21/08/2025
অল্প সময়ে, একদম কম মূল্যে জানতে পারবেন পৃথিবীর ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার বিপ্লবের ইতিহাস।
বেশি বই পড়তে যারা পারেন না। কষ্ট অনুভব করেন অথবা ইচ্ছে করে পড়ার। জানার, বুঝার কিন্তুু সময়ের অভাবে দরকারী অধিক বই পড়তে পারেন না। আমি মনে করি তারা মাসিক সংখ্যা গুলো পড়তে পারেন। ইদানীং দারুণ দারুণ কিছু সংখ্যা বাজারে পাওয়া যায়।
কলেবর ছোট কিন্তুু ভিতরে গুছানো অল্প লেখায় মুটামুটি একটি ধারণা পাবেন।
"দুনিয়া কাঁপানো যত বিপ্লব "
বাতায়ন থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন ।
পৃথিবীতে আলোচিত সব বিপ্লব নিয়ে সাজানো এক মলাটের ভিতরে সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল লেখা। পড়ে অন্লব সম্পর্কে আরও জানাশোনা বাড়াতে হলে কি করতে হবে তার ও একটা ধারণা পেলাম।
মক্কায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৈরি পৃথিবী বদলে দেওয়া বিপ্লব থেকে শুরু করে আমাদের জুলাই বিপ্লবের কথাও উল্লেখ আছে।
"১৮ শতকের ফরাসি বিপ্লব থেকে শুরু করে ২১ শতকের তুফানুল আকসা-বিপ্লবের ইতিহাসে এমন বহু অধ্যায় রয়েছে, যা কাঁপিয়ে দিয়েছে শুধু সিংহাসন নয়, বরং পুরো সভ্যতাকে। দাসপ্রথার বিরুদ্ধে হাইতিয়ান বিদ্রোহ, উপনিবেশবাদ-বিরোধী সিপাহি বিপ্লব, সমাজতান্ত্রিক রুপ ও চীনা বিপ্লব, ইসলামি জাগরণের ইরানি বিপ্লব কিংবা খিলাফতে পরবর্তী আরব বিদ্রোহ-প্রত্যেকটি বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুথানই ইতিহাসে রেখেছে গভীর ছাপ। 'আঙিনা'-র বিশেষ সংখ্যাটি নিবেদিত দুনিয়া কাঁপানো তেমনই বিশটি বিপ্লবকে ঘিরে। প্রতিটি প্রবন্ধে চেষ্টা করা হয়েছে বিপ্লবীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে। আর পক্ষ নেওয়া হয়েছে বিপ্লবীদেরই-কারণ আমরা বিশ্বাস করি, শোষিতের কণ্ঠেই লুকিয়ে থাকে সত্য। সালাহউদ্দিনের জেরুজালেম বিজয়, কনস্টান্টিনোপল ফতে, আমেরিকান ও ফরাসি বিপ্লন, ইয়াং তুর্কদের বিদ্রোহ, হেফাজতের শাপলা আন্দোলন, কিউবা, রাশিয়া, চীন, পাজা ও সিরিয়ার প্রতিরোধসহ বিশটি অধ্যায় এসেছে বিশ্লেষণভিত্তিক অত্যন্ত সাবলীল ও বর্গাচা উপস্থাপনায়। ইতিহাস, দর্শন ও সাহিত্যের চমৎকার মেলবন্ধনে গড়া এই সংখ্যাটি শুধুই পড়ার নয়-উপলব্ধি করার জন্য, প্রশ্ন রাখার জন্য এবং ইতিহাস থেকে শেখার জনাও।"
ম্যাগাজিন পরিচিত ⤵️
নাম—আঙিনা
বিষয় —দুনিয়া কাঁপানো যত বিপ্লব
প্রকাশনা — বাতায়ন বাতায়ন পাবলিকেশন
দাম— ১৫০