AR Rasel

AR Rasel Travel is our passion, and our vlog is the canvas where we paint our unforgettable journeys. Let's embark on a meaningful adventure together!"

"Welcome to our meaningful travel vlog, where we embark on a journey beyond the ordinary. Our mission is to explore the world with a purpose, seeking out experiences that not only leave us in awe but also leave a positive impact on the places and communities we visit. Join us as we delve deep into the heart of each destination, uncovering its cultural treasures, sharing authentic stories, and supp

orting local initiatives. We believe that travel has the power to inspire, educate, and connect people from all walks of life. Our vlog is a platform for responsible exploration, promoting sustainable travel, and fostering a greater understanding of the diverse world we call home. So, come along as we discover the beauty, wisdom, and compassion that exist around the globe. It's not just about the places we visit, but the people we meet, the lessons we learn, and the connections we make.

16/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Palash Sarker

আপনি নিজেই হতে পারেন একটি ব্র‍্যান্ড 🤩👉 শুরুতেই কিছু প্রশ্ন করি আপনাদের :🌟 আচ্ছা আপনি কি জামসেদ মজুমদারকে আগে চিনেন নাকি...
14/08/2025

আপনি নিজেই হতে পারেন একটি ব্র‍্যান্ড 🤩

👉 শুরুতেই কিছু প্রশ্ন করি আপনাদের :

🌟 আচ্ছা আপনি কি জামসেদ মজুমদারকে আগে চিনেন নাকি ঘরের বাজারকে আগে চিনেন?

🌟 আপনি কি ইলন মাস্ককে আগে চিনেন নাকি টেসলা কম্পানিকে আগে চিনেন?

🌟 আপনি কি বিল গেটস কে আগে চিনেন নাকি মাইক্রোসফট কে আগে চিনেন?

আমি জানি আপনাদের মাক্সিমাম এর উত্তর হচ্ছে ব্যক্তি গুলো। কিন্তু কেনো?

এর কারণ হচ্ছে এই ব্যক্তিগুলো নিজেকেই একটা ব্র‍্যান্ড হিসেবে তৈরি করেছেন। মানুষের কাছে তাদের ব্র‍্যান্ড এর তুলোনায় তাদের পরিচিতি বেশি। আর একেই বলা হয় পার্সোনাল ব্র‍্যান্ডিং।

পার্সোনাল ব্র‍্যান্ডিং কীভাবে করবেন এটি জানার আগে আসুন আগে জেনে নেই এর সুবিধাগুলো কী কী?

👉 আপনি যদি নিজেকে একটা পজিটিভ পার্সোনাল ব্র‍্যান্ড হিসেবে তৈরি করতে পারেন তাহলে আপনার পরিচিতির কারণে আপনার ব্র‍্যান্ড মানুষের সামনে পরিচিতি পাবে।

👉 আপনাকে সেলিব্রেটি হায়ার করে বিজ্ঞাপন তৈরি করা লাগবে না। আপনি নিজেই আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন।

👉 যদি আপনি মানুষের মাঝে একটা গুড ইম্প্যাক্ট তৈরি করে থাকেন তাহলে মানুষ সহজেই আপনার প্রোডাক্ট কিনে নিবে।

👉 পার্সোনাল ব্র‍্যান্ডিং আপনার ব্র‍্যান্ডকে আপনার প্রতিযোগীদের ব্র‍্যান্ড এর থেকে আলাদা করবে। একটা উদাহরণ দেই : টিশার্ট আমাদের সকলের পছন্দ এখন আমরা সকলেই টিশার্ট যাদের থেকে কিনি তারা কেউই আমাদের পরিচিত না। এখন যদি শাকিব খান বা তাহসান খান একটা ব্র‍্যান্ড লঞ্চ করেন যেখানে তারা শুধু টিশার্ট সেল করবে আর তারা নিজেরাই যখন এটির বিজ্ঞাপন দিবে মানুষ তখন অন্য দোকানে যাবে? অবশ্যই না তারা শাকিব খান বা তাহসান খানের দোকান থেকেই টিশার্ট কিনবে কারণ তাদের পরিচিতি রয়েছে।

👉 যারা যারা আপনার কন্টেন্ট সব সময় ফলো করে তারা আপনার প্রোডাক্ট এর সাথেও দীর্ঘদিন যুক্ত থাকে। এখন আপনি কন্টেন্ট তৈরি করেন যে কীভাবে শরীর সুস্থ রাখা যায় এই বিষয়ের আর আপনার যখন একটা পরিচিতি তৈরি হলো তখন আপনি একটা শরবত তৈরি করলেন যেটা স্বাস্থ্যের জন্য উপকারী। এখন আপনি যদি আপনার প্রতিটা কন্টেন্টে আপনার প্রোডাক্ট এর কথা একবার করে বলেন তাহলে ১০০ জন এই কথা শুনলে এর মধ্যে ২০ জন আপনার প্রোডাক্ট কিনবে। এভাবেই তারা আপনার পাশাপাশি আপনার প্রোডাক্ট এর সাথেও যুক্ত থাকবে।

এরকম আরও অনেক সুবিধা আছে পার্সোনাল ব্র‍্যান্ডিং এর যা বলে শেষ করার মতো না।

এখন আসুন কিছু ধাপে ধাপে জেনে নেই কীভাবে আপনি নিজেকে একটা পার্সোনাল ব্র‍্যান্ড হিসবে তৈরি করবেন :

✅ সবার আগে নিজেকে আবিষ্কার করুন। আপনার কোন বিষয়ে অনেক প্রতিভা রয়েছে সেই বিষয়টিকে খুজে বের করুন। যেমন :

🖌️ আপনি কি ভালো ছবি আকতে পারেন?

🎤আপনি কি ভালো গান গাইতে পারেন?

🎙️আপনি কি ভালো উপস্থাপন করতে পারেন?

📖 আপনি কি ভালো কুরআন তিলাওয়াত করতে পারেন?

মূল কথা আপনার স্কিল কোন বিষয়ে বেশি সেটা আবিস্কার করুন।

✅ আপনি যে বিষয়ে স্কিলফুল সে বিষয় নিয়ে সোশাল মিডিয়াতে কন্টেন্ট বানানো শুরু করুন। আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে সুন্দর করে একটা ভিডিও ধারণ করুন এবং সেটি সোশাল মিডিয়াতে আপলোড করুন। এখানে সোশাল মিডিয়া মানে শুধু ফেসবুক নয় এছাড়াও রয়েছে ইউটিউব, টিকটক, টুইটার, ইন্সটাগ্রাম। আপনাকে সকল মিডিয়াতেই এক্টিভ থাকতে হবে।

✅ সব সমই একই রকম থাকুন। অর্থাৎ আপনি গানের ভিডিও আপলোড করেন তাই সব সময় গানের ভিডিও তৈরি করুন হঠাৎ করে গাড়ি চালানোর কন্টেন্ট দেওয়া যাবে না এর ফলে আপনার ব্র‍্যান্ডিং নষ্ট হবে। আর যখন কেউ একটি স্পেসিফিক বিষয় নিয়েই কন্টেন্ট বানানো শুরু করে তখন মানুষ ওই বিষয়ে চিন্তা করলে সবার আগে উক্ত ব্যক্তির নামই মাথায় আসে। যেমন : হানি নাটস মানেই জামসেদ মজুমদার ভাই।

✅ হতাশ হওয়া যাবে না। আপনার কন্টেন্ট দেখে অনেকে নানান ভাবে নেগেটিভ কথা বার্তা বলবে সেসবে কান দেওয়া যাবে না। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ভিউ আসছে না, লাইক হচ্ছে না, কমেন্ট নেই এসব ভাবলে চলবে না আপনাকে লেগে থাকতে হবে।

✅ পজিটিভ কন্টেন্ট বানান। আপনার কন্টেন্টে যেনো মানুষ উপকৃত হয় সেই সকল কন্টেন্ট বানান আর যদি নেগেটিভ কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি পার্সোনাল ব্র‍্যান্ড হবেন তবে সেটা হবে হিরো আলমের মতো।

✅ একটা বোনাস টিপস দেই : যদি আপনাদের কোনো স্কিল না থেকে থাকে তাহলে জামসেদ মজুমদার ভাই এর মতো আপনার প্রোডাক্ট নিয়েই কন্টেন্ট বানান। আপনার প্রোডাক্ট এর গুনাগুন এটা কত % খাটি ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করুন আর ভিডিওতে আপনার পরিচয়টা তুলে ধরুন।

🔥 আজ থেকেই শুরু করুন!

আপনার স্কিল বা প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করুন, মানুষের বিশ্বাস অর্জন করুন, আর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলুন একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে।

💬 প্রশ্ন: আপনি কোন স্কিল বা প্রোডাক্ট নিয়ে নিজের ব্র্যান্ড গড়তে চান? কমেন্টে জানাতে ভুলবেন না।

সম্পুর্ন লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰।

শুভ জন্মদিন ড. মুহাম্মদ ইউনুস স্যার!আপনার জীবন হোক দীর্ঘ, সুস্থ ও আনন্দময়।আপনার অসাধারণ চিন্তা, সমাজসেবা ও মানবিক কাজের...
28/06/2025

শুভ জন্মদিন ড. মুহাম্মদ ইউনুস স্যার!
আপনার জীবন হোক দীর্ঘ, সুস্থ ও আনন্দময়।
আপনার অসাধারণ চিন্তা, সমাজসেবা ও মানবিক কাজের জন্য আপনি বিশ্বজুড়ে সম্মানিত।
আপনার হাত ধরে যেমন লক্ষ লক্ষ মানুষের জীবন বদলেছে, ঠিক তেমনি আপনার অনুপ্রেরণায় আগামীতেও বদলাবে।
আপনার মতো একজন আলোকবর্তিকা আমাদের গর্ব।
শুভ জন্মদিনে আপনার প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ জন্মদিন স্যার!

1. Open ChatGPT 2. Upload Your Image3. Prompt: "Create this image: A stylish man wearing a black velvet suit poses confi...
19/06/2025

1. Open ChatGPT

2. Upload Your Image

3. Prompt:

"Create this image: A stylish man wearing a black velvet suit poses confidently in a studio. He has a ring on his finger and a luxury watch on his wrist. The background features dramatic blue and red smoky lighting, creating a bold and cinematic atmosphere. The scene is lit professionally to highlight the textures of the suit and the shine of the accessories."

📍 ইমেজ জেনারেট করে এখানেই কমেন্টে দিবেন। চাইলে পোস্টটা শেয়ার করেও রাখতে পারেন পরে প্র্যাক্টিসের জন্য।

16/06/2025

নিজেকে সময় দিন, নিজের ইচ্ছেকে প্রাদান্ন দিন! আপনি পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিবেন না

"আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান।"📚 [সহীহ মুসলিম, হাদীস: ২৫৬৪]
13/06/2025

"আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান।"
📚 [সহীহ মুসলিম, হাদীস: ২৫৬৪]

আপনার আওয়াজেই গড়ে উঠবে ন্যায্য ঢাকা!আপনার এলাকার যেকোনো সমস্যা বা অনিয়ম এখনই জানান 'ন্যায্য ঢাকা - অভিযোগ ফর্ম'-এর মা...
27/05/2025

আপনার আওয়াজেই গড়ে উঠবে ন্যায্য ঢাকা!
আপনার এলাকার যেকোনো সমস্যা বা অনিয়ম এখনই জানান 'ন্যায্য ঢাকা - অভিযোগ ফর্ম'-এর মাধ্যমে।
ভিজিট করুনঃ https://fairdhaka.com/
আসুন, একসঙ্গে গড়ে তুলি সবার জন্য ন্যায্য, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা।
আপনার অভিযোগ আর অংশগ্রহণেই হবে পরিবর্তনের শুরু!

#ন্যায্যঢাকা #আপনারঅভিযোগআমাদেরসমাধান #ন্যায্যঢাকাআমাদেরঅঙ্গীকার

এইভাবেই ঘুমাই আমরা বর্তমানে। শুভ রাত্রি .Prompt in the comment.
25/05/2025

এইভাবেই ঘুমাই আমরা বর্তমানে। শুভ রাত্রি .Prompt in the comment.

21/05/2025

৫০,০০০ টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন even if you don’t know digital marketing, as long as you understand it.

আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি বেসিক ফোনে ছবি তুলতে পারেন, আর যদি ৫০,০০০ টাকা হাতে থাকে
তাহলে আপনি পুরোপুরি তৈরি একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য।

কি করতে হবে? সহজ ভাষায় বলি-

১. পণ্য সিলেক্ট করুন। প্রথমেই ঠিক করুন, আপনি কী নিয়ে কাজ করতে চান। যেমন মেকআপ প্রোডাক্ট, হেলথ কেয়ার আইটেম, মোবাইল এক্সেসরিজ, ইসলামিক গিফট, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর পণ্য, সোস্যাল মিডিয়ায় জনপ্রিয় অন্য কারো কোর্স। যে পণ্য আপনি নিজেই ভালো বোঝেন বা ভালোবাসেন সেটাই বেছে নিন।

২. প্রোডাক্ট সোর্সিং করুন (এটাই মূল কাজ)
লোকাল পাইকারি দোকানে যান।
ভালো দাম, ভালো কোয়ালিটি, ভালো রেসপন্স এই তিন দেখে দোকানদারের সঙ্গে ডিল করুন। বলুন, “ভাই, আমি অনলাইনে বিক্রি করবো। অর্ডার পেলে আপনার কাছ থেকেই নিবো।”
৮০% দোকানদার রাজি হবে।

৩. ছবি তুলুন, সুন্দরভাবে সাজান
একটু আলোর কাছে, সাদা ব্যাকগ্রাউন্ডে, পরিচ্ছন্ন ছবি তুলুন Canva বা Pixellab অ্যাপ ব্যবহার করে স্মার্ট পোস্ট বানান।

৪. ফেসবুক পেইজে পোস্ট দিন + Boost করুন
একটি পোস্ট Boost করুন ১০০–২০০ টাকা দিয়ে। লক্ষ্য ঠিক করুন যেমন “18–35 Female, Dhaka” ইনবক্সে মেসেজ আসবে।

৫. ইনবক্সে কাস্টমারের সাথে কথা বলুন, অর্ডার কনফার্ম করুন।
অর্ডার পাওয়ার পর দোকানদারকে বলুন, “এই ঠিকানায় পাঠিয়ে দিন।” আপনি কুরিয়ার বা লোকাল ডেলিভারির মাধ্যমে সেটি পাঠাবেন।

লাভটা কোথায়?
প্রোডাক্ট আপনি ৩০০ টাকায় কিনছেন, বিক্রি করছেন ৪২০ টাকায়। ডেলিভারি আর Boost খরচ বাদে আপনার লাভ ২ টাকাও যদি হয় আপনি সাকসেস। তারমানে আপনি বিক্রি করতে জানেন। বিক্রি করার বিদ্যা একবার শিখে গেলে যাস্ট বড় প্রডাক্ট সোর্স করুন। ডিজিটাল মার্কেটিং এ আপনি একটি অ্যাপার্টমেন্টও সেল করে দিতে পারেন। বর্তমানে পড়ানোর জন্য ইন্টারেকটিভ বোর্ডের চাহিদা বাড়ছে। যাস্ট সেল করে দিন। প্রথমে অন্যের প্রডাক্ট সেল করুন। ধীরে ধীরে একদিন আপনার প্রডাক্ট বাজারে চলে আসবে।

যেহেতু আপনার হাতে ৫০,০০০ টাকা আছে। দেখবেন ২৫০০০ টাকা পুরিয়ে ফেলার আগেই আপনি অনলাইনে সেল করা শিখে গেছেন। এই যে শিখে গেলেন এই শেখার দাম কোটি টাকা। আপনি যদি একবার এই বিদ্যা শিখে যান আপনার জন্য কোম্পানি বসে আছে। যাস্ট মেইল করুন আমি তোমাদের পণ্য বিক্রি করতে চাই। সবাই আপনাকে খুজছে।

মনে রাখুন ডিজিটাল মার্কেটিং জানা না লাগলেও, বোঝা লাগবে।

আপনি যদি বুঝেন যে, ভালো ছবি বিক্রি বাড়ায়, ভালো ক্যাপশন মানুষকে থামায়, Boost দিলে Reach আসে , রেসপন্স দিলে কাস্টমার ধরে রাখা যায় তাহলে আপনি ইতিমধ্যেই উদ্যোক্তা হওয়ার মতো ডিজিটাল বুদ্ধি রাখেন।





এখনো সময় আছে AI শিখুন সামনের ফিউচার AI রাজ করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব  AI শিখুন। কিভাবে ইমেজ জেনারেট করতে হয় , কিভাব...
20/05/2025

এখনো সময় আছে AI শিখুন সামনের ফিউচার AI রাজ করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব AI শিখুন। কিভাবে ইমেজ জেনারেট করতে হয় , কিভাবে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হয় , কিভাবে কন্টেন লিখতে হয় শিখুন এই ইমেজটি AI দিয়ে তৈরি করা হয়েছে|

18/05/2025

সময় টিভিকে ধন্যবাদ, এ ধরনের একটা সময়োপযোগী নিউজ করার জন্য

Address

Dhaka
1342

Alerts

Be the first to know and let us send you an email when AR Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Rasel:

Share

R TECH PRO

Technolyge tuterial