Rajib Ahmmed

Rajib Ahmmed চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।

03/08/2025

মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই
চলে যায় দিন, যতখন আছি পথে
যেতে যদি আসি কাছাকাছি

#রবীন্দ্রসঙ্গীত

26/07/2025

এমন কোনও হেমন্তে "কুড়ি বছর পরে" আবার যদি দেখা হয় তোমার-আমার!

কবিতা -- কুড়ি বছর পরে
কবি -- জীবনানন্দ দাশ
আবৃত্তি -- মুনমুন

❝ জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার! ❞____রবীন্দ্রনাথ ঠাকুর
25/07/2025

❝ জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার! ❞

____রবীন্দ্রনাথ ঠাকুর

আমি সেই অভিমান___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহআমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,               ...
24/07/2025

আমি সেই অভিমান
___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।

উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে টেনে নেয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে?
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে-

আমি সেই নতমুখ, পাথরের নিচের করুণ বেদনার জল,
আমি সেই অভিমান - আমাকে গ্রহণ করো।

১১.০১.৭৭ মিঠেখালি মোংলা
কাব্যগ্রন্থ -উপদ্রুত উপকূল(১৯৭৯)

"যে সমাজে ন্যায় নেই,সেখানে ভালোবাসাও একপ্রকার সংগ্রাম।"__অরুন্ধতী রায়
23/07/2025

"যে সমাজে ন্যায় নেই,
সেখানে ভালোবাসাও একপ্রকার সংগ্রাম।"

__অরুন্ধতী রায়

প্রস্থান__হেলাল হাফিজএখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিওএক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটাখুব নিশীথে তোমার ...
06/07/2025

প্রস্থান
__হেলাল হাফিজ

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।

আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!

01/07/2025

মানুষ হয়ে জন্মনিয়ে
একটা পশু হয়ে কি বেঁচে থকা যায়?

এই হত্যাকান্ডগুলোর জন্য কে দায়ী?
25/05/2025

এই হত্যাকান্ডগুলোর জন্য কে দায়ী?

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন নিজের হাতে .....

09/10/2023
বিশ্ব শোভন কর্ম দিবস ২০২৩ উদ্ যাপনসকল ক্ষেত্রে নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করোসকল শ্রমিকের জন্য সামাজিক সুরক্...
07/10/2023

বিশ্ব শোভন কর্ম দিবস ২০২৩ উদ্ যাপন
সকল ক্ষেত্রে নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করো
সকল শ্রমিকের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করো

কর্মজীবী নারী গত ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার বিকাল ৩টায় একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব শোভন কর্ম দিবস ২০২৩ উপলক্ষে মিরপুর এলাকায় “সবার হোক অঙ্গীকার, নিরাপদ কর্মপরিবেশ গড়ার” এই শ্লোগানে র‌্যালি, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে।

শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, সকল শ্রমিকদের জন্য সময়োপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্ম দিবস পালন সার্থক হবে। জীবনটাকে শোভন করতে হলে বাজারদরটাকেও শোভন করতে হবে। তাছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা করার আহবান জানাচ্ছি। একই সাথে কর্মক্ষেত্রে নারী- পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।

সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পাইলট আকারে শুরু করেছে তাতে আমরা আনন্দিত। তবে সকল শ্রমিককে এই নিরাপদ স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

জাতীয় নারী জোট এর আহবায়ক আফরোজা হক রিনা এমপি বলেন, কর্মক্ষেত্রের নিরাপত্তাই শোভন কর্মপরিবেশ। ন্যায্য মজুরি, যৌন হয়রানিমুক্ত কর্মস্থল, নারীর মানবাধিকার, মর্যাদার জন্য আমাদের একসাথে লড়াই করে যেতে হবে।

গার্মেন্ট শ্রমিক রহিমা বেগম এর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নারী জোট এর আহবায়ক, আফরোজা হক রিনা এমপি, একশনএইড বাংলাদেশ এর ম্যানেজার মরিয়ম নেছা। সন্মানীত বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, এনসিসি ডব্লিউই এর সদস্য সচিব নইমুল আহসান জুয়েল, গার্মেন্ট শ্রমিক কুলসুম, নাছিমা বেগম প্রমুখ।

উক্ত সমাবেশের শুরুতে শ্রমিকের উপস্থিতিতে একটি বর্নাঢ্য র‌্যালি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

রবিবার ১লা অক্টোবর ২০২৩ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায়...
01/10/2023

রবিবার ১লা অক্টোবর ২০২৩

ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায়...

Address

Dhaka

Telephone

+8801712282522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Ahmmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share