Actress News24.com

Actress News24.com welcome to the ""BD Actress News24.com"" page......

ব্র্যান্ড প্রমোশন ও বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 01887446440

সাদায় শুভ্রতা ছড়ালেন সাফা কাবির
01/09/2025

সাদায় শুভ্রতা ছড়ালেন সাফা কাবির

26/06/2025

😃😃 মিষ্টার জায়েন খান 😁

মিখাইল — নামটার মধ্যেই এক ধরনের ভয়ানক, কুল ও রহস্যময় একশন হিরোর গন্ধ আছে।ভাবুন তো, শাকিব খান একজন ইন্টারন্যাশনাল মাফিয়া ...
11/06/2025

মিখাইল — নামটার মধ্যেই এক ধরনের ভয়ানক, কুল ও রহস্যময় একশন হিরোর গন্ধ আছে।

ভাবুন তো, শাকিব খান একজন ইন্টারন্যাশনাল মাফিয়া লিডার! স্টাইল, দাপট, ডায়লগ আর মারকাটারি অ্যাকশনে ঠাসা এক থ্রিলার সিনেমা — নাম "মিখাইল"।

বিদেশি লোকেশন, ধুন্ধুমার অ্যাকশন, ইন্টেলিজেন্ট প্লট আর একেবারে অন্যরকম এক ক্যারেক্টার — "মিখাইল" হতে পারে বাংলা সিনেমার এক নতুন যুগের শুরু।

ঠিক মতো পরিকল্পনা আর নির্মাণ হলে, "মিখাইল" শুধু সিনেমা হবে না — এটা হবে একটা ব্র্যান্ড।

পরিচালক-প্রযোজকদের ভাবনায় থাকলে, এটা হতে পারে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্র!

নাটক ইন্ডাস্ট্রির প্রায় সবাই এখন শাকিব খান ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মুখিয়ে আছে।নাটকের কোন স্টার আবার হাজার সমালোচনার ...
11/06/2025

নাটক ইন্ডাস্ট্রির প্রায় সবাই এখন শাকিব খান ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মুখিয়ে আছে।

নাটকের কোন স্টার আবার হাজার সমালোচনার পরও শাকিবের সিনেমা তে এক ঝলক থাকার জন্য কত কিছু করে শাকিব কে রাজিও করালেন।

শাকিব খান একজন স্টার না শাকিব একাই একটা ইন্ডাস্ট্রি।

Best Actor OF The Year
10/06/2025

Best Actor OF The Year


ইনসাফের ভিতরে অসাধারন চমক দেখালো চঞ্চল চৌধুরী
10/06/2025

ইনসাফের ভিতরে অসাধারন চমক দেখালো চঞ্চল চৌধুরী

🎬 মধুবন এ তান্ডব – এক অন্যরকম অভিজ্ঞতা! 🎬তান্ডব চলচ্চিত্র নিয়ে কে কী ভাবলো, কার কেমন লাগলো – তা হয়তো আলাদা করে জানি না, ...
10/06/2025

🎬 মধুবন এ তান্ডব – এক অন্যরকম অভিজ্ঞতা! 🎬

তান্ডব চলচ্চিত্র নিয়ে কে কী ভাবলো, কার কেমন লাগলো – তা হয়তো আলাদা করে জানি না, তবে আমি কিছু মুখ চোখে পড়ার মতো দেখলাম… এবং সত্যি বলতে, বেশ ভালো লেগেছে।

🎭 রুবেল ভাই – আমাদের দেশীয় সিনেমার একজন জীবন্ত কিংবদন্তি। পর্দার সামনে যেমন শক্তিমান, তেমনি পর্দার বাইরে তাঁর আন্তরিকতা, বিনয়, আর সারল্য হৃদয় ছুঁয়ে যায়।
আর তাঁর বড়পুত্রের আন্তরিক সহযোগিতা – সত্যিই অতুলনীয়! তারা প্রমাণ করে দিয়েছেন, ভালোবাসা আর নিষ্ঠা একসাথে থাকলে কিছুই অসম্ভব নয়।

📽️ মধুবন সিনেমা হল – তার পর্দা, তার শব্দ, তার পরিবেশ... প্রতিটা খুঁটিনাটিতেই একটা চেষ্টা ছিল আধুনিকতার ছোঁয়া আনার। তবে আমরা চাই, এই যাত্রা আরও এগিয়ে যাক।
পর্দা হোক আরও উন্নত, শব্দ যন্ত্র হোক আরও নিখুঁত।
মধুবন শুধু একটি হল নয়, এটি হোক আমাদের সংস্কৃতির গর্ব।

❤️ Roots CineClub এর পক্ষ থেকে মধুবন ও তান্ডব টিমকে জানাই প্রাণঢালা ভালোবাসা।
এইরকম চলচ্চিত্র ও সিনেমা হলগুলোই হোক আমাদের আশা, আমাদের অহংকার।

✅ চলুন বৈধ সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখি।
✅ দেশীয় চলচ্চিত্রকে সমর্থন করি।
✅ হলে গিয়ে সিনেমা দেখি, প্রেক্ষাগৃহে গর্জে উঠুক দর্শকের হাততালি!

#তান্ডব #মধুবন #বাংলাচলচ্চিত্র

❌ খালি প্রেমে আর কত! দর্শক চায় একটু এক্যাশন, একটু থ্রিল, একটু ধামাকা!❤️‍🔥 এবার ঈদে আসছে সেই ধামাকা – রোমান্টিক এক্যাশন ব...
09/06/2025

❌ খালি প্রেমে আর কত! দর্শক চায় একটু এক্যাশন, একটু থ্রিল, একটু ধামাকা!
❤️‍🔥 এবার ঈদে আসছে সেই ধামাকা – রোমান্টিক এক্যাশন ব্লকবাস্টার "টাইগার টু"!

🎬 মুখ্য চরিত্রে: মুরতজা পলাশ ও সেমন্তি সৌমি
🔥 প্রেম, অ্যাকশন আর চমকে ভরা এক গল্প নিয়ে ঈদে বাজবে টাইগারের গর্জন!

⚡প্রেমে থাকবে প্যাশন, আর অ্যাকশনে থাকবে আগুন –
এই ঈদের সবচেয়ে বড় চমক হতে চলেছে টাইগার টু!

#ঈদেরব্লকবাস্টার #মুরতজা_পলাশ #সেমন্তি_সৌমি #রোমান্টিক_এক্যাশন #ঈদ২০২৫

 𝗗𝗮𝘆 2: 74.17 𝗟𝗮𝗸𝗵💥গতবছর মুক্তির ৬ষ্ঠ দিনে শাকিব খানের 'তুফান' মাল্টিপ্লেক্সে সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন তুলেছিল। সেই রেক...
09/06/2025


𝗗𝗮𝘆 2: 74.17 𝗟𝗮𝗸𝗵💥

গতবছর মুক্তির ৬ষ্ঠ দিনে শাকিব খানের 'তুফান' মাল্টিপ্লেক্সে সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন তুলেছিল। সেই রেকর্ড 'তুফান' সিনেমার তুলনায় কম শো নিয়েও মুক্তির ২য় দিনেই ভেঙে দিয়েছে 'তাণ্ডব'। বাম্পার রেসপন্স❤️‍🔥

গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে ৮১টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা ৪৫টি শো-ই হাউজফুল ছিল। লায়ন সিনেমাসে ৯টি শো'র মধ্যে ৭টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। বাকি গ্র্যান্ড সিলেটে ৩টি শো হাউজফুল ছিল। মম ইনে চলা ৫টি শো'ই হাউজফুল গেছে গতকাল। মণিহার সিনেপ্লেক্সের ৫টি শো'ই হাউজফুল ছিল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মিডনাইট শো'সহ ৫টি শো'র মধ্যে ৪টি হাউজফুল ছিল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে ৪টি শো'র মধ্যে ৩টি হাউজফুল এবং ১টি অলমোস্ট ফুল গেছে গতকাল। সর্বশেষ, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে ৪টি শো'র মধ্যে ৪টিই হাউজফুল শো চলেছে গতকাল। মোটকথা, ৮১টি শো'র মধ্যে 'তাণ্ডব' গতকাল ৭৪টি হাউজফুল এবং ৪টি অলমোস্ট ফুল শো উপহার দিয়েছে।

দুইদিন শেষে 'তাণ্ডব' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ১.১০ কোটি। এরই মাধ্যমে বছরের ৫ম সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে ১ কোটির ক্লাবে এন্ট্রি নিলো 'তাণ্ডব'।

পোষ্ট :- BMR - Bangla Movie Review

09/06/2025

নাটক নয় রে পাগলা এটা সিনেমা টাইগার টু

”ঈদুল আযহা ২০২৫” এর বিগ ধামাকা টাইগার ২

আসছে ঈদের ৬ষ্ঠ দিন ঠিক বিকেল ৫টায়, মাহমুদ হাসান রানা পরিচালিত, মুরতজা পলাশ ও সেমন্তি সৌমি ও শিবা শানুর #টাইগার২ ।

শুধুমাত্র Joy Pagol Multimedia ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন। ধন্যবাদ ঈদ মুবারাক

🔥 অ্যাকশন, রোমাঞ্চ আর চমকে ভরা টাইগার ২ শুধুমাত্র Joy Pagol Multimedia ইউটিউব চ্যানেলে।

✅ সাবস্ক্রাইব করে রাখুন এখনই – মিস করবেন না এবারের ঈদের সবচেয়ে আলোচিত রিলিজ!

💥 প্রস্তুত থাকুন… টাইগার ফিরছে নতুন মিশনে!
🔔 লিংক শেয়ার করতে ভুলবেন না – ঈদের আনন্দ হোক সবার সাথে!
ঈদ মোবারক! 🌙❤️

Promotion & Marketing JP Tech

#টাইগার২ #ঈদেরনাটক #মুরতজাপলাশ #সেমন্তিসৌমি

ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা সেই টাইগার! 🔥 তার প্রেমে পাগল, আর শত্রুদের জন্য ভয়ংকর! 🐯❤️"   #টাইগার২        #ঈদেরনাটক ...
08/06/2025

ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা সেই টাইগার! 🔥 তার প্রেমে পাগল, আর শত্রুদের জন্য ভয়ংকর! 🐯❤️"

#টাইগার২ #ঈদেরনাটক #মুরতজাপলাশ #সেমন্তিসৌমি

চলছে তান্ডবের প্রেস মিটিং
05/06/2025

চলছে তান্ডবের প্রেস মিটিং

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Actress News24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Actress News24.com:

Share