03/08/2024
আমরা কেউ এইমাসে কারেন্ট বিল দিবো না। দরকার হলে জরিমানা ফি সহ আগামী মাসে পরিশোধ করবো, না হলে আগামী মাসেও দিবো না।
রাজস্ব যখন প্রায় খালি হবে তখন এই গুন্ডাদের বেতন কোথা থেকে দিবে? অসন্তোষ দেখা দিবে তখন।আমরা ১ কোটি জন যদি গড় ৫০০ টাকা পরিশোধ না করি তাহলে ১ মাসে প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া, তারউপর রেমিট্যান্স ও কম।
আমরা যেহেতু আন্দোলন করতে যাচ্ছি না, আমি এসব কৌশল ব্যবহার করতে পারি।