
28/09/2024
""ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ""
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শনিবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে উপজেলা শাখা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হওয়া সাদেকুর রহমানের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপি'র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র সদস্য সালমান ওমর রুবেলের উপস্থিতিতে বিএনপি'র বহিস্কৃত নেতারা ও তার লোকজন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের উপর অতর্কিত হামলা চালায়।
পরে আশেপাশে থাকা লোকজন তাদের রক্ষা করে। হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আলম, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম,মোস্তাক আহম্মেদ রুহী, আনোয়ার, নাজমুল হাসান শাওন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার জাহান, সদস্য সচিব মামুন মিয়া, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাওসিফ আহম্মেদ আকাশ, বাঘবেড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নামইম মন্ডল টুটুল, সহ-সভাপতি এনামুল হক, পোড়াড়াকান্দুলিয়া সভাপতি রেজাউল করিম রিপন, সাধারন সম্পাদক ইমন আহম্মেদ, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহীম মিয়া প্রমুখ।
আয়োজিত সভায় উপজেলা ও কলেজ শাখা এবং ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।