Techno News BD

Techno News BD Techno News BD a ICT Related News agency. It's always try to collect last ICT update.

GIGABYTE Specialist Gaming Monitor
14/08/2025

GIGABYTE
Specialist Gaming Monitor

12/08/2025

HP
World Renowned Brand
IPS 527 SF
The Perfect Screen.

স্মার্ট কম্পিউটিং-এর এক বিশ্বস্ত নাম-এক্সট্রিম ব্র্যান্ড। গেমিং, বিনোদন ও আধুনিক পিসি বিল্ডের জন্য অত্যাধুনিক স্পিকার, ম...
12/08/2025

স্মার্ট কম্পিউটিং-এর এক বিশ্বস্ত নাম-এক্সট্রিম ব্র্যান্ড। গেমিং, বিনোদন ও আধুনিক পিসি বিল্ডের জন্য অত্যাধুনিক স্পিকার, মাউস, হেডফোন ও কেসিংসহ নানা স্মার্ট প্রযুক্তি সমাধানে সমৃদ্ধ Xtreme। দৃষ্টিনন্দন ডিজাইন, টেকসই মান ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে Xtreme পণ্যগুলো আপনার প্রযুক্তি অভিজ্ঞতাকে করবে আরও গতিময়, আরামদায়ক ও উপভোগ্য। স্টাইল আর দক্ষতার মিলনে Xtreme আজ প্রযুক্তিপ্রেমীদের কাছে একটি বিশ্বস্ত পছন্দ।

10/08/2025

🎶 আপনার সাউন্ড এক্সপেরিয়েন্সকে নতুন লেভেলে নিতে হাজির XTREME Multimedia-এর জনপ্রিয় কিছু হট মডেল! পারফরম্যান্স, ডিজাইন আর সাউন্ড কোয়ালিটি—সব একসাথে। কোনটা আপনার পছন্দের? 🔥

SMART II স্মার্ট আস্থা আর ভালোবাসার ব্রান্ড।দেশের ব্রান্ড। জনতার ব্রান্ড।
28/07/2025

SMART II স্মার্ট
আস্থা আর ভালোবাসার ব্রান্ড।
দেশের ব্রান্ড। জনতার ব্রান্ড।

গেমারদের প্রথম পছন্দ GIGABYTE.
24/07/2025

গেমারদের প্রথম পছন্দ GIGABYTE.

বিশ্বখ্যাত ব্যান্ড ZKTeco বাংলাদেশের বাজারে নিয়ে এলো অত্যন্ত সূলভ মূল্যের Barcode Scanner ।আজই আপনার নিকটস্থ আইটি শো-রুম...
23/07/2025

বিশ্বখ্যাত ব্যান্ড ZKTeco বাংলাদেশের বাজারে নিয়ে এলো অত্যন্ত সূলভ মূল্যের Barcode Scanner ।
আজই আপনার নিকটস্থ আইটি শো-রুমে খোঁজ করুন।

আপনার কম্পিউটারকে যদি আরও দ্রুত, শক্তিশালী এবং নির্ভরযোগ্য করতে চান তাহলে TwinMOS M.2 SATA Internal SSD হতে পারে সেরা পছ...
22/07/2025

আপনার কম্পিউটারকে যদি আরও দ্রুত, শক্তিশালী এবং নির্ভরযোগ্য করতে চান তাহলে TwinMOS M.2 SATA Internal SSD হতে পারে সেরা পছন্দ। 256GB স্টোরেজ ক্যাপাসিটি ও M.2 2280 ফর্ম ফ্যাক্টর থাকায় এটি সহজেই মাদারবোর্ডে সংযুক্ত করা যাবে। এই SSD-তে রয়েছে 3D NAND প্রযুক্তি, যা শুধু দ্রুততাই নয়, বরং দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তাও দেয়। ৩ বছরের ওয়ারেন্টির সুবিধা থাকায় গ্রাহকরা পাচ্ছেন বাড়তি সেবা। কাজের গতি বাড়াতে এবং পুরোনো হার্ডড্রাইভকে বিদায় জানাতে এখনই বেছে নিন TwinMOS M.2 SATA SSD।

16/07/2025
সুখবর! সুখবর !!সুখবর !!!দেশের আইটি বাজারে চলে এলো নতুন মনিটর।স্মার্ট ২২ ইঞ্চি ব্রডারলেস্ আইপিএস ডিসপ্লে 100 HZ মনিটর।Sma...
03/07/2025

সুখবর! সুখবর !!সুখবর !!!
দেশের আইটি বাজারে চলে এলো নতুন মনিটর।
স্মার্ট ২২ ইঞ্চি ব্রডারলেস্ আইপিএস ডিসপ্লে 100 HZ মনিটর।
Smart SM2225U
Borderless
IPS Display
100 Hz
3 years warranty.

ভ্রমণে আপনার আনন্দকে আরও বাড়িয়ে দিতে নিয়ে যেতে পারেন সুন্দর আকর্ষণীয় এবং জাদুকরী সাউন্ডের এই ব্লুটুথ স্পিকার টি।
01/07/2025

ভ্রমণে আপনার আনন্দকে আরও বাড়িয়ে দিতে নিয়ে যেতে পারেন সুন্দর আকর্ষণীয় এবং জাদুকরী সাউন্ডের এই ব্লুটুথ স্পিকার টি।

বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার বাংলাদেশে নিয়ে এসেছে তাদের নতুন প্রজন্মের এআই সমৃদ্ধ গেমিং ল্যাপট...
26/06/2025

বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার বাংলাদেশে নিয়ে এসেছে তাদের নতুন প্রজন্মের এআই সমৃদ্ধ গেমিং ল্যাপটপ ‘গিগাবাইট এ১৬’। গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিটাস্কিং-প্রেমীদের জন্য তৈরি এই ল্যাপটপটি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

বুধবার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য ডিলার মিট অনুষ্ঠানে নতুন এই ল্যাপটপ উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নবনির্বাচিত সভাপতি ও স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

‌শক্তিশালী হার্ডওয়্যার, প্রিমিয়াম পারফরম্যান্স
অনুষ্ঠানে জানানো হয়, গিগাবাইটের এই নতুন এআই গেমিং ল্যাপটপ ‘এ১৬’-এ ব্যবহার করা হয়েছে ১৩তম প্রজন্মের শক্তিশালী ইন্টেল কোরআইসেভেন-১৩৬২০হার্জের( Intel Core i7-13620H) প্রসেসর, যা হেভি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ঠ। গ্রাফিক্স ইউনিট হিসেবে রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৫০ জিপিইউ (NVIDIA GeForce RTX 4050 GPU), যা রে-ট্রেসিং এবং এআই প্রযুক্তি সমর্থন করে—ফলে গেমিং এক্সপেরিয়েন্স হয়ে উঠবে আরও বেশি রিয়েলিস্টিক ও ইমারসিভ।

ল্যাপটপটিতে ১৬জিবি ডিডিআরফাইভ র‌্যাম এবং জেনারেশন৪ ১টেরাবাইট এসএসডি ব্যবহার করা হয়েছে, যা অতি দ্রুত বুট টাইম ও ফাইল ট্রান্সফারের নিশ্চয়তা দেয়। এতে প্রি-ইনস্টল করা আছে উইন্ডো ১১ অপারেটিং সিস্টেম এবং গিগাবাইটের নিজস্ব সফটওয়্যার ইন্টিগ্রেশন, যা ব্যবহারকারীর জন্য সিস্টেমকে আরও স্মার্ট ও রেসপন্সিভ করে তোলে।
গিগাবাইটের পক্ষ থেকে জানানো হয়, এ১৬ সিরিজে এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহারকারীর কাজের ধরণ অনুযায়ী পারফরম্যান্স অপটিমাইজ করতে সক্ষম। বিশেষ করে গেমিং, ভিডিও এডিটিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের মতো ক্ষেত্রে এটি দারুণ সাপোর্ট দিয়ে থাকে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘যারা একটি শক্তিশালী, বহুমুখী এবং প্রিমিয়াম মানের ল্যাপটপ খুঁজছেন-‘গিগাবাইট এ১৬’ হতে পারে তাদের জন্য সেরা পছন্দ। গেমিং, গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিং—সব কাজেই এটির পারফরম্যান্স নির্ভরযোগ্য।’

Address

Dhanmondi
Dhanmondi
1205

Alerts

Be the first to know and let us send you an email when Techno News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Techno News BD:

Share