
03/05/2025
রাজশাহীর অন্যতম পরিচিত ফটোগ্রাফার ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ রাফিদ।
আজ রেললাইনে ছবি তোলার সময় ট্রে'নে কা'টা পড়ে তিনি মা'রা গেছেন।
মৃত্যুর পর তার ফেসবুক ফলোয়ার দ্রুত গতিতে বাড়তেছে, নিউজ হচ্ছে,কত মানুষ পুরনো কনভারসেশন নিয়ে চার লাইন লিখছে। সময় কত ভয়ংকর ভাবে আমাদের বিপক্ষে চলে যায়। যে মানুষ টা ছয় ঘণ্টা আগে ও ফেসবুকে এক্টিব ছিল সে এখন দুনিয়াতেই নেই। সময় কত ভয়ংকর।
Sakib