CHARU DIARY

CHARU DIARY "charu diary" Facebook Official page.
চারু,যার নামটা হারিয়ে য?

Permanently closed.
23/06/2024

নিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি,
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতায় সূচনা খুঁজি💔🦋

11/05/2024

গভীর রাতে হঠাৎ দুঃখ এসে জমলে,
আমায় ভেবে আকাশ কিনে নিও।।
---

O woman of love; Today I understand why men take great sins like su***de on their shoulders, why hide their faces in a d...
10/05/2024

O woman of love;

Today I understand why men take great sins like su***de on their shoulders, why hide their faces in a deep pillow like a dumb person and cry.

Ah! A man's cry is the sound of a harmonium!

আমরা ভালোবাসি অবসরে আফসোস করব বলে😢🥰
09/05/2024

আমরা ভালোবাসি অবসরে আফসোস করব বলে😢🥰

08/05/2024

“নিরাপত্তাই যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভেতরেই থেকে যেতাম, এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না !”

06/05/2024

বেকারত্ব ভয়ংকর,
যখন তার সাথে সম্পর্কের পরিণতি নির্ভর করে।

---আদনান

05/05/2024

আমি যেদিন চলে যাবো সেদিন তোমার ফোন সাইলেন্ট থাকবে। তোমার বেহায়া ঘুম কিছুতেই ভাঙতে চাইবেনা সেদিনও। তুমি সবে সকাল হয়েছে ভেবে আরেকটু, আরেকটু ঘুমিয়ে দুপুর গড়িয়ে উঠবে।

উঠে ফোনটা হাতে নিতেই চমকে যাবে, শ'খানেক মিসড কল। কল ব্যাক করতেই শুনবে ওপাশ থেকে বলছে "You do not have sufficient balance",তুমি ইমার্জেন্সী আনার জন্য ডায়াল করতেই নোটিফিকেশন ড্রয়ারে ভেসে উঠবে "You have already received 13.00 tk emergency balance"।

তোমার পকেটে টাকা নেই, পেটে ক্ষুধায় আগুন জ্বলছে। মেসেঞ্জারে এসে আমাকে দুটো টেক্সট করবে, দেখবে ডেলিভারড হয়নি, active 7 hours ago। ভাববে রাত জেগে তখন হয়তো ঘুমাচ্ছি আমি। এই ফাঁকে খেয়ে আসার প্ল্যান করে বেড়িয়ে পড়বে হল থেকে। ওইদিন তোমার ডিপার্টমেন্ট টপার বন্ধু রেজাল্টের খুশিতে তোমায় ট্রিট দেবে পুরাণ ঢাকার হাজী নান্নার বিরিয়ানী।

পথেই তোমার ফোনটা বন্ধ হয়ে যাবে, তোমার রুমের সিনিয়র ভাই প্লাগ থেকে তোমার ফোনের চার্জার খুলে রেখেছিলো মাঝরাতেই। তুমি বিরিয়ানী খাবে, সাথে বোরহানির আয়োজন থাকলে তোমার আমার কথা হয়তো দুয়েকবার মনে পড়লেও পারে।

তুমি রওনা দেবে ভরসন্ধ্যায়, সেদিন সূর্য কিছুটা দেরিতে অস্ত যাবে। গোধূলির নিস্তেজ আলো হেলিয়ে পড়বে তোমার কানের ভাঁজে গুঁজে রাখা স্নিগ্ধ চুলে। যেই স্নিগ্ধতার লোভে তুমি "মৃত্যু" জেনেও আমি পিছপা হইনি। তুমি ফিরে আসবে, গোসল সেরে রুমে ঢুকবে।

ফোনটা চার্জে লাগিয়ে অন করতেই কেঁপে উঠবে নিউজফিডে চোখ রেখে। তোমার মনে পড়বে আমি বারবার তোমাকে বলেছিলাম দেরি হয়ে গেছে। তুমি ফোনের ক্যালকুলেটর খুলে হিসেব করতে বসবে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে ঠিক কতটা দেরী হলো !! 🖤
Adnan

--আমাকে ছেড়ে যেও না' এই কথাটা এতোটাই অর্থবহ, হৃদয়বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝতো তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে ...
05/05/2024

--আমাকে ছেড়ে যেও না' এই কথাটা এতোটাই অর্থবহ, হৃদয়বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝতো তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেতো..!! অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ, কি সীমাহীন যন্ত্রণা, কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা..!! শেষ বেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায়। ধূসর হয়ে আসে সব রঙ, ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা, থেকে যাওয়ার ইচ্ছা, অভিমানী আবদার..!!
তখন কাজী নজরুল ইসলামের ঐ উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহনযোগ্য বলে মনে হয়..!!!
তুমারে যে চাইয়াছে ভুলেও একদিন ,কেবল মাএ সেই জানে তোমারে ভুলা যে কি কঠিন🙂❤️‍🩹

#বিপুল

15/03/2024

আমার শুধু ভেতর জলে বুক পাজর ভাইঙ্গা ছুইড়া যায় চোখ থাইকা শুধু পানি পড়ে হা কইরা দম ছাড়ি। না্, কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে র ভেতরে নেই। আমি সহ্য করতে পারছি না । আমি একটু মানসিক শান্তি চাই। মানসিক অসুখ-বিসুখে জীবন আর জীবন নেই নরক যন্ত্রণা মনে হয়।এখন আমি দিনে ৩ বার কইরা শুধু মৃত্যু চাই হয়তো মৃত্যু দাও নয়তো আ'ত্মা'হ'ত্যা মহাপাপ এই বানী তুইলা নাও।আমার সাথে শুধু খারাপ দিনের পরিচয় হচ্ছে, জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।😥💔🥀

#আদনান

24/01/2024

আমার দুঃখ যৎসামান্য তোমার হাসির কাছে,
তুমি হাসলে পৃথিবী হাসে,স্বর্গ যেন কাছে আসে!

24/01/2024

কাল যে হবে পর আজ সে আছে আমার বুকে,🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when CHARU DIARY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CHARU DIARY:

Share

Category

..........আমার তোমার আমাদের কথা ........

subscribe on youtube youtube:https://www.youtube.com/channel/UCSRlBjEvr3rv5Ee8nJenAoQ

আপনাদের জন্য আমরা সব সময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ,আর আমাদের কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।...............ধন্যবাদ......... valobasa mane moner kotha khule bola