NITERian - নিটারিয়ান

NITERian - নিটারিয়ান We the NITERians. You can ask any questions about NITER and send us your any funny or serious idea about your University, with your name & batch.

We will publish it in our page.

বাবা ❤️
15/06/2025

বাবা ❤️

বিশ্বনবী ﷺ-কে কটূক্তির প্রতিবাদে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সাধারণ মুসলিম শি...
14/06/2025

বিশ্বনবী ﷺ-কে কটূক্তির প্রতিবাদে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সাধারণ মুসলিম শিক্ষার্থীদের ঘোষণাপত্র ✊




বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আ...
13/06/2025

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

সম্প্রতি ওই রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগ। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের পথ সুগম হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক ৪৫টি আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এ রায় দেন।

আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, এ বিষয়ে হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ শিক্ষার্থীদের শিক্ষার খরচ বৃদ্ধি করবে, তা সঠিক নয়। কারণ আয়কর বা প্রত্যক্ষ কর কেবলমাত্র তখনই প্রদেয় হবে যখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয় করবে; তবে ক্ষতি হওয়ার ক্ষেত্রে কোনও কর প্রদান করতে হয় না।

সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী এবং আইনজীবী ওমর সাদাত ও সাখাওয়াত হোসেন।

বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে শতকরা ১৫ ভাগ হারে আয়কর আদায়ের জন্য ২০০৭ সালের ২৮ জুন ও ২০১০ সালের ১ জুলাই পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পরে ওই দুই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথক রিট করা হয়।

পরে ওই দুই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থীর করা পৃথক ৪০টির বেশি রিট করা হয়। এসব রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেন।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ পৃথক ৪৫টি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। শুনানি নিয়ে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন।

পরে রাষ্ট্রপক্ষ পৃথক ৪৫টি আপিল করে, যার ওপর শুনানি শেষে রায় দেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।

সুত্রঃ বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ০৩:০০

আমরা শোকাহত।আজ ভারতীয় আকাশপথে নেমে এলো এক বিভীষিকাময় দিন। আহমেদাবাদ থেকে লন্ডনগামী Air India ফ্লাইট AI171, একটি Boeing 7...
12/06/2025

আমরা শোকাহত।

আজ ভারতীয় আকাশপথে নেমে এলো এক বিভীষিকাময় দিন। আহমেদাবাদ থেকে লন্ডনগামী Air India ফ্লাইট AI171, একটি Boeing 787 Dreamliner, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানীনগরে বিধ্বস্ত হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ২০৪ জন প্রাণ হারিয়েছেন, যাঁদের মধ্যে রয়েছে শিশু, নারী, এবং বৃদ্ধসহ অসংখ্য নিরীহ যাত্রী ও বিমানকর্মী। শোকের মধ্যেও একমাত্র বেঁচে যাওয়া যাত্রী যেন অলৌকিক এক চিহ্ন হয়ে রইলেন।

আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি সকল নিহতদের। তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাঁদের পরিবারকে এই গভীর শোক সইবার শক্তি দেয়ার জন্য প্রার্থনা করি।

এটি শুধু ভারতের নয়—মানবতার শোক।









08/06/2025

Waiting for the next- ক্ষ্যাপারে
Hall Fest 5
🎥 Film And Photographic Society -NFPS

🎉 Exciting News!We’re proud to share that NITER has been ranked 55th among all institutes in Bangladesh in the field of ...
31/05/2025

🎉 Exciting News!

We’re proud to share that NITER has been ranked 55th among all institutes in Bangladesh in the field of Competitive Programming!

This national ranking reflects our consistent participation and performance over the years in prestigious contests such as ICPC, NCPC, and IUPC — showcasing our progress and dedication within the competitive programming community.

The ranking is officially published by the Bangladesh Competitive Programming Society (BCS) — the most renowned organization for competitive programming in the country. Many BCS members are also part of the problem-setting teams behind major contests across Bangladesh.

🔗 Check out the full leaderboard here: https://therealbcs.com/slots?tab=leaderboard

Congratulations to all our team members, participants, and supporters from the NITER Computer Club — let’s aim even higher❤️

Post Credit: NITER Computer Club - NCC

নিটারের মসজিদ থেকে অদ্ভুত সকাল...নিটার সংস্কার আন্দোলনে থাকাকালীন ২য় দিনের ভোরের চিত্র। সারারাত দাবী আদায়ের লক্ষ্যে শান্...
26/05/2025

নিটারের মসজিদ থেকে অদ্ভুত সকাল...

নিটার সংস্কার আন্দোলনে থাকাকালীন ২য় দিনের ভোরের চিত্র। সারারাত দাবী আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস এডমিনের সামনে বসে থাকা সকল নিটারিয়ানরা খাবার খায় রাত ২ টায়। অত:পর ক্লান্ত শরীরে গা এলিয়ে দেয় নিটারের মসজিদে। কে জানতো পরদিন ভোরে আমাদেরই শিক্ষকরা আমাদের বিপক্ষে এমন কুরুচিপূর্ণ একটা কাজ করবে?
নিজ চোখে দেখেছি অনেক কিছু। জেনেছি নিটার সম্পর্কে অনেক কথা। আমরা এমন ভয়ংকর রূপ কোনো দিনই দেখিনি। শেষ দেখেছিলাম আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনে। স্যারদের প্রতি একটা প্রশ্ন থেকে যাবে আজীবন। আমরাও তো মানুষই ছিলাম।

📸 Shazid Ahmed
EEE - BATCH 13
02-09-2024

22/05/2025

NITER National Job Fest 2025

আমার বন্ধু মরলো কেন?এই ক্যাম্পাসে আছি ৩ বছরের মত হল। এই সময়ে ৩ টা মৃত্যু দেখলাম। আমি অন্যদেরটা না জানলেও আমার বন্ধুর কথা...
18/05/2025

আমার বন্ধু মরলো কেন?
এই ক্যাম্পাসে আছি ৩ বছরের মত হল। এই সময়ে ৩ টা মৃত্যু দেখলাম। আমি অন্যদেরটা না জানলেও আমার বন্ধুর কথা জানি৷ সে কেমন মানুষ তা জানি। কেমন ছাত্র তা জানি। মৃত্যুর সময় তার su***de note এর লেখা অনেক কথাই বলে।
আমাদের শিক্ষাব্যাবস্থার এমন যে এটা মানুষ মারবে এইটাই স্বাভাবিক। আমার বন্ধু ধ্রুব। কাল আমাদের রুমে এসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পরীক্ষার হলে গিয়ে দেখে এই ৬ মাস টিচাররা যা পড়িয়েছে(আদৌ কি পড়িয়েছে?) তার সাথে প্রশ্নের মিল নেই। সে ভালো ছাত্র। পরীক্ষার হলে খাতা জমা দিয়ে বের হয়ে আসার সাহস তার হয়নি৷ পরীক্ষা কমন না পড়লে আর, ১০ টা ছাত্র যা করে, আমার বন্ধু তাই করেছে। অন্যদের কাছ থেকে দেখাদেখি করে লিখেছে। পরীক্ষার লাস্ট অপশান হিসেবে যে পড়াটা রাখি সেই সূত্রটা হয়ত আমরা অনেকেই কোথাও না কোথাও লিখে নিয়ে যাই। যে যদি কিচ্ছু কমন না পড়ে তবে উত্তরতো করতেই হবে৷ কিন্তু দেখাদেখিতেতো আমার বন্ধু ভালোনা। স্যার দেখে ফেললো। খাতা জমা নিলো। প্রশ্নে কয়েকটা সূত্র লেখা দেখলো। তারপর প্রশ্নও জমা নিলো৷ admit card ও জমা নিল। এর মানে বন্ধু আমার ২ বছরের জন্য আটকে যাবে। স্যারের হাতে পায়ে ধরলো পুরো ক্লাসে। কান্না কাটি করলো। নিজের সকল ইগো বাদ দিয়ে স্যারকে যতভাবে বলা দরকার ততভাবে বললো। কারণ সে বাসায় জানিয়েছে আর ১ বছর পরেই সে বাড়ি ফিরবে। আজ স্যার খাতা নিলে মাকে মুখ দেখাবে কিভাবে। ক্লাসের সবাই জানে আমার বন্ধু অনেক ভালো স্টুডেন্ট, আজ খাতা রেখে দিলে সেই বন্ধুদের থেকে দুই year নিচে ক্লাস করে বন্ধুদের মুখ দেখাবে কিভাবে? জুনিয়রদের কি বলবে? এতো কান্না কাটি রিকোয়েস্ট কিছুতেই কিছু হলোনা। ক্লাসে উপস্থিত প্রতিটা স্টুডেন্টের চোখে জল এসেছে ওর এই অবস্থা দেখে। আসেনি শুধু কিছু জানোয়ারের৷ সে খাতা রাখলো ত রাখলোই। অনেক সততা, যার বিন্দুমাত্র পড়ানোতে দিলে হয়ত আজকে ধ্রুব এর এই অবস্থা হয়না। পরীক্ষা শেষ হওয়ার তখনো ১ ঘন্টা বাকি। স্যার (জানোয়ার) ধ্রুবকে বের করে দিল। ধ্রুব প্রচুর ইমোশনাল মানুষ। ও কি করবে কিছু বুঝতে পারছিলোনা। এই subject টাইতো ও পড়ছে জোর করে৷ ছোটবেলা থেকে স্বপ্ন ফার্মাসি নিয়ে পড়বে৷ ও আমাকে বারবার বলতো, এখান থেকে বের হয়ে কোনো সুযোগ থাকলে ও ফার্মাসি নিয়ে কোথাও ভর্তি হবে৷ ধ্রুব হলে রুমে গেল। রুমে কেউ নাই কারণ পরীক্ষার তখনো ১ ঘন্টা বাকি৷ ওর সাথে কথা বলার মতো কেউ নেই। ও যে কারো কাছে যাবে ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য তেমন কেউও নেই। রুমে গিয়ে পৃথিবীকে আজকে নিজের সবচেয়ে বড় শত্রু হিসেবেই হয়ত আমার বন্ধুর মনে হল। পৃথিবী আজকে ওর জীবনের কাছে যে যে প্রশ্ন রাখলো তার উত্তর দিতে সে অসহায় বোধ করলো৷ সীদ্ধান্ত নিলো এই পৃথিবীর সামনে থাকা যাবেনা৷ পালাতে হবে৷ আমার বন্ধু ৩০ মিনিটের মধ্যে পালালো। চিরতরে পালালো৷ এই ৩০ মিনিট তার পাশে কেউ ছিলোনা। এর আগেও ছিলোনা। পরেও ছিলোনা। বন্ধুরা এসে যখন দেখলো তখন কোথায় নিবে৷ কোনো মেডিকেল সেন্টারতো আমাদের নেই৷ এম্বুল্যান্স? তাও নেই। শেষে তারাহুরা করে cng তে করে নিয়ে আসতে হল mmc তে। আর mmc এর emergency gate এর সামনে আসতে আসতেই তার আমার বন্ধু চিরতরে পালিয়ে গেল৷

১. এই সময় মনে আমার কিছু প্রশ্ন জাগে। আপনাদেরও জাগা উচিত। ধ্রুব তো এতো ভালো স্টুডেন্ট রাজ্যের সিলেবাস পড়েও কেন তার প্রশ্ন কমন আসেনা?
উত্তর: আমাদের পরীক্ষা হয় ৩ ক্যাম্পাসে মিলে। এক এক ক্যাম্পাস এক এক ভাবে পড়ে। এক এক ক্যাম্পাস এক রক বই ফলো করে৷ আমাদের পরীক্ষার আগে ৩ ক্যাম্পাসের সিলেবাসই কাভার করতে হয়ে। পরবর্তীতে আবার ২ ক্যাম্পাস প্রশ্ন করে আর ঢাকা বিশ্ববিদ্যালয় modarate করে৷ modaration এর পর এমনও হতে পারে যে, কোনো ক্যাম্পাস পড়ায়নি এরকম প্রশ্ন চলে আসছে পরীক্ষায়৷
২. মৃত্যু কেন?
আমাদের একবার যদি স্যার পরীক্ষা হল থেকে admit card সহ রেখে দেয় তার মানে এই ছাত্র ২ বছরের জন্য সাসপেন্ড আপনি চিন্তা করে দেখেন আপনি একজন final year স্টুডেন্ট। এমন সময় আপনার সাথে এরকম কিছু ঘটলো। আপনার panic হওয়া কি স্বাভাবিক না।
৩. ফাসিতো অনেকেই দেয়। মৃত্যু কেন?
আমার নেই মেডিকেল সেন্টার, নেই ambulance . নেই কিছু। কিন্তু medical fee আমরা দেই। এতোদিন পরিবহন fee ও দিতাম। কিন্তু কিছুই কিছুই নেই৷ ও ফাসির পরেও অসহায়৷ আগেও অসহায়।
আমার প্রশ্ন আসে, মুখে গালি আসে, থুথু আসে এই শিক্ষা ব্যাবস্থার প্রতি, এই জানোয়ারের মতো শিক্ষকের প্রতি, আর এই অব্যাবস্থার মধ্যে থাকা প্রশাশনের প্রতি।

- শিবাজি রায় মৃদুল

😑
12/05/2025

😑

ফার্স্ট ইয়ারের ক্লাসিক স্মৃতি©The Daily AUST
10/05/2025

ফার্স্ট ইয়ারের ক্লাসিক স্মৃতি

©The Daily AUST

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when NITERian - নিটারিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share