24/09/2025
২০২৫ সালের আগস্ট মাসের ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে ধামরাই থানার পুলিশ অফিসার এস এম কাওছার সুলতান নির্বাচিত হওয়ায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। এস এম কাওছার সুলতান এক মেধাবী,দক্ষ চৌকস পুলিশ অফিসার। তিনি ধামরাই থানায় যোগদানের পর থেকে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামের নিদের্শে চুরি ডাকাতি, মাদকসহ হত্যা মামলার আসামী গ্রেফতার ও রহস্য উন্মোচন করেছে। এস এম কাওছার সুলতান একজন সাহসী পুলিশ অফিসার হিসেবে ধামরাই পরিচিত পেয়েছে। এছাড়াও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে রাতদিন কাজ করে যাচ্ছেন তিনি । তার কাজে প্রতি সন্তুষ্ঠ হয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে পুরুস্কৃত করেছেন।