04/08/2024
গণহত্যাকারী সরকার এখন মাইনকার চিপায়। এখন পা ধরে মাফ চাইতে বললেও সেটা করবে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য।
এখন নরম সুরে কথা বলবে, কিছু মন্ত্রী পদত্যাগ করবে, কিছু পুলিশের বিচার করবে। এই সব হবে শুধু লোকদেখানো। আর ভিতরে ভিতরে তারা মরণ কামড় দিতেই থাকবে।
মাথায় রাখবেন এই জালিমগুলা যদি মনে করে ক্ষমতায় থাকতে হলে আমাদের সবাইকে মেরে ফেলতে হবে, ওরা এটাই করবে। এরা হিটলারের চেয়েও ভয়ংকর। তাই এদের এসব নাটকে গলে যাওয়া যাবেনা।
এক দফা এক দাবি- স্বৈরাচার সরকারের পতন।