আমার বাংলা

আমার বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমার বাংলা, News & Media Website, Dhamrai.

ঢাকা, বাংলাদেশ হতে প্রকাশিত "আমার বাংলা" একটি জনপ্রিয় নিউজ পোর্টাল ও পেজ
🚧 আপনার সম্মুখে ঘটে যাওয়া যেকোনো তথ্য আমাদের জানান, আমরা থাকবো আপনাদের পাশে, সবার আগে বাংলাদেশ।
📞 +৮৮ ০১৯১৩৭১৫৬০৩
📞 +88 01710379552
📧 [email protected]

রাজনৈতিক খেলা!
29/07/2025

রাজনৈতিক খেলা!

এটা কেমন কথা...
29/07/2025

এটা কেমন কথা...

বিনোদন...
28/07/2025

বিনোদন...

21/07/2025

আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো যুক্তিযুক্ত নয়!
বাংলাদেশ, এ মৃত্যুর দায় কে নিবে?

অতিরিক্ত জ্ঞানী মা!
18/07/2025

অতিরিক্ত জ্ঞানী মা!

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর...
18/07/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন, সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা আসলেই জীবনটা চেনে, বোঝে।

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রংতুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোদ্দাকথা হলো, তাদের কথায় রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না।

আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকেই এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটাই চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর, আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাঁটাঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে, লসটা আপনারই।

সংগ্রহিত।

দৈনিক করতোয়ার ৫০ বছর পদার্পণ, শুভেচ্ছা অভিনন্দন🥀
18/07/2025

দৈনিক করতোয়ার ৫০ বছর পদার্পণ, শুভেচ্ছা অভিনন্দন🥀

দেশে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন: রেজভী।।।এম শাহীন আলম।।দেশে অরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের গুরুত্ব বৃদ্ধি ক...
17/07/2025

দেশে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন: রেজভী।

।।এম শাহীন আলম।।
দেশে অরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের গুরুত্ব বৃদ্ধি করতে হবে। গোপালগঞ্জ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জুলাই আন্দোলনের নেতাকর্মী উপর হামলা করেছে। এনসিপি নেতা কর্মীদের প্রোগ্রাম করতে দেয়নি। পুলিশের গাড়ীতে আগুন দিয়েছে পুলিশ আহত হয়েছে। দেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে গোপালগঞ্জবাসী। দেশে জনগণের ভোটে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে দেশে স্থিতিশীল পরিবেশ আশা করা যায় । দেশে শান্তি ফিরে আসবে। চাঁদাবাজ সে যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৭ই জুলাই) ঢাকার ধামরাইয়ে শরিফবাগ মাদরাসা মাঠ প্রাঙ্গণে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে, বিক্ষোভ সমাবেশ মঞ্চে প্রধান অতিথি,র বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার নিয়ে অশালীন প্রচারণা করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার নিয়ে অশালিন কুরুচিপূর্ণ প্রচারণা বাঙালি জাতি মেনে নিবে না। আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উপর আস্থা ও দেশের মানুষের বিএনপির উপর আস্থা বিশ্বাস ভরসা রয়েছে। দেশে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন।। জনগণ দেশের দায়িত্ব কাদের কাছে দিবেন, তাদের মতামত জনগণই প্রকাশ করবেন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বিএনপির নির্বাহী কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি/এনএস

বিএনপির সাধারণ সম্পাদক সহ ইউপি সদস্যের নামে চাঁদাবাজির মামলা, আটক ১নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে থানা পুলিশের দায়ের ক...
16/07/2025

বিএনপির সাধারণ সম্পাদক সহ ইউপি সদস্যের নামে চাঁদাবাজির মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে থানা পুলিশের দায়ের করা চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩ জনের নাম উল্লেখ্য করে এবং ১০/১২জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করা হয়েছে।ধামরাই থানা মামলা নং (১৮)।

আজ বুধবার (১৬ জুলাই) গ্রেফতারকৃত ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতাকৃত ইউপি সদস্য মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে।
মামলা সুত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা এলাকায় সরকারী ভিপি ৬৩শতাংশ জমি লীজ নিয়ে ভোগদখলে থেকে মাছ চাষ করে আসছিল।
সেই জমিতে ৫ আগষ্টের পর সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার বাসিন্দা মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে জমিতে গিয়ে সাইনেবার্ড লাগিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি কেনাবেচা ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ চাঁদা দাবি করেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায়নি। এ অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ধামরাই থানার এসআই মাসুদুর রহমান।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি শিমুলসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার ব্যাপারে তিনি আর কোন মন্তব্য করেননি। তবে তিনি আরও একটি তথ্য সংযোজন করে নিশ্চিত করেন বালু মহলে দস্যুদের বিরুদ্ধেও মামলা হয়েছে, একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার নদীর বালু দস্যুদের চিহ্নিত নামের তালিকা করা হচ্ছে, তাদেরকেও এই মামলায় আটক করা হবে। ধামরাই থানা মামলা নং (১৭)।

এবি/এনএস

Address

Dhamrai

Alerts

Be the first to know and let us send you an email when আমার বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার বাংলা:

Share

মহান বিজয়ের রক্তিম শুভেচ্ছা সবাইকে

Victory Day 2019