24/06/2025
হাড্ডিসার গরু মোটাতাজা করণ ফ্রি প্রশিক্ষণ :
পর্ব:০৪
হাড্ডিসার গরুকে কৃমিনাশক করণ:
এর আগের পর্ব গুলোতে আলোচনা করা হয়েছিল গরু নির্বাচন,গরু ক্রয় করার পর গোয়াল ঘরে এনে কি করতে হবে ও কি পরিমাণে খাবার দিতে হবে।
আজকের পর্বে থাকতেছে গরুকে কৃমিমুক্ত কি ভাবে ও কি কি ঔষুধ খাওয়াবেন এই নিয়ে আলোচনা করা হবে।
কৃমিমুক্ত করণ মূলত ২ ভাবে করা হয়।
১টি ইনজেকশনের মাধ্যমে ও অন্য টি ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এটা অনেকেই খাওয়ায়।
একটি গরুকে খামারে নিয়ে আসার কতো দিন পর কৃমিমুক্ত করাবেন।
আমি একটি কথা শুরু থেকেই বলছি একটি গরুকে খামারে নিয়ে এসে গরুকে কিছু দিন সময় দিতে হবে কমপক্ষে ১০ দিন সময় দিতে হবে।
১০ দিন কেনো সময় দিবেন কারন গরুকে আপনারা খামারের নিয়ে এসেছেন আপনার খামারের পরিবেশ কি রকম কি পরিমাণে খাবার খাওয়াচ্ছেন আবার খাবারের ধরন টা কিরকম একটি গরু এডজাস্ট হতে মিনিমাম এক সপ্তাহ সময় লাগে ঠিক যখন দেখবেন যে আপনার গরুটি ঠিকমতো খাচ্ছে ঠিক সেই মূহুর্তে আপনাদেরকে কৃমিমুক্ত করতে হবে। কারণ কৃমিমুক্ত করলে একটি বিষয় প্রায় হয় গরুর রুচির সমস্যা বা গরু খেতে চায় না ২/৪ দিন এটা মোটামুটি সমস্যা হতে পারে এটা যাতে কম হয় সে জন্য মূলত কিছু দিন দেরি করতে হয়। আপনারা চাইলে এটা করতে পারেন যে প্রথমে কলিজা কৃমির যে ইনজেকশন টি আছে সেটা করতে পারেন কলিজা কৃমির ইনজেকশন টি দেওয়ার ঠিক ১০ দিন পর ট্যাবলেট টি দিয়ে কৃমিমুক্ত করতে পারেন। কলিজা কৃমির জন্য আলাদা যেহেতু আপনারা একটি ইনজেকশন দিচ্ছেন আর যে ট্যাবলেট গুলো খাওয়াচ্ছেন সে গুলো গোল কৃমি, ফিতা কৃমি নিধন করে। আমরা যে মূলত ট্যাবলেত বোলাস
গুলো ব্যবহার করি।
আপনারা শটকাট হিসেবে যেটা করবেন কলিজা কৃমির ইনজেকশন টি দিয়ে দেন ঠিক এক সপ্তাহ বা ১০ দিন পরে আপনারা ট্যাবলেট টি খাওয়াবেন।
এখন আমি যেটা খামারে করে থাকি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করে থাকি।
আমি মূলত যেটা করি সেটা হচ্ছে শুধু ট্যাবলেট খাওয়াই।
গরুর বডি ওজন হিসেবে যে পরিমাণে লাগে সে পরিমাণে দেই।
ধরুন ১৫০ কেজি ওজনের একটি গরুকে ২ টি ট্যাবলেট খাওয়াই যে গুলো ট্যাবলেট ৭০/৭৫ কেজি ওজনের গরুর জন্য ১ টি সেই হিসেবে ১৫০ কেজি ওজনের গরুকে ২ টি ট্যাবলেট খাওয়াই।
অনেকে এখন বলবে কি ট্যাবলেট খাওয়াই।
এটা যদি বলতে যাই তখন একদল এসে বলবে কোম্পানির বিক্রির জন্য পোস্ট দিচ্ছে বা নিজের খাদ্য, মেডিসিন বিক্রি করার উদ্দেশ্য পোস্ট দিচ্ছে।
ভাই বলি কি এখানে আমি মূলত প্রান্তিক ও নতুন খামারীদের উদ্দেশ্য মূলত পোস্ট করা এখানে আমার কোন প্রকার বাটপারি বা ব্যবসা করার উদ্দেশ্য নয়। এটা হাইড করে রাখলাম।
এরপর কিভাবে কৃমিনাশক ট্যাবলেট কখন খাওয়াবেন আমি মূলত খালি পেটে সকালের দিকেই খাওয়াই।
এই হলো মূলত কৃমিনাশক করার বিষয়।
এখন অনেকের প্রশ্ন থাকবে আপনি কেনো ইনজেকশন ব্যবহার করেন না। এখানে আমি বলি কি আমি তো আর জাত উন্নয়ন বা মাসের পর মাস গরু লালন পালন করার জন্য ক্রয় করি নাই আমি লালন পালন করি ৩/৪ মাস মোটাতাজা করার জন্য। তাই আমি শুধু ট্যাবলেট ব্যবহার করি। আপনারা ইনজেকশন প্লাস ট্যাবলেট বোলাস ব্যবহার করতে পারেন।
আজকের পর্ব এতোটুকুই।
পরবর্তী পর্বে বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন।
কৃষি ভিত্তিক তথ্যের জন্য পেইজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ✅🥀💚🌸🤝
তথ্যগুলো সংগ্রহ করে রাখতে শেয়ার দিয়ে রাখুন ✅💚