AlokitoBarta24.com

AlokitoBarta24.com alokitobarta24.com (online news portal ) সময়ের সাহসী কন্ঠ

18/07/2025

কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ

12/07/2025

প্রতারক চক্র মা-ছেলের নতুন নতুন পরিকল্পনা। দিবে দিচ্ছে সময় নিয়ে পাওনাদারদের দিচ্ছে নানা অজুহাত। রাজনৈতিক নেতা ও স্থানীয় দা'লালদের দিয়ে অনেককে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

12/07/2025
12/07/2025
12/07/2025

টানা চার দিনের ভারী বৃষ্টিপাত শেষে নোয়াখালীতে দেখা মিলেছে ঝলমলে রোদের। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকেই আকাশ পরিষ্.....

11/07/2025

ভোট দিন

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কি নুরুল আলম সিকদারই হচ্ছেন? বর্তমানে এমন জল্পনা-কল্পনা চলছে রাজনীতির মাঠে। আলোচনার ...
11/07/2025

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কি নুরুল আলম সিকদারই হচ্ছেন? বর্তমানে এমন জল্পনা-কল্পনা চলছে রাজনীতির মাঠে। আলোচনার ঝড় যেন থামছেই না কোথাও। দলীয় নেতা-কর্মীদের মুখে মুখে একটি দাবি-সিকদারকে এবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি দেখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসারীরা ওই দাবি জানিয়ে লেখালেখিও করছেন। কারণ; রাজনীতিতে এখনো মাঠ কাঁপাচ্ছেন আলোচিত ওই নেতা। অনেকেই বলছেন-নিন্দুকেরা যাই বলুক, উপজেলা বিএনপি’র অভিভাবক এই নেতাই হচ্ছেন। দীর্ঘ ৩৭ বছরের রাজনীতিতে মেধা, শ্রম, ত্যাগ, অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় তাঁর অবস্থান তুঙ্গে। সুতরাং তাঁর বিকল্প এখানে অন্য কেউ নেই। এমনটাই উপজেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থক এবং হাট- বাজারের সাধারণ লোকজন মন্তব্য করছেন।

স্থানীয় দলীয় সূত্রে জানাগেছে, নুরুল আলম সিকদার বর্তমানে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য। এরআগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ছিলেন। গুঞ্জন রয়েছে কিছু দিনের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা হতে পারে। এতে পদ-পদবী পেতে আগ্রহীরা জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিচ্ছেন। সহানুভুতি কামনা করছেন। সিকদার এক সময় ছাত্র জীবনে তুখোড় প্রভাবশালী ছাত্র নেতা ছিলেন। বসুরহাট সরকারি মুজিব কলেজ শাখার ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ফল স্বরুপ সরাসরি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন দুইবার। এরপর সাধারণ সম্পাদকও ছিলেন পর পর দুইবার।

অপরদিকে, অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন তিনি। বিগত ১৭ বছরে অর্ধশত মামলার আসামী হয়েছেন। জেলও খেটেছেন। এখনো ওই মামলা গুলোর কারণে আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করতে হয় তাকে। এছাড়াও অন্তত দশবার হামলারও শিকার হয়েছেন। মৃত্যুর মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। হাসপাতালে অনেকদিন চিকিৎসা নিতে হয়েছিল। তবুও দলীয় নেতা-কর্মীদের দোয়ায় সুস্থ হয়ে রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতেই তিনি নেতৃত্ব দিয়েছেন বরাবরই। ফ্যাসিস্ট আ’লীগ সরকার পতনের পর এখনো মাঠে-ময়দানে আছেন ত্যাগী এই সিকদার। তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হিসেবে পরিচিত।

বসুরহাটের সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান বলেন, নুরুল আলম সিকদার অনেক বার হামলা-মামলার শিকার হয়েছেন। এরপরেও তাঁকে রাজনীতি থেকে কেউ আলাদা করতে পারেননি। এজন্য দলের জেলা আহবায়ক কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন। দলের বিশ্বস্থ এবং মৃত্যুঞ্জয়ী এই নেতাকে এবার উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে আমরা দেখতে চাই। কারণ; তাঁর হাতে উপজেলা বিএনপি নিরাপদ থাকবে। তিনি দায়িত্ব পেলে দল আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উপজেলা বিএনপি’র সাবেক নেতা জামাল উদ্দিন বলেন, সিকদার উপজেলা বিএনপি’র সভাপতি হলে দলের অবস্থান আগের তুলনায় মজবুত হবে। ফ্যাসিস্টরা দলে ঢ়ুকতে পারবেনা। জেলা ও কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে সুনজর দেওয়া জরুরী।

নুরুল আলম শিকদার বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার সৈনিক হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করছি। আমি উপজেলা নেতৃবৃন্দের পাশে যে কোন পরিস্থিতে আগেও ছিলাম, সামনেও থাকবো। মুছাপুর ইউপি চেয়ারম্যান থাকাকালীন আমি কারও ক্ষতি করিনি; বরং অসহায় মানুষদের কল্যাণে কাজ করেছি। মহান আল্লাহর দয়ায় উপজেলা বিএনপি’র সভাপতি হলে দলকে অবশ্যই আরো সুসংগঠিত এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলেমিশে কাজ করবো।

08/07/2025

টানা বৃষ্টিতে ফেনীতে জলাবদ্ধতা 🔴 Alokito Barta

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when AlokitoBarta24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AlokitoBarta24.com:

Share

alokitobarta24.com

alokitobarta24 is a leading internet media company in Bengali language, dedicated to News, Sports, Business, Technology, Entertainment, Life Style, and breaking news. Founded in September 2015, alokitobarta24 and its network of websites now reach over 4 million unique visitors and draw more than 25 million page views per month. The alokitobarta24 community includes more than 2 million friends and followers on Facebook, Twitter, LinkedIn, Google and other social media.