দৈনিক বর্ণনা

দৈনিক বর্ণনা Official page for dailybarnona.com, Bangladesh's largest e-news publisher by reach - 24/7

প্রধান সম্পাদকঃ কাজী আব্দুল্লাহ
সম্পাদকঃ এ. এফ. এম. জহিরুল ইসলাম
ব্যবস্থাপন সম্পাদকঃ বেল্লাল হোসেন সিকদার
যুগ্ন সম্পাদকঃ বাবুল হোসেন খান
প্রধান নির্বাহী সম্পাদকঃ মোঃ আরেফিন সিদ্দিকি
নির্বাহী সম্পাদকঃ মোঃ মুন্তাসির রাজন
সহ সম্পাদকঃ মোঃ ফজলে রাব্বি
প্রতিষ্ঠাতাঃ মোঃ নিলয় পারভেজ।
মোবাইলঃ ০১৭৩৩২১০২১৬

প্রিয় পাঠকবৃন্দ,আজ আমি গভীর গর্ব ও আনন্দের সাথে আপনাদের জানাতে চাই—আমাদের প্রিয় পত্রিকা “দৈনিক বর্ণনা” ইতোমধ্যেই জাতীয়কর...
12/09/2025

প্রিয় পাঠকবৃন্দ,

আজ আমি গভীর গর্ব ও আনন্দের সাথে আপনাদের জানাতে চাই—আমাদের প্রিয় পত্রিকা “দৈনিক বর্ণনা” ইতোমধ্যেই জাতীয়করণের মর্যাদা অর্জন করেছে।
এ গৌরব কেবল আমাদের নয়; এটি আপনাদের—আমাদের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও দেশপ্রেমিক জনতার।

অফলাইনে দৈনিক বর্ণনা নিয়মিত মুদ্রিত সংস্করণ প্রকাশ করে আসছে। আপনাদের অবিচল আস্থা, ভালোবাসা ও সমর্থনই আমাদের অগ্রযাত্রার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তবে সময়ের দাবি ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নতুন এক অধ্যায়ে।

👉 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আমাদের অনলাইন সংস্করণ।
আমরা চাই, আপনাদের কাছে সংবাদ পৌঁছাক;
🔹 আরও দ্রুত
🔹 আরও নিরপেক্ষভাবে
🔹 আরও সমৃদ্ধ আঙ্গিকে

আমাদের প্রতিশ্রুতি:
✅ দ্রুততম সংবাদ পরিবেশনা
✅ নিরপেক্ষ বিশ্লেষণ
✅ জাতীয় ও আন্তর্জাতিক খবর একসাথে
✅ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ দায়িত্বশীল সাংবাদিকতা

আমরা বিশ্বাস করি; সংবাদ কেবল তথ্য নয়, এটি জনগণের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাই দৈনিক বর্ণনা সবসময় জনগণের পক্ষে, সত্যের পক্ষে এবং দায়িত্বশীল সাংবাদিকতার ধারক হিসেবে অটল থাকবে।

প্রিয় পাঠক, আপনার আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তির মূল ভিত্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই আমরা নতুন দিগন্তে পা রাখছি।
👉 অনলাইনে ভিজিট করুন: dailybarnona.com
👉 আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইনসহ সকল সামাজিক মাধ্যমে।

🙏 আসুন, একসাথে এগিয়ে যাই;
দৈনিক বর্ণনা: জাতীয় সংবাদমাধ্যমের নতুন দিগন্ত!

✒️ লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)
প্রতিষ্ঠাতা ও প্রকাশক, দৈনিক বর্ণনা
সভাপতি, পরিচালনা পরিষদ
এনপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড

https://dailybarnona.com/2025/08/31/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa/
31/08/2025

https://dailybarnona.com/2025/08/31/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa/

বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল পর্যায়ের কর্মীরা দলের শক্তি হিসেবে অপরিহার্য ভূমিকা পালন করেন। কিন্তু বাস্তবতা আ....

12/12/2024
>> বিদায়ী নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ।সদ্য পদত্যাগ করা দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বি...
05/09/2024

>> বিদায়ী নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ।

সদ্য পদত্যাগ করা দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার দুপুরে পদত্যাগের পর কমিশনারদের জন্য বরাদ্দকৃত গাড়িতে ইসি ছাড়ার সময় কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন তারা।

এর আগে দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়ে' পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না রাশেদা ও আনিছুর। ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এই দুই কমিশনার।

সংবাদ সম্মেলনে গত নির্বাচনে সব দলের অংশগ্রহণের পক্ষে ছিলেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৫৬, জাতীয় পার্টি ১১, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়েছে। এই নির্বাচন মূলত একদলের মধ্যে হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালে ২২ ফেব্রুয়ারি দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। একই বছরের ২৬ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেটে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

সে হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ৩০ মাস দায়িত্ব পালন করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি নির্বাচন, জেলা ও উপজেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন শেষ করেছে বর্তমান কমিশন। তবে সব নির্বাচনই ছিল প্রায় বিতর্কিত ও ভোটার শূন্য।

Address

Sikder Regency Tower, Building: 01, Floor: 2nd, A1 Road:11, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বর্ণনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বর্ণনা:

Share

Category