10/02/2025
আসসালামু আলাইকুম,
আজ মন খারাপ থাকায় বেশি কিছু বলতে পারিনি, তবুও নিজেকে সামলে ফিরে আসলাম। আমরা সবাই ইতিমধ্যেই জানি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘ দূরত্বের বাজি হয়ে গেল—৬৭ কিলোমিটার, ৩ দিন, ৩০ কবুতরের যাত্রা!
কাহেকটুলির বিজয়ে অভিনন্দন জানাই Faisal Aftab ভাইকে । তার সাহস এবং উচ্চ রক্তের কবুতর দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নেওয়ার জন্য শ্রদ্ধা জানাই।
অন্যদিকে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমার ভাই Heaven Loft কে প্রাণঢালা অভিনন্দন ও সহমর্মিতা জানাই। আমি জানি, হয়তো আজ আল্লাহ আমাদের ভাগ্যে বিজয় লেখেননি, কিন্তু আপনি প্রমাণ করেছেন যে যদি একাধিকবার বাজ আক্রমণ না হতো, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। ভাগ্যের লিখন যেমনই হোক, আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে আমাদের মঙ্গলের কিছু রেখেছেন।
আপনি যে সাহস, উদ্যম, ও উদ্দীপনা দেখিয়েছেন, তা অনেকের ভবিষ্যতে কাজে আসবে। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু হারার মধ্যে নিজের ব্যর্থতা আর প্রকৃতির কারণে পরাজিত হওয়া—এই দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আপনি প্রকৃতির কাছে পরাজিত হয়েছেন, কিন্তু আপনার এবং আপনার কবুতরদের দিকে তাকালে, আপনি প্রকৃতপক্ষে বিজয়ী!
আল্লাহ এই দুঃখকে আমাদের শক্তিতে রূপান্তর করবেন, ইনশাআল্লাহ। আপনি আবার ফিরবেন, আমাদের মাঝে বিজয়ের রূপে—এই আশাই রাখি!DTFC ক্লাবের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা
আন্তরিক ধন্যবাদ Faisal Aftab ভাই & Heaven Loft ভাই আমাদের সুন্দর একটি গেম উপর দেওয়ার জন্য ❤️❤️❤️🔥🔥🔥
ওয়ারির Heaven Loft ভাই ★বনাম★ কাহেতটুলির Faisal Aftab ভাই
৬৭ কিলোমিটার / দিন : ৩ দিন / কবুতরসংখ্যা : ৩০ কবুতর
★ বাজির ফাইনাল রেজাল্ট:👇
১ম দিন:-👇
➡️ ০৫/০২/২৫ ইং Faisal Aftab : ৩০/২৮ পিস কাউন্ট
➡️০৬/০২/২৫ ইং Heaven Loft : ৩০ / ২৮ পিস কাউন্ট
২য় দিন:👇
➡️ ০৭/০২/২৫ ইং Faisal Aftab : ২৮ /২৭ পিস কাউন্ট
➡️০৮/০২/২৫ ইং Heaven Loft : ২৮ / ২১ পিস কাউন্ট
৩য় দিন:👇
➡️ ০৯/০২/২৫ ইং Faisal Aftab : ২৭ /২১ পিস কাউন্ট
➡️১০/০২/২০২৫ ইং Heaven loft : ২১/০৫ পিস কাউন্ট