Sarkar TAPAN

Sarkar TAPAN Founder and President of CTO Forum Bangladesh. Working in the IT fields over 40 years, Freelancer. Learning Every Day

"প্রতিটি ঘামে লুকিয়ে থাকে জীবনের জয়গান।" মে দিবসের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছাআজকের এই মে দিবসে আমি শ্রদ্ধা জানাই...
01/05/2025

"প্রতিটি ঘামে লুকিয়ে থাকে জীবনের জয়গান।" মে দিবসের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা
আজকের এই মে দিবসে আমি শ্রদ্ধা জানাই সেই সব নিঃস্বার্থ পরিশ্রমীদের, যাদের কাঁধে ভর করে এগিয়ে চলে একটি জাতি, একটি প্রতিষ্ঠান, একটি স্বপ্ন।আসুন, আমরা সকল স্তরের শ্রমিকদের সম্মান করি, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করি।

26/04/2024

এখানে দুইটি সাপ আছে।
একটি অজগর আরেকটি কিং কোবরা।
দুটিই সাইজে বড় এবং প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ট আর ক্ষমতাবান বলে মনে করে।এক পর্যায়ে অজগরটি ,কিং কোবরাকে দম বন্ধ করে দেয় এবং কিং কোবরা অজগরটিকে কামড়ে দেয়। দুটি সাপই মারা গেছে, একটি শ্বাসরোধে এবং অন্যটি বিষে।

আর ঠিক এভাবেই মানুষ একে অপরকে ধ্বংস করে। ঠিক এভাবেই বন্ধুত্ব শেষ হয়, সম্পর্ক শেষ হয় এবং হিংসা বাড়িয়ে তোলে। কারণ একজন সব সময় অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে চায় বা নিজেকে বড় বা ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করে।

সুতরাং এগুলো বাদ দিয়ে ভালোবাসা, সহানুভূতি, আনুগত্য এবং সততা বেছে নিন। যাতে নিজের এবং সকলেরই মঙ্গল হয়।

Founder and President of CTO Forum Bangladesh. Working in the IT fields over 40 years, Freelancer.

উদ্যেক্তাদের সাথে ভাব বিণিময় করতে খুব ভালো লাগে।তেমনি একটা উদ্যেক্তা সন্মেলন অনেক গুনীজনের সাথে আমিও ছিলাম ।ব্যবসায় উদ্...
01/04/2024

উদ্যেক্তাদের সাথে ভাব বিণিময় করতে খুব ভালো লাগে।তেমনি একটা উদ্যেক্তা সন্মেলন অনেক গুনীজনের সাথে আমিও ছিলাম ।ব্যবসায় উদ্যোগ (Entrepreneurship) এবং ব্যবসায় উদ্যোক্তা (Entrepreneur) শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনিই ব্যবসায় উদ্যোক্তা ।ঊদ্যেক্তার গুনাগুন সমুহ ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসায় পরিচালনা।ব্যবসায় উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে।একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোন চাকরি বা কারো অধিনস্ত না থেকে নিজে থেকেই কোন ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন তখন তাকে উদ্যোক্তা বলা হয় । ব্যবসায় উদ্যেক্তার উদ্যেগ যখন সফল কিংবা স্বনিরভর হয় তখন তাকে বলা হয় ব্যাবসায়ি ।
সকল ব্যাবসায়ি একজন উদ্যোক্তা কিন্তু সকল উদ্যোক্তা ব্যাবসায়ী নন।
একজন ব্যাবসায়ী তার ব্যাবসায়ীক জীবনের সবচেয়ে কঠিন এবং গুরত্বপুর্ন সময় একজন উদ্যেক্তা হিসাবে কঠোর মনোবল , উদ্যাম প্রানশক্তি ও আত্ববিস্বাস কে সঙ্গী করে শত বাধা পেড়িয়ে একজন আত্বনিরভরশিল ব্যাবসায়ি হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যান ।
আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন, যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন
সে ক্ষেত্রে সকল ব্যবসায় উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থান কারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসায় উদ্যোক্তা বলা যায় না । একজন সফল উদ্যোক্তা হওয়ার উপায়ঃ
* ১) লক্ষ্য অর্জনে যথেষ্ট আগ্রহী হতে হবে:
* ৩) কঠোর পরিশ্রম করুন:
* ৪) উপভোগ করতে শিখুন:
* ৫) নিজের উপর বিশ্বাস স্থাপন করুন:
* ৬) নমনীয় হন তবে লক্ষ্য অর্জনে অটল থাকুন:
* ৭) টিমের উপর নির্ভর করতে শিখুন:
* ৮) বাস্তবায়ন নিশ্চিত করুন:
* ৯) সততা এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করুন:

ধনকুবের বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড?  ৬৭ বছর বয়সী বিশ্বের সেরা ধনী ব্যক্তি বিল গেটসের নতুন ফিয়ান্সে ও তার ...
31/03/2024

ধনকুবের বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? ৬৭ বছর বয়সী বিশ্বের সেরা ধনী ব্যক্তি বিল গেটসের নতুন ফিয়ান্সে ও তার একাকীত্ব ঘুচিয়েছেন পওলা হার্ড নামের তার নতুন প্রেমিকা। ভারতের গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে নতুন প্রেমিকা পওলা হার্ডকে নিয়ে উপস্থিত ছিলেন বিল গেটস। তারা নাকি আংটি বদলও করে ফেলেছেন এবং শিগগিরই বিয়ে করছেন এমন খবরও গণমাধ্যমে এসেছে৷ এই যুগুলের সুখী দাম্পত্যের জন্য রইলো অগ্রীম শুভকামনা।

পওলা হার্ড একজন জনহিতৈষী, টেনিস অনুরাগী। তিনি ইভেন্ট প্ল্যানার হিসেবে কাজ করেন। তার লিংকডইন প্রোফাইলে বলা হয়েছে, তিনি কর্পোরেট, ব্যক্তিগত এবং দাতব্য অনুষ্ঠানের জন্য ইভেন্টের আয়োজন করেন। তিনি টেক এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেছেন।
অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ১৯৮৪ সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন পওলা।
তিনি ১৭ বছর ধরে ইউএস-ভিত্তিক সফ্টওয়্যার কোম্পানি এনসিআর কর্পোরেশনে কাজ করেছেন এবং সেখানে বিভিন্ন বিক্রয় ও পরিষেবার নেতৃত্বের পদে অধিষ্ঠিত হয়েছেন।

পওলা হার্ড টেক্সাসের বেলর ইউনিভার্সিটির বোর্ড অব রিজেন্টস-এর সদস্য, যেটি মার্ক হার্ডের শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ডটি মূলত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল গভর্নিং বডি। এছাড়া, তিনি বেলর বাস্কেটবল প্যাভিলিয়নে সাত মিলিয়ন ডলার দান করেছেন।

আনন্দ এ ব্যস্ততার শেষ নেই । এইভাবেই চলুক না বাকীটা সময় ।
18/03/2024

আনন্দ এ ব্যস্ততার শেষ নেই । এইভাবেই চলুক না বাকীটা সময় ।

গতকাল ৫-৩-২৪ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭৬ ব্যচের ঢাকার বন্ধুদের মিলন মেলা, ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর ও ধাণমন্ডি ক...
06/03/2024

গতকাল ৫-৩-২৪ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭৬ ব্যচের ঢাকার বন্ধুদের মিলন মেলা, ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর ও ধাণমন্ডি ক্লাবে ।

আজ ২রা মার্চ শনিবার ২০২৪ ব্যতিক্রমধর্মী অনুষ্টান এসওএস ভিলেজে, ভিভোর 'ক্যাপচার দ্য ফিউচার' উদ্যোগের মোড়ক উন্মোচনে অংশগ্...
02/03/2024

আজ ২রা মার্চ শনিবার ২০২৪ ব্যতিক্রমধর্মী অনুষ্টান এসওএস ভিলেজে, ভিভোর 'ক্যাপচার দ্য ফিউচার' উদ্যোগের মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করছি। এটা অত্যন্ত আনন্দের এবং সম্মানের ।
চার দশকেরও বেশি সময় ধরে, আমি বাংলাদেশে প্রযুক্তিগত উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করেছি। আমি গভীরভাবে বিশ্বাস করি আমাদের জাতির জন্য প্রযুক্তিগত অগ্রগতিই প্রধান ভূমিকা পালন করে । বিশ্বাস করি যে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতা লালন করা তাদের মনে আশা ও উদ্ভাবনের বীজ বপন করার বিকল্প নাই ।
বাংলাদেশের প্রযুক্তি সম্প্রদায়ের পক্ষ থেকে, আমি এখানে 'ক্যাপচার দ্য ফিউচার' চালু করার জন্য ভিভোকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভিভোর অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তি শুধুমাত্র এসওএস গ্রামের শিশুদের প্রযুক্তির বিস্ময় নথিভুক্ত করার অনুমতি দেয় না বরং তাদের তারুণ্যের দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা তাদের সৃজনশীলতা এবং কল্পনাশক্তির উন্নতি লক্ষ্য করি।
দেশব্যাপী ছয়টি এসওএস গ্রামের শিশুদের জন্য প্রযুক্তি এবং শিল্পকলা একত্রিত করে এমন একটি পাঠ্যক্রম তৈরিতে জনাব তানভীরের সাথে ভিভোর সহযোগিতায় আমি বিশেষভাবে মুগ্ধ। এই অংশীদারিত্ব আমাদের দেশের ভবিষ্যতের প্রতি ভিভোর নিবেদন এবং দায়িত্বের ওপর জোর দেয়।ভিভোর সাথে আরও সহযোগিতার অপেক্ষায় রয়েছি। নতুন ক্ষেত্রগুলিতে উদ্যোক্তা এবং সম্মিলিতভাবে সম্ভাবনার বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।
সবশেষে, আমি প্রজেক্টের সফলতা আশা করি এবং এসওএস-এর সকল সন্তানদের যাত্রা উপভোগ করার জন্য কামনা করি।

গতকাল ২৮-২-২৪, ২১শের বই মেলায় আমার বই কিনলেন, আমেরিকা প্রবাসী ড: সীমা খান এ অধ্যাপক ড. বদরুল হুদা খান। তিনি বিশ্ব বিখ্যা...
29/02/2024

গতকাল ২৮-২-২৪, ২১শের বই মেলায় আমার বই কিনলেন, আমেরিকা প্রবাসী ড: সীমা খান এ অধ্যাপক ড. বদরুল হুদা খান। তিনি বিশ্ব বিখ্যাত ই-লার্নিং বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, লেখক, বক্তা, এবং পরামর্শক। ১৯৯৭ সালে তার বই “ওয়েব-বেসড ইন্সট্রাকশন’ যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়, যেখানে তিনি ‘ওয়েববেসড ইনস্ট্রাকশন’ ধারণাটি বিশ্বে প্রথম নিয়ে আসেন। এই বইটি বেস্ট সেলার হিসাবে স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের প্রায় ৫ শত বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক ও রেফারেন্স গাইড হিসেবে ব্যবহৃত হয়।
২০১৫ সালে United States Distance Learning Association (USDLA) অধ্যাপক খানকে “Hall of Fame” (বিশ্বব্যাপী ই-লার্নিংয়ের কিংবদন্তী ব্যক্তিত্ব হিসাবে) সম্মানে ভূষিত করে। তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে রসায়নে স্নাতক ও ইনসট্রাকশনাল সিস্টেমস টেকনোলজিতে (শিক্ষাপ্রযুক্তি) ডক্টরেট ডিগ্রী অর্জন করেন ১৯৯৪ সালে। ১৯৯৪ সালে তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের এডুকেশনাল টেকনোলজি গ্রাজুয়েট প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগ দেন।
এর আগে তিনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে শিক্ষামূল্যায়ন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে অধ্যাপক খান জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এডুকেশনাল টেকনোলজি লিডারশিপ গ্রাজুয়েট প্রোগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিশ্বনন্দিত "ই-লার্নিং ফ্রেমওয়ার্ক" প্রকাশ করেন ১৯৯৯ সনে।

গতকাল ২৬-২-২৪, বিকেলে বই মেলায়, ৭০ বছরের পুরানো আহমেদ পাবলিসিং হাউসের স্বতাধিকারী মেসবা ভাই এ পাঠকদের সাথে ।
27/02/2024

গতকাল ২৬-২-২৪, বিকেলে বই মেলায়, ৭০ বছরের পুরানো আহমেদ পাবলিসিং হাউসের স্বতাধিকারী মেসবা ভাই এ পাঠকদের সাথে ।

২১শে বই মেলায় এখনো যাওয়া হয়নি, তাই পাঠকদের অটোগ্রাফ নিতে অফিসে হামলা ।
20/02/2024

২১শে বই মেলায় এখনো যাওয়া হয়নি, তাই পাঠকদের অটোগ্রাফ নিতে অফিসে হামলা ।

08/02/2024

বই মেলায় আহমেদ পাবলিসিং হাউসের (৫৪২-৫৪৪) ষ্টলে পাওয়া যাচ্ছে ।

Founder and President of CTO Forum Bangladesh. Working in the IT fields over 40 years, Freelancer.

Address

Concept Tower. 4B, 68-69 Green Road, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sarkar TAPAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarkar TAPAN:

Share