
01/05/2025
"প্রতিটি ঘামে লুকিয়ে থাকে জীবনের জয়গান।" মে দিবসের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা
আজকের এই মে দিবসে আমি শ্রদ্ধা জানাই সেই সব নিঃস্বার্থ পরিশ্রমীদের, যাদের কাঁধে ভর করে এগিয়ে চলে একটি জাতি, একটি প্রতিষ্ঠান, একটি স্বপ্ন।আসুন, আমরা সকল স্তরের শ্রমিকদের সম্মান করি, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করি।