09/08/2025
অবিশ্বাসীরা জাহান্নামে যা বলে ক্রন্দন করবে এবং জবাবে আল্লাহ তা'আলা তাদেরকে যা বলবেন!
আল্লাহ তা'আলা বলেছেনঃ
وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا۟ وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا كَذَٰلِكَ نَجْزِى كُلَّ كَفُورٍ
৩৫:৩৬। আর যারা অবিশ্বাস করে, তাদের জন্য থাকবে জাহান্নামের আ/গুন। তাদের উপর ইহার থাকবে না মৃত্যুর পুর্ণ প্রভাব যাতে তারা মরে যায় এবং না কমানো হবে তাদের জন্য ইহার শাস্তি। এভাবেই আমরা প্রতিদান দিয়ে থাকি প্রত্যেক কা/ফিরকে।
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخْرِجْنَا نَعْمَلْ صَٰلِحًا غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُ فَذُوقُوا۟ فَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ
৩৫:৩৭। সেখানে তারা ক্রন্দন করবে (এই বলে), “হে আমাদের রাব্ব! আমাদেরকে বের করে আনুন। আমরা সৎ আমল করবো, সেই আমলগুলো না যা আমরা করতাম।“ (আল্লাহ বলবেন), “তোমাদেরকে কি আমরা দীর্ঘ জীবন দিয়েছিলাম না, ফলে সেখানে উপদেশ গ্রহণ করতে পারতো যেকেউ গ্রহণ করতে চাইতো; এবং তোমাদের নিকট এসেছিল সতর্ককারী? কাজেই শাস্তির স্বাদ গ্রহণ কর; জালিমদের জন্য নেই কোন সাহায্যকারী।
সুরাহ ফাতির ৩৫ঃ৩৬-৩৭ Surah Fatir 35:36-37