দিগন্ত-নিউজ.24

দিগন্ত-নিউজ.24 Media
স্বাধীনতা ও ইসলামের পক্ষে কথা বলে
(2)

গাজা নিয়ে ২০ দফা পদক্ষেপ ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ঘোষণার সময় সাংবাদিকদের থেকে কোনও প্রশ্নও গ্রহণ করা হয় নি...
30/09/2025

গাজা নিয়ে ২০ দফা পদক্ষেপ ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ঘোষণার সময় সাংবাদিকদের থেকে কোনও প্রশ্নও গ্রহণ করা হয় নি।

বেশ সিরিয়াসভাবেই এই ঘোষণা এসেছে। নেতানিয়াহু ট্রাম্পের উপস্থিতিতে কাতারের আমিরকে ফোন করে কাতার হামলার জন্য ক্ষমা চেয়েছে।

প্রস্তাবনাগুলোর অন্যতম হচ্ছে-

১। গাজা একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার দ্বারা পরিচালিত হবে এবং ইসরায়েল গাজা দখলের চেষ্টা করবে না।

২। কাউকেই গাজা থেকে জোরপূর্বক বের করে দেওয়া হবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে।

৩। বিরোধমান উভয়পক্ষ এই পরিকল্পনা মেনে নিলে চলমান যুদ্ধ অবিলম্বে শেষ হবে এবং জীবিত ও মৃত সকল বন্দিকে ৭২ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে।

৪। ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি এবং ৭ অক্টোবর ২০২৩-এর পর গাজা থেকে আটককৃত ১,৭০০ জনকে মুক্তি দেওয়া হবে।

৫। ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতির অংশ হিসেবে সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে।

৬। হামাস সদস্যদের মধ্যে যারা শান্তির প্রতিশ্রুতি দিবে তারা সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন। যারা যেতে চান তাদের নিরাপদে ভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।

৭। আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী অন্তর্বর্তীকালীন নিরাপত্তা প্রদান করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে।

৮। গাজায় ত্রাণ ও সাহায্য সরবরাহ থাকবে।

৯। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে নেগোসিয়েশন চালিয়ে যাবে।

হামাস যদিও লিখিত কোনও প্রস্তাব পায় নি বলে জানিয়েছে, তবে খুব সম্ভবত এই দাবি কিছু আলোচনার মধ্য দিয়ে মেনে নেওয়া হবে।

ইসরায়েলের মত দেশ সমস্ত আটক ও সাজাপ্রাপ্তদের মুক্তি দিতে বাধ্য হওয়া বড়ো ঘটনাই। গাজা যুদ্ধ সম্ভবত একটা সমাপ্তির দিকে যাচ্ছে।

পৃথিবীর সবচে' ক্ষমতাধর বলয়ের কাছে বিশ কিলোমিটারের এই ছোট্ট উপত্যকা আত্মসমর্পণ করে নি। শহীদের উপর শহীদের সারি দিয়ে তারা টিকে ছিল।

আজ এই পরিস্থিতি তৈরিতে বড়ো ভূমিকা কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো, যিনি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন। স্পেনের মত দেশ। এমনকি ফ্রান্সের মত ডানপন্থী দেশ প্রকাশ্যে বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ইতালির লাখ লাখ শ্রমিক যারা কর্মবিরতিতে গিয়েছে, লাগাতার কর্মবিরতির হুমকি দিয়ে ইতালিকে বাধ্য করেছে ফ্রিডল ফ্লোটিলার জন্য শিপ মোতায়েন করতে।

অফিশিয়াল ৬৫ হাজার নয় বরং দুই বছরের এই দখলদার আক্রমণে ৩ লক্ষ ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পুরো উপত্যকার এক অষ্টমাংশ মানুষ ইতোমধ্যে শহীদ হয়েছে।

যুদ্ধের শেষ হোক, শান্তি আসুক। যারা জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় সবার সরে যাওয়াকে ক্ষুদ্র হিসেবে দেখেছিলেন- সব কিছুর প্রভাব অত ক্ষুদ্র হয় না।

এটা খুব বড়ো ডেভেলপমেন্ট। কী হবে তা ফিলিস্তিনের জনগণের সম্মতিতে নির্ধারিত হবে নিশ্চয়ই। এত এত নিষ্পাপ প্রাণ! আল্লাহ সবকিছুর বদলা নিবেন! জালিমরাই সব চাপিয়ে দিল, তবুও মেনে নেওয়া ছাড়া পথ কি?

Arju Ahmad এর টাইমলাইন থেকে

ঢাকায় ধরা পড়া ডিবি হারুনকে এমেরিকায় পাঠাইছে কারা!
29/09/2025

ঢাকায় ধরা পড়া ডিবি হারুনকে এমেরিকায় পাঠাইছে কারা!

সাকিব আল হাসানের বাপ খন্দকার মাশরুর রেজা জুলাই গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী খুনি হিসেবে চিহ্নিত। ২৪ ঘন্টার মধ্যে এই খু*ন...
28/09/2025

সাকিব আল হাসানের বাপ খন্দকার মাশরুর রেজা জুলাই গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী খুনি হিসেবে চিহ্নিত। ২৪ ঘন্টার মধ্যে এই খু*নীকে গ্রেফতার করতে হবে।

There’s no but if or maybes!

28/09/2025

এখন যদি জামায়াত-চরমোনাইয়ের আগের দ্বৈরথ চলমান থাকত, তাহলে লোগো পরিবর্তনের কারণে আজকে পুরো দেশ গরম হয়ে যেতো এবং চরমোনাই যুৎসই একটা ইস্যুও পেয়ে যেতো জামায়াতকে ঘায়েল করার জন্য। বলতো- দাঁড়ি, টুপি তো আগেই ছেড়েছে শরীর থেকে, এখন লোগো থেকেও দ্বীন কায়েম উঠে গেছে। আমরা যে বলি জামায়াত কোনো ইসলামী দল নয়, এখন বুঝেছেন? কিন্তু জামায়াতের ভাগ্য বর্তমানে খুবই ভালো। সব দিকেই শুধু শুধু জয়-জয় অবস্থা। চরমোনাইয়ের কাছেও এখন রাজনীতির জন্য সব জায়েজ।

ধরেন এগুলো নিয়ে যদি এখন বিএনপি, এনসিপি তাদেরকে ধরা শুরু করে, তখন আবার তারা ইসলামের শত্রু হয়ে যাবে না তো? ইসলামী রাজনীতির যে ব্যাখ্যা আর পোশাকি আবারণ তৈরি করেছে জামায়াত-চরমোনাই মিলে, সেটা দিয়েই তো তাদের দ্বিচারিতা ধরিয়ে দেওয়া যায়। কেন রাজনীতি থেকে মওদুদী-কুতুব সাহেবদের ব্যাখ্যাকৃত ইসলামপন্থা শব্দটা বাদ দিতে বলি, সেটা বললে জামায়াতের চেয়েও বেশি চেতে যায় চরমোনাই। যদিও আজীবন তারা নাকি মওদুদী বিরোধী ছিল।

তবে এখন আসিফ আদনান, শক্তি জনাবদের সামনে সুযোগ এসেছে ভালোই। সহীহ ইসলামপন্থার স্টেক তাদের হাতে নিতে আর বাধা নাই। কুফরী গণতন্ত্রের মধ্যে ইসলামী দলগুলো কিভাবে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে, এর প্রেক্টিক্যাল এন্ড ভিজ্যুয়াল এক্সাম্পল এখন তাদের সামনে আরো ভালোভাবে হাজির। এখন শুধু প্রস্তুতি নিয়ে আরাকানে যাওয়ার পালা।

28/09/2025

কথায় কথায় পাহাড় ছাড়, পাহাড় কি তোর বাপ-দাদার?

সেনাবাহিনী লড়বে, পাহাড়ে তারা থাকবে।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ওপর স-ন্ত্রাসী হামলার তীব্র নিন্দা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নি...
28/09/2025

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ওপর স-ন্ত্রাসী হামলার তীব্র নিন্দা
রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে
সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে হবে
---হেফাজতে ইসলাম

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফ-এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ-এর স-ন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ষকদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, কিন্তু গত কয়েক দিন ধরে বিচার দাবির আড়ালে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত সেনা-সদস্যদের ওপর একের পর এক আক্রমণ হয়েছে। আমরা দেখেছি, সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আধিপত্যবাদী ইন্ডিয়ার ভাড়াটে স-ন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলেছে। এদেশের একদল ইন্ডিয়াপন্থী বামও পাহাড়ে সহিংসতার উসকানি দিচ্ছে, যা নিন্দনীয়।

তারা আরো বলেন, ইউপিডিএফসহ অন্যান্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী স-ন্ত্রাসী সংগঠন দেশের সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছাড়াও নিয়মিতভাবে অপহরণ, চাঁদাবাজি, গুম-খুন ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারণে পাহাড়ে স্থানীয় বাঙালি ও নৃতাত্তি¡ক নাগরিক সবাই অতিষ্ঠ। ভূমিপুত্র বাঙালি ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে ‌'শত্রু' বানিয়ে ফায়দা নিতে চায় ইন্ডিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই পাহাড়ি ও বাংলাদেশি নাগরিক। কোনো বিভেদ-বিদ্বেষ প্রশ্রয় দেওয়া যাবে না। ইউপিডিএফসহ চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে 'দেশদ্রোহী' হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি।

হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন, আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মুসলিম-অধ্যুষিত বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে 'খ্রিস্টান রাষ্ট্র' বানানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রও বহু পুরনো। এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে বাংলাদেশের দেশপ্রেমিক ধর্মপ্রাণ ছাত্র-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবির পাশে আছে।

বার্তাপ্রেরক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
যুগ্মমহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ

28/09/2025

খাগড়াছড়িতে ৩ পাহাড়ি স*ন্ত্রাসী নিহত, মেজরসহ ১৩ সেনাসদস্য আহত

28/09/2025

সেনা ও বিজিবি সদস্যদের উপর হামলা প্রমাণ করে
পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে!
যে কোনো ষড়যন্ত্র
রুখে দিতে হবে।

Mark ZuckerbergCEO of Metaতাকে আপনার কেমন মনে হয়?  সে বাংলাদেশ সম্পর্কে See More...
28/09/2025

Mark Zuckerberg
CEO of Meta

তাকে আপনার কেমন মনে হয়? সে বাংলাদেশ সম্পর্কে See More...

28/09/2025

এতোদিন জামাত চরমোনাইকে ৫টি আসন ছাড় দেওয়ার কথা থাকলেও এখন তা ৩টির বেশি নয় বলে জানিয়েছে জামাত

28/09/2025

আওয়ামী জাহেলিয়াতের নজির দ্বিতীয়টি পাওয়া যাবেনা দুনিয়ায়.....🔴
পরিবারকে কলে রেখে ক্রসফায়ার করা হয়েছিলো তাঁকে।

যারা আওয়ামিলীগ এর পক্ষে কথা বলবে ওদেরকেও গণধোলাই দিতে হবে।

27/09/2025

বিদেশি এজেন্ট হয়েও আড়ং এভাবে ডাকাতি করার সাহস পায় কি করে? আড়ংয়ের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে নাকি জনতা ব্যবস্থা নিবে?

Address

Motijheel
Dhaka
1000

Telephone

+882026644

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিগন্ত-নিউজ.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দিগন্ত-নিউজ.24:

Share

নিরপেক্ষ সংবাদ মাধ্যম। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচার করি।

নিরপেক্ষ সংবাদ মাধ্যম। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচার করি।