময় কাটানোর পরিকল্পনা — সবই থেমে গেল হঠাৎ।

আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন।

21/07/2025

আই এম ড্যাম সিউর..

এই মুহুর্তে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিয়ে নিরপেক্ষ নির্বাচন হলে, বিশাল ব্যবধানে আওয়ামী লীগ জিতবে। এটা ও সত্য যে, ঠিক গত বছর এমন দিনে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারতো না।

ক্লাসে টপার হওয়ার জন্য ২ টি ফ্যাক্ট কাজ করে।

১) নিজের সততা, মেধা এবং পরিশ্রম ।
২) ক্লাসে আর কোন সৎ, মেধাবী পরিশ্রমী ছাত্র না থাকা।

২০০৯ সালে আওয়ামী লীগ এর ভোটে জেতার মুল কারণ ছিল অপজিশনের নেগেটিভ কার্যাবলী। ২০০১- ২০০৬ সালের দু:শাসন এত বেশি পীড়াদায়ক ছিল যে, বিএনপি জামাত জোটের বিপক্ষে জেতার জন্য আওয়ামী লীগ এর শুধু নির্বাচনে অংশগ্রহণ ই ছিল যথেষ্ট।

দেশের আর্ত সামাজিক উন্নয়ন এর চিত্র যদি দেখেন, ২০০১-২০০৬ সেশনে হওয়া কোন উল্লেখযোগ্য ব্রিজ, উড়ালসেতু কিংবা বড় কোন মেঘা প্রজেক্টের নাম বলতে পারবেন?
জানি, কেউ পারবেন না। কিন্তু রেকর্ড বুকে পাবেন, পর পর ৫ বছর দূর্নীতি সূচকে চ্যাম্পিয়ন হওয়ার কথা।

বিএনপি জামাতের এই ব্যর্থ চিত্রই মুলত: আওয়ামী লীগকে ২০০৯ সালের ক্ষমতায় বিজয় এনে দিয়েছে।এর পরের অধ্যায় বাংলাদেশের উন্নয়ন এর জন্য রেকর্ড ব্রেক মাইলফলক হয়ে থাকবে। মুলত: মেধাবী এবং পরিশ্রমী ছাত্রের তকমাটা লীগের গায়ে লেগেছে গত ১৬ বছরের অবকাঠামো এবং অঅর্থনৈতিক উন্নয়ন এর কারণে।

২০২৩/২৪ সালের ভোটারের বেশ বড় একটি অংশ ২০০১-২০০৬ সেশনের দু:শাসন দেখেনি কিংবা বয়সে ছোট ছিল। স্পেশালি তরুণ সমাজ, যাদের বয়স ৩০ এর নিচে। তাদের ভেতর ধারণা হতে লাগলো, তাদের দেখা লীগ সরকারের আমলের টুকিটাকি বিচ্ছিন্ন অনিয়ম, দুর্নীতি গুলোর চাইতে খারাপ আর কিছু হতে পারেনা।
তারা ভাবতে লাগলো, এইগুলো দুর করতে পারলেই বাংলাদেশ ইউরোপের মতো ঝকঝকে ফকফকে হয়ে যাবে।

বয়সজনিত কারণে তারা অনভিজ্ঞ ছিল। তাই ভুল করে পা দিয়েছে মেটিক্যুলাস ডিজাইনের পাঁতা ফাঁদে। আশা করি, সাধারণ তরুণদের ভেতর গত ১১ মাসের অভিজ্ঞতায় সেই শিক্ষাটা যথেষ্ট পরিমানে হয়ে গেছে।

কখনো কখনো আপনার প্রতিপক্ষের ব্যর্থতা ও আপনার জন্য পজিটিভ মার্ক তৈরি করে। সালমান মুক্তাদির এর মতো সবাই হয়তো অকপটে, লাজ লজ্জা ভেঙ্গে মুখে উত্তর দেবে না। তবে, গোপনে ব্যালটের মাধ্যমে উত্তর দেয়ার সুযোগ পেলে কেউ হাতছাড়া করবে না।

এই ঘন বসতিপূর্ণ বিপুল জনসংখ্যার, সীমিত ভুমি, সীমিত সম্পদের দেশকে চাইলেই ইউরোপ বানানো যায় না। জাস্ট, সর্বোচ্চ এফোর্ডের পরেই লীগ সরকার এতটা উচ্চতায় বাংলাদেশকে এনেছিল।

আগেই বলেছি, লীগ সরকার ১০০ তে ১০০ পাওয়া মেধাবী ছাত্র নয়। হয়তো ক্লাসে ৮০ পাওয়া এপ্লাস লেভেলের ও নয়।
তবে, যে ক্লাসে / দেশে ৪০ এর মার্ক তোলার মতো স্টুডেন্ট নেই, সেদেশে আওয়ামীলীগ ৬০+ পাইলে ও টপার।

তাই আওয়ামিলীগ আমলে দুর্নীতি, টাকা পাচার, বাজার সিন্ডিকেট সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছিলাম, যেন ক্লাসের পরিশ্রমী ছেলেটি ধীরে ধীরে এপ্লাসের দিকে এগিয়ে যায়। আর আপনারা ভাবলেন, ৬০ পাওয়া ছাত্র দিয়ে হবেনা, বিদেশ থেকে নোবেল প্রাপ্ত লরিয়েট হায়ার করে এনে টপার হয়ে যাবেন!!!

টপার হওয়া যে কতটা দীর্ঘ রাজনৈতিক জীবনের সাধনার ফল, আশা করি গত ১১ মাসে দেশের মানুষ তা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে!!!

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ মাঠে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক ছাত্র নিহত ও আহত হওয়ার খবর এসে...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ মাঠে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক ছাত্র নিহত ও আহত হওয়ার খবর এসেছে, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী গ্রুপগুলো কাজ করছে উদ্ধার অভিযানে।
নিহত সকলের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।।
এ দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটও নিহত হয়েছেন।

Big shout out to my newest top fans! 💎 Md. Forhad Md. Forhad, Jahangir Alam, T. Hossain, MD Mukim Uddin Talukdar, Sattar...
18/07/2025

Big shout out to my newest top fans! 💎 Md. Forhad Md. Forhad, Jahangir Alam, T. Hossain, MD Mukim Uddin Talukdar, Sattar Aufpo Baraigram, সারমিন আক্তার, Selina Khan, Parvin Saheda, মাটির মানুষ, Md Rafiqul Islam, M Aysha, Noor Ali, Santanu Koner, MD Shakil, Asm Somrut, Eric Baroi

Drop a comment to welcome them to our community,

17/07/2025

যে যাই বলুক,
আমার মনে হয় এই প্রথম বার কোন সিভিল মানুষ আর্মির এপিসিতে ঢুকতে পারল!😁
এটাও একটা রেকর্ড NCP তেনাদের!


🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
10/03/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share