24/12/2025
কি সাধনে পাই গো তারে,
যার নাম অধর এই সংসারে
মুনি ঋষি হদ্দ হল ধ্যান করে।
কেউ ফকির, কেউ হচ্ছে যোগী
কেউ মোহান্ত, কেউ বৈরাগী
কারও বা কথায় মন, সুতায়
দেও গিরে।
ব্ৰহ্মজ্ঞানী খ্ৰীষ্টানেরা
নাম-ব্ৰহ্ম সার বলেন তারা
দরবেশ কয় বস্তুু কোথায়
দেখ নারে।
গুরু তত্ত্ব বিধি শোনা যায়
তাও তো দেখি একরূপ সে নয়
ফকির লালন বলে, সে যা বোঝে
তাই করে।
গান : আধ্যাত্মিক বিশ্লেষণ (শব্দার্থসহ) :
১ম স্তবক :
কি সাধনে পাই গো তারে,
যার নাম অধর এই সংসারে
মুনি ঋষি হদ্দ হল ধ্যান করে।
শব্দার্থ :
সাধনে — উপাসনা, আত্মচর্চা
অধর — অধরা, ধরা যায় না এমন
সংসারে — জাগতিক জগৎ
হদ্দ হল — সীমায় এসে থেমে গেল
আধ্যাত্মিক বিশ্লেষণ :
লালন প্রশ্ন তুলছেন—কোন সাধনায় সেই সত্তাকে পাওয়া যায়, যিনি সংসারজগতে অধরা? মুনি-ঋষিরাও দীর্ঘ ধ্যানে তাঁর শেষ সীমা ধরতে পারেননি। অর্থাৎ, কেবল ধ্যান বা বাহ্যিক সাধনায় পরমসত্তার পূর্ণ উপলব্ধি সম্ভব নয়। এখানে লালন বুদ্ধিবৃত্তিক ও আচারনির্ভর সাধনার সীমাবদ্ধতা দেখাচ্ছেন।
২য় স্তবক :
কেউ ফকির, কেউ হচ্ছে যোগী
কেউ মোহান্ত, কেউ বৈরাগী
কারও বা কথায় মন, সুতায়
দেও গিরে।
শব্দার্থ :
ফকির — দেহসাধক, আত্মসন্ধানী
যোগী — যোগসাধনাকারী
মোহান্ত — ধর্মগুরু/মঠাধ্যক্ষ
বৈরাগী — সংসারত্যাগী
সুতায় গিরে — কথার জালে জড়িয়ে ফেলা
আধ্যাত্মিক বিশ্লেষণ
মানুষ নানা পরিচয়ে বিভক্ত—ফকির, যোগী, বৈরাগী। কেউ গুরুদের কথায় বা তত্ত্বকথার সূক্ষ্ম জালে মন আটকে ফেলে। লালন এখানে সতর্ক করছেন—নাম, পরিচয় ও কথার মোহে পড়ে আসল সাধনা হারিয়ে যায়।
৩য় স্তবক :
ব্ৰহ্মজ্ঞানী খ্ৰীষ্টানেরা
নাম-ব্ৰহ্ম সার বলেন তারা
দরবেশ কয় বস্তুু কোথায়
দেখ নারে।
শব্দার্থ :
ব্রহ্মজ্ঞানী — পরমতত্ত্বজ্ঞ
নাম-ব্রহ্ম — নামই ব্রহ্ম (শব্দতত্ত্ব)
দরবেশ — সুফি সাধক
বস্তু কোথায় — আসল সত্তা কোথায়
আধ্যাত্মিক বিশ্লেষণ :
খ্রিস্টান সাধক, দরবেশ—সবাই নিজ নিজ মতে সত্য ব্যাখ্যা করেন। কেউ বলেন “নামই ব্রহ্ম”, কেউ বলেন ভিন্ন কিছু। কিন্তু লালনের প্রশ্ন—এই কথার বাইরে সেই আসল বস্তু কোথায়?
অর্থাৎ, মতবাদ নয়—অনুভবই আসল।
৪র্থ স্তবক :
গুরু তত্ত্ব বিধি শোনা যায়
তাও তো দেখি একরূপ সে নয়
ফকির লালন বলে, সে যা বোঝে
তাই করে।
শব্দার্থ :
গুরু তত্ত্ব — গুরুবাদ, উপদেশ
বিধি — নিয়ম-কানুন
একরূপ নয় — একরকম নয়
আধ্যাত্মিক বিশ্লেষণ :
গুরুর তত্ত্ব ও বিধি নানা রকম—কোথাও ঐক্য নেই। তাই লালন বলেন, যে যেমন বোঝে, সে তেমনই সাধনা করে। এখানে লালনের চূড়ান্ত বাণী—
👉 নিজ অভিজ্ঞতা ও দেহ-সাধনাই আসল পথ।
🌿 সারকথা :
এই গান জুড়ে ফকির লালন বলেন
ঈশ্বর বা পরমসত্তা মতবাদে ধরা পড়ে না।
নাম, পরিচয়, আচার নয়—আত্মোপলব্ধি ও দেহতত্ত্বই মুখ্য। প্রত্যেক সাধকের পথ আলাদা, কিন্তু লক্ষ্য এক।
#ফকিরলালন #লালনদর্শন #দেহতত্ত্ব
#আধ্যাত্মিকচিন্তা #বাউলফিলোসফি
#মানুষভজলে #গুরুতত্ত্ব
#সাধনাপথ
জয় গুরু
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট করে।
ভালো লাগলে সেয়ার করবেন।
কে এম রহমান
লালন দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র
শাহবাগ ঢাক বাংলাদেশ।