Everything Buy & Sell Bazar

Everything Buy & Sell Bazar আপনার পছন্দের পণ্য অর্ডার করুন আমাদের কাছে, সঠিক পণ্য পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের, তাই বিশ্বাস রাখুন।

ঘরে বসেই আপনার প্রয়োজনীয় জিনিসপাতি আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা পৌছায় দিবো আপনার কাছে। কষ্টের টাকায় শখের বাজার করুন।

লঞ্চ ডুবে ৮০ জন মানুষের মৃত্যু হলো, ডা.শফিকুর রহমান সেখানে ছুটে গেলেন। প্রত্যেক পরিবারকে কোনো ফুটেজ ছাড়াই ২৫ লক্ষ টাকা স...
22/07/2025

লঞ্চ ডুবে ৮০ জন মানুষের মৃত্যু হলো, ডা.শফিকুর রহমান সেখানে ছুটে গেলেন। প্রত্যেক পরিবারকে কোনো ফুটেজ ছাড়াই ২৫ লক্ষ টাকা সমান ভাবে ভাগ করে দিয়ে আসলেন।

চট্টগ্রামের অগ্নিকান্ডে নিহতদের সাথে সাথে দেখতে গেলেন। নিহতদের পরিবারে ৫০ হাজার করে কয়েক লক্ষাধিক টাকা দিয়ে আসলেন কোনো মিডিয়া কাভারেজ ছাড়া।

সিলেটের বন্যায় সবার আগে ডা. শফিকুর রহমান চলে যান। সিলেটবাসীর ভয়াবহ বন্যায় মানবিক হৃদয় নিয়ে দলীয় ফান্ড থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন। কোনো মিডিয়াতে আসে নাই এগুলো...

জুলাই শহিদদের পরিবারের পাশে ডা. শফিকুর রহমান ছুটে গেলেন। প্রত্যেক শহীদের পরিবারকে ২ লাখ টাকা করে দিলেন। তখন তিনি মানবিক।

আজকে যখন আ'গু'নে দ'গ্ধ মানুষের কাছে ছুটে গেলেন।
এখন তিনি ফুটেজের রাজনীতি করতেছেন?

আমরা খারাপ সময়ে রাজনীতিবিদদের চাই, যখন সুযোগ পাই তখন তাদেরকেও ছাড়ি না। আল্লাহ আমার কর্মের নিয়তকে কবুল করুন।।

(আজকে যদি তাঁরা না যেতেন কাল সকালে শুনতাম হসপিটালে শিক্ষার্থীরা আ'গু'নে পুঁ'ড়ে মা'রা যাচ্ছেন আর রাজনীতিবিদরা এসির নিচে বসেবসে পোস্ট মারতেছেন)
এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতিই প্রয়োজন।>>প্রথমে আমার মনে হয়েছিল আমিরে জামায়াত এই সময় হাসপাতাল না যাওয়াই উচিত ছিলো।
কিন্তু বাস্তবে উনি অনেক ডাক্তার এবং টাকা নিয়ে ওখানে গেছেন যাতে ডাক্তার ও ঔষধের অভাবে চিকিৎসায় কমতি না হয়।
এরকম পরিস্থিতিতে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার প্রয়োজন পড়ে। আর এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতে পারে, হাসপাতাল যদি রোগীর চিকিৎসা দেন, ঔষধ দেন তবে সেই বিল পরে কে পরিশোধ করবে, রোগীর পরিবারের কি সামর্থ্য আছে?
সেই জন্য টাকা ও উনার সাথে ছিলো।

জাযাকাল্লাহ 🌹🤲
কিন্তু গুজব থেকে সাবধান ওনি কোনো তোপে বাধার সম্মুখিন হয় নি।হয়েছে অন্যরা

গুজব কিভাবে ছড়ায় লক্ষ্য করুন,,পাইলটের এই পিকচারটা দিয়া ও উনাকে উদ্ধার করার সময়ের একটা ভিডিও দিয়া।পোলাপান দেদারসে পো...
22/07/2025

গুজব কিভাবে ছড়ায় লক্ষ্য করুন,,
পাইলটের এই পিকচারটা দিয়া ও উনাকে উদ্ধার করার সময়ের একটা ভিডিও দিয়া।
পোলাপান দেদারসে পোস্ট করতেছে পাইলট ভাড়াটিয়া খুনি ইচ্ছাকৃতভাবে সরকার এই কান্ড ঘটাইছে ,,পাইলট পুড়ে মরলো না কেন ? পাইলটকে হাসপাতালে নিয়ে সেনাবাহিনী হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি ।

আচ্ছা এদের মাথার ভিতরে কি গোবর থাকে নাকি ওদের ব্রেন আল্লাহ হাঁটুর নিচে দিয়েছে ??

পৃথিবীতে মৃত্যুর ভয় জীবনের মায়া কার না আছে
আপনি আমি পাইলটের স্থানে থাকলে কি করতাম অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করার পরে নিজের জীবনের দিকে লক্ষ্য রাখতাম নিজেকে সেভ করার চেষ্টা করতাম এটাই স্বাভাবিক।

বেচারা পাইলট তাই করেছে ,,
পাইলট সর্বশেষ বিমানব্রাষ্ট হওয়ার আগ মুহূর্তে প্যারাসুট দিয়ে লাফ দিয়েছিল কিন্তু প্যারাসুট জমিনে নামার আগেই গাছের সাথে প্যারাসু টা লেগে যাওয়ার কারণে ঐখান থেকে ছিটকে একটা রুমের উপরে পড়ে যায় পাইল । রুমটা ছিল তালাবদ্ধ দেড় ঘন্টা পর্যন্ত ওখানে পড়ে থাকে পাইলট কেউ টের পায় নাই । দেড় ঘন্টা পরে গাছের উপরে প্যারাসুট ঝুলতে দেখে কিছু মানুষ ওই রুমে যায় গিয়ে পাইলটকে উদ্ধার করে । শরীরে ক্ষতবিক্ষত থাকার কারণে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যায় এবং ভাগ্যের কি নির্মম পরিহাস পাইলট হাসপাতালে মৃত্যুবরণ করে ।
সূত্র স্থানীয় জনগণ ও যমুনা টেলিভিশন ।।

পোলাপান ধারণা করছিল পাইলট বিমানের ভিতরেই ছিল হয়তো বা আগুনে পড়ে মৃত্যু বরণ করছে । এখন এই ছবি ও উদ্ধার ভিডিও দেখে
মাথাই নষ্ট যার যার মত করে গুজব ছড়িয়ে যাচ্ছে

আল্লাহ বাঁচাইছে পাইলটকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়া গেছে এই গুজব কারীদের গুজবে পাইলট হীনমন্যতায় এমনিতেই মৃত্যুবরণ করে ফেলত ।

09/05/2024

প্রখ্যাত তাবেয়ী হাসান বাসরি রহ. একদিন তাঁর মজলিসে বসে আছেন। এক লোক এসে নিজের অভাব অনটনের কথা বলল তাঁর কাছে।

হাসান বাসরি বললেন, 'বেশি বেশি ইস্তিগফার করো।'

কিছুক্ষণ পর দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বলল, আমার ফসলী জমি শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে। আমাকে একটা আমল বাতলে দিন।

তাকেও তিনি বললেন, বেশি বেশি ইস্তিগফার করো।

কিছুক্ষণ পর আরেকজন এসে বলল, অনেক চেষ্টা করেও আমার সন্তান হচ্ছে না। কী করা যায় হুজুর?

তাকেও বললেন, বেশি বেশি ইস্তিগফার করো।

এরপর চতুর্থবার, এক লোক এসে বলল, দেশ দুর্ভিক্ষের কবলে। এখন আমরা কী করতে পারি?

হাসান বাসরি রহ. বললেন, বেশি বেশি ইস্তিগফার করো।

পাশেই ছিল হাসান বাসরির এক শিষ্য। এতক্ষণ সে চারজনকে দেওয়া উস্তাদের সমাধান শুনেছিল। প্রত্যেককে একই সমাধান দিতে দেখে সে অবাক। জিজ্ঞেস করল, 'শায়খ, আপনি ভিন্ন ভিন্ন চারটি সমস্যার একটি মাত্র সমাধান দিলেন যে? এর রহস্য কী?'

হাসান বাসরি রহ. বললেন: 'এই সমাধান তো আমি দিই নি। খোদ আল্লাহ তাআলা দিয়েছেন।' এরপর তিনি এ আয়াতগুলো তিলাওয়াত করলেন:

اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًا
يُرْسِلِ السَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا
وَيُمْدِدْكُم بِأَمْوٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنّٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهٰرًا

"তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন।"

আমি যা বলেছি তা কুরআনের কথা বলেছি। মনগড়া নয়। ইস্তেগফার এমন একটা আমল যা মানুষের মৌলিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে৷

আল্লাহ সবাইকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন।

16/02/2024
26/08/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Everything Buy & Sell Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share