17/09/2025
দুর্গাপুর ও বাসুদেবপুর সিদ্দিকী আলিম মাদরাসায় আলিম ১ম বর্ষের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক ইউনুছ আলীর সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক, প্রভাষক এবং সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীরা ।
শিক্ষকগণ নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, মাদরাসা শিক্ষায় গুরুত্ব অনেক বেশি। এখানে পার্থিব জীবনের শিক্ষার সঙ্গে ইসলামের শিক্ষাও পাওয়া যায়। এখান থেকেই দক্ষ ও যোগ্য আলেম তৈরি হয়।
এ অনুষ্ঠানে সবক প্রদান করেন আরবি বিষয়ে সহকারি অধ্যাপক এস এম আমজাদ হোসেন।
সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানে উপাধক্ষ মোঃ মিজানুর রহমান, বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু ও অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বক্তব্য উপস্থাপন করেন।
বক্তাগন শিক্ষার্থীদের নিয়তের পরিশুদ্ধতা, সহীহ কোরআন শিক্ষা ও অর্থসহ কোরআনের ব্যাখ্যা বোঝা, হাদিসের অর্থ ব্যাখ্যাসহ জানা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও সৃজনশীলতা অর্জন করা, ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করা, কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেয়া ও সর্ব অবস্থায় সকলের জন্য দোয়া করার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
শেষে দুর্গাপুর ও বাসুদেবপুর সিদ্দিকী আলিম মাদরাসার প্রতিষ্ঠা লগ্নে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা এবং ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সবার জন্য দোয়া করা করা হয়।