আঙিনা-Angina

আঙিনা-Angina ইতিহাস । দর্শন । সাহিত্য আঙিনা সাময়িকী
ইতিহাস । দর্শন । সাহিত্য

আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় আঙিনা ওয়াফি লাইফে বেস্টসেলার ট্রেন্ড করছে। 💜
01/09/2025

আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় আঙিনা ওয়াফি লাইফে বেস্টসেলার ট্রেন্ড করছে। 💜

কিছু ছবি ভালো লাগার হয়—😍
27/08/2025

কিছু ছবি ভালো লাগার হয়—😍

আলহামদুলিল্লাহ, গতকালের দিনটি স্মরণীয় হয়ে থাকল—বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত হয়...
23/08/2025

আলহামদুলিল্লাহ, গতকালের দিনটি স্মরণীয় হয়ে থাকল—
বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর সেগুনবাগিচায়। আলিম-লেখকদের পদভারে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।
প্রথমবারের মতো সূচনা হলো ‘লেখক ফোরাম পদক’। সম্মাননা পেলেন :

১. মাওলানা মুহাম্মাদ সালমান—দারুর রাশাদ (লেখালেখিতে জাগরণ ও পৃষ্ঠপোষকতা)
২. মুফতি হিফজুর রহমান কুমিল্লায়ি (আন্তর্জাতিক অঙ্গনে অবদান)
৩. মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন (সৃজনশীল লেখালেখি)
আমাদের মুরুব্বি আলিম ও রাজনীতিবিদ লেখকদের হাতে ‘আঙিনা’ তুলে দেওয়ার কিছু মুহূর্ত ছবিতে যোগ করেছি। এতে কোনো সন্দেহ নেই যে, আল্লাহর তাওফিকের পর তাদের দুআ আর উচ্ছ্বাসই আমাদের মূল প্রেরণা।
আমাদের জন্য আনন্দের খবর—৭৬টি লিটল ম্যাগের মধ্যে আঙিনা অর্জন করেছে দ্বিতীয় স্থান। এটা সত্যিই আমাদের জন্য উৎসাহের ও আনন্দের।
সব মিলিয়ে এক অনন্য আয়োজন। এজন্য বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের যুগপূর্তি ও লেখক সম্মিলন-২০২৫ অনুষ্ঠানে মঞ্চে বসে আছেন সময়ের নক্ষত্র লেখকবৃন্দ।আঙিনা পরিবার...
22/08/2025

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের যুগপূর্তি ও লেখক সম্মিলন-২০২৫ অনুষ্ঠানে মঞ্চে বসে আছেন সময়ের নক্ষত্র লেখকবৃন্দ।

আঙিনা পরিবারও উপস্থিত আছে।
সুসংবাদ আসছে ইনশাল্লাহ...

যুগের রথি-মহারথিরা এক মঞ্চে—💙
22/08/2025

যুগের রথি-মহারথিরা এক মঞ্চে—💙

আঙিনা সম্পাদক-টিম আছে আজকের 'বাংলাদেশ লেখক ফোরাম'-এর যুগপূর্তি উৎসব অনুষ্ঠানে।অনুষ্ঠানে উপস্থিত আছেন : মাওলানা মামুনুল হ...
22/08/2025

আঙিনা সম্পাদক-টিম আছে আজকের 'বাংলাদেশ লেখক ফোরাম'-এর যুগপূর্তি উৎসব অনুষ্ঠানে।

অনুষ্ঠানে উপস্থিত আছেন : মাওলানা মামুনুল হক, মাওলানা যাইনুল আবিদিনসহ আরও অনেকে।

অল্প সময়ে, একদম কম মূল্যে জানতে পারবেন পৃথিবীর ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার বিপ্লবের ইতিহাস। বেশি বই পড়তে যারা পারেন না।...
21/08/2025

অল্প সময়ে, একদম কম মূল্যে জানতে পারবেন পৃথিবীর ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার বিপ্লবের ইতিহাস।
বেশি বই পড়তে যারা পারেন না। কষ্ট অনুভব করেন অথবা ইচ্ছে করে পড়ার। জানার, বুঝার কিন্তুু সময়ের অভাবে দরকারী অধিক বই পড়তে পারেন না। আমি মনে করি তারা মাসিক সংখ্যা গুলো পড়তে পারেন। ইদানীং দারুণ দারুণ কিছু সংখ্যা বাজারে পাওয়া যায়।

কলেবর ছোট কিন্তুু ভিতরে গুছানো অল্প লেখায় মুটামুটি একটি ধারণা পাবেন।
"দুনিয়া কাঁপানো যত বিপ্লব "

বাতায়ন থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন ।
পৃথিবীতে আলোচিত সব বিপ্লব নিয়ে সাজানো এক মলাটের ভিতরে সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল লেখা। পড়ে অন্লব সম্পর্কে আরও জানাশোনা বাড়াতে হলে কি করতে হবে তার ও একটা ধারণা পেলাম।
মক্কায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৈরি পৃথিবী বদলে দেওয়া বিপ্লব থেকে শুরু করে আমাদের জুলাই বিপ্লবের কথাও উল্লেখ আছে।
"১৮ শতকের ফরাসি বিপ্লব থেকে শুরু করে ২১ শতকের তুফানুল আকসা-বিপ্লবের ইতিহাসে এমন বহু অধ্যায় রয়েছে, যা কাঁপিয়ে দিয়েছে শুধু সিংহাসন নয়, বরং পুরো সভ্যতাকে। দাসপ্রথার বিরুদ্ধে হাইতিয়ান বিদ্রোহ, উপনিবেশবাদ-বিরোধী সিপাহি বিপ্লব, সমাজতান্ত্রিক রুপ ও চীনা বিপ্লব, ইসলামি জাগরণের ইরানি বিপ্লব কিংবা খিলাফতে পরবর্তী আরব বিদ্রোহ-প্রত্যেকটি বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুথানই ইতিহাসে রেখেছে গভীর ছাপ। 'আঙিনা'-র বিশেষ সংখ্যাটি নিবেদিত দুনিয়া কাঁপানো তেমনই বিশটি বিপ্লবকে ঘিরে। প্রতিটি প্রবন্ধে চেষ্টা করা হয়েছে বিপ্লবীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে। আর পক্ষ নেওয়া হয়েছে বিপ্লবীদেরই-কারণ আমরা বিশ্বাস করি, শোষিতের কণ্ঠেই লুকিয়ে থাকে সত্য। সালাহউদ্দিনের জেরুজালেম বিজয়, কনস্টান্টিনোপল ফতে, আমেরিকান ও ফরাসি বিপ্লন, ইয়াং তুর্কদের বিদ্রোহ, হেফাজতের শাপলা আন্দোলন, কিউবা, রাশিয়া, চীন, পাজা ও সিরিয়ার প্রতিরোধসহ বিশটি অধ্যায় এসেছে বিশ্লেষণভিত্তিক অত্যন্ত সাবলীল ও বর্গাচা উপস্থাপনায়। ইতিহাস, দর্শন ও সাহিত্যের চমৎকার মেলবন্ধনে গড়া এই সংখ্যাটি শুধুই পড়ার নয়-উপলব্ধি করার জন্য, প্রশ্ন রাখার জন্য এবং ইতিহাস থেকে শেখার জনাও।"
ম্যাগাজিন পরিচিত ⤵️
নাম—আঙিনা
বিষয় —দুনিয়া কাঁপানো যত বিপ্লব
প্রকাশনা — বাতায়ন বাতায়ন পাবলিকেশন
দাম— ১৫০

আজ থেকে ৩৪ বছর আগে—আজ থেকে ৩৪ বছর আগে—আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়নে আগস্ট অভ্যুত্থান হয়েছিল। সোভিয়েত কট্টরপন্থীরা ক্ষমতা...
19/08/2025

আজ থেকে ৩৪ বছর আগে—
আজ থেকে ৩৪ বছর আগে—আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়নে আগস্ট অভ্যুত্থান হয়েছিল। সোভিয়েত কট্টরপন্থীরা ক্ষমতা দখলের চেষ্টা চালায়, যা ইতিহাসে ‘আগস্ট অভ্যুত্থান’ নামে পরিচিত।
তারা জরুরি অবস্থা ঘোষণা করে ট্যাঙ্ক নিয়ে মস্কোতে প্রবেশ করে এবং সব ধরনের রাজনৈতিক সংস্কারকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে এই অভ্যুত্থান ব্যর্থ হয়, কেন্দ্রীয় কর্তৃত্বকে দুর্বল করে এবং সোভিয়েত ইউনিয়নের ভাঙনকে আরও ত্বরান্বিত করে।
রুশ বিপ্লব নিয়ে বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন—

গতরাতে শিহাবুদ্দিন মাহমুদ ভাই ছবিটা পাঠিয়েছেন। আঙিনা নিয়ে পাঠকদের এমন উচ্ছ্বাস আমাদেরও উচ্ছ্বসিত করে। ❤️
15/08/2025

গতরাতে শিহাবুদ্দিন মাহমুদ ভাই ছবিটা পাঠিয়েছেন।
আঙিনা নিয়ে পাঠকদের এমন উচ্ছ্বাস আমাদেরও উচ্ছ্বসিত করে। ❤️

নিবিষ্ট পাঠক ও প্রুফরিডার মুনতাসির বিল্লাহ ভাইয়ের হাতে শোভা পাচ্ছে আঙিনা-Angina — 🖤
13/08/2025

নিবিষ্ট পাঠক ও প্রুফরিডার মুনতাসির বিল্লাহ ভাইয়ের হাতে শোভা পাচ্ছে আঙিনা-Angina — 🖤

সিলডি ভাইয়েরা, কি অবস্থা আপনাদের? সংগ্রহ করেছিলেন? 🖤
11/08/2025

সিলডি ভাইয়েরা, কি অবস্থা আপনাদের? সংগ্রহ করেছিলেন? 🖤

যাত্রাবাড়ি কিতাব মার্কেটে আঙিনা এভেইলেভেল। ❤️দোকান : মোল্লার বই ডটকম
10/08/2025

যাত্রাবাড়ি কিতাব মার্কেটে আঙিনা এভেইলেভেল। ❤️
দোকান : মোল্লার বই ডটকম

Address

Dhaka

Telephone

+8801874651499

Website

https://t.me/innbangla

Alerts

Be the first to know and let us send you an email when আঙিনা-Angina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আঙিনা-Angina:

Share

Category