মুফতি আশরাফুল আলম মাহমুদী

মুফতি আশরাফুল আলম মাহমুদী শিক্ষক, ইমাম,খতিব ও ইসলামী আলোচক

24/09/2025

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :
(১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে :
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা,
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় :
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা,
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে :
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা,
(৪) আত্মসম্মান রক্ষা।

চারটা জিনিস রিযিক বৃদ্ধি করে :
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকির করা,
(৩) নিয়মিত দান করা,
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযিক কমিয়ে দেয় :
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা,
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

— ইমাম হাফিজ ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ)
[সূত্র : যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায় : ৪/৩৭৮]

তানযীমভুক্ত ( #বৃহত্তর_ময়মনসিংহ_ও_তৎপার্শ্ববর্তী_অঞ্চল)সকল মাদরাসার  #দ্বিতীয়_সাময়িক_পরীক্ষার_তারিখ জেনে নিন।
14/09/2025

তানযীমভুক্ত ( #বৃহত্তর_ময়মনসিংহ_ও_তৎপার্শ্ববর্তী_অঞ্চল)
সকল মাদরাসার #দ্বিতীয়_সাময়িক_পরীক্ষার_তারিখ জেনে নিন।

13/09/2025

হে আল্লাহ !
আমাদের অতীতকে ক্ষমা করুন,
আর ভবিষ্যতকে সুন্দর করে দিন।

আমীরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরীর( রহঃ) খাদেম প্রিয় বড় ভাই মাওলানা ইনআমুল হাসান ফারুকীরচীনের গুয়াংজুতে উন্নত ক্যান্স...
31/08/2025

আমীরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরীর( রহঃ) খাদেম প্রিয় বড় ভাই মাওলানা ইনআমুল হাসান ফারুকীর
চীনের গুয়াংজুতে উন্নত ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজন ১ কোটি টাকা। অনুুদান পাঠাতে নিচের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং নম্বর ব্যবহার করতে পারেন।

Bakash /Nagad/Rocket : 01721238588

Inamul Hasan Faruqi
20507190200085807
Islami Bank Bangladesh PLC
Dotterhat sub branch, Maijdee court, Noakhali
Routing no 125751571

আল্লাহ তায়ালা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফীক দান করুন।
29/08/2025

আল্লাহ তায়ালা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফীক দান করুন।

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০...
25/08/2025

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০০ কোটি মানুষের মধ্যে মেলেনা।
এইটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি সুপরিকল্পিত ভাবে ডিজাইন করা আল্লাহর কুদরতি কারিশমা ❓

আলহামদুলিল্লাহ!আজ ২১-০৮-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে  #জামিয়া_রাবিয়া_খাতুন_বালিকা_মাদরাসায়(খালবলা বাজার,...
21/08/2025

আলহামদুলিল্লাহ!
আজ ২১-০৮-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে #জামিয়া_রাবিয়া_খাতুন_বালিকা_মাদরাসায়
(খালবলা বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ) #বুখারী_শরীফের দরস প্রদান করছেন অত্র জামিয়ার #প্রধান_শায়েখ_আল্লামা_মাসুম_বিন_সিরাজ হাফিঃ
অত্র জামিয়ায় আরো যারা হাদিসের দরস প্রদান করেন
১– #মাওঃ_নুর_আহমাদ_হাফিজাহুল্লাহ
(বুখারী ১ম ও ত্বহাবী)
নাযিমে তালিমাত, খালবলা বাজার মাদরাসা,
২– #মাওঃ_ইবরাহিম_আল_হাবিবী_হাফিজাহুল্লাহ
(বুখারী ১ম ও মুসলিম ১ম)
সিনিয়র উসতায, খালবলা বাজার মাদরাসা,
৩– #মুফতি_আশরাফুল_আলম_মাহমুদী_হাফিঃ
(বুখারী ২য় ও আবু দাউদ ১ম)
মুহতামিম, খালবলা বাজার মাদরাসা,
৪– #মুফতি_নাসির_উদ্দীন_হানাফি_হাফিজাহুল্লাহ
(বুখারী ২য় , মুসলিম ২য় ও তিরমিযী ২য়)
সিনিয়র উসতায, খালবলা বাজার মাদরাসা
মুহতামিম,জামিয়া রাবিয়া খাতুন
৫– #মাওঃ_মাহফুজুর_রহমান_হাফিজাহুল্লাহ
(তিরমিযী ১ম ও শামায়েলে তিরমিযী)
সিনিয়র উসতায, খালবলা বাজার মাদরাসা
৬– #মাওঃ_নেছার_উদ্দীন_হাফিজাহুল্লাহ
(আবু দাউদ ২য়)
নাযিমে তালিমাত, জামিয়া রাবিয়া খাতুন ,
সবার জন্য দোয়া রইল।

একুশে টিভিতে পীর সাহেব চরমোনাই হাফি:র ৩৭ মিনিটের একটি সাক্ষাতকার দেখলাম৷ যিনি সাক্ষাতকার নিয়েছেন তিনি একুশে টেলিভিশনের স...
19/08/2025

একুশে টিভিতে পীর সাহেব চরমোনাই হাফি:র ৩৭ মিনিটের একটি সাক্ষাতকার দেখলাম৷
যিনি সাক্ষাতকার নিয়েছেন তিনি একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হাসান জাকীর ভাই৷

পীর সাহেবকে বেশ ক্রিটিক্যাল কিছু প্রশ্ন করা হয়েছে৷ এমন হুবহু প্রশ্নের উত্তর দিতে গিয়ে বহু পরিচিতমুখ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরতগণ বিব্রত হয়েছেন৷ সুন্দরভাবে সামলে নিতে অনেকটা ব্যর্থ হয়েছেন৷

কিংবা তাঁদের উত্তর নিয়ে পরবর্তিতে তীব্র সমালোচনা হলেও আমাদেরকে চুপ থাকতে হয়েছে৷

কিন্তু পীর সাহেব হুজুর দা:বা: এমন হিকমাহ অবলম্বন করে জবাব দিতে সক্ষম হবেন এটা সত্যিই মুগ্ধকর ছিলো৷ কারণ তিনি সচারাচর এ-সমস্ত টকশো কিংবা সাক্ষাতকারে খুব বেশি আগ্রহী কিংবা অভ্যস্ত নন৷

বেশ কিছু প্রশ্ন থেকে আমি একটি প্রশ্নের বিশ্লেষণ করি: হাসান জাকীর সাহেব প্রশ্ন করলেন:
"আপনারা ক্ষমতায় গেলে কি দেশে শরিয়া আইন কায়েম করবেন"?

প্রশ্নটার উত্তর দেওয়া জটিল একারণে যে, যদি উত্তরে বলা হয় ("হ্যা আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো")
কথাটি সত্য হলেও দেশের বহু মানুষ এটা শুনতে নারাজ হবেন, এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে এই বক্তব্য কাট করে ইসলামী দলগুলোর ব্যাপক ক্ষতি করার চেষ্টা করতো৷ এবং বৃহত দুলগুলোর জন্য রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরী করা খুব সহজ হয়ে যেতো৷

আর যদি তিনি উত্তরে বলতেন যে, "না আমরা ক্ষমতায় গেলে দেশে শরিয়া আইন বাস্তবায়ন করবো না"

তাহলে বাম-রাম আর নাস্তিক-শাহবাগী লাগবে না, ইসলামী দলগুলোর সমর্থকেরাই পীর সাহেবকে তুলোধুনো করে ছাড়তেন৷

কিন্তু তিনি হিকমত অবলম্বন করে চমৎকার জবাব দিয়েছেন৷ তিনি বলেছেন: (সারসংক্ষেপ)

"আসলে শরিয়া আইন মানে খারাপ না৷ আমাদের ব্যর্থতা যে আমরা মানুষকে সুন্দরভাবে শরিয়া আইনের উপকারিতা বুঝাতে ব্যর্থ হয়েছি৷
বহু বৃটিশরা পৃথিবীর সফল ও সৎ মানুষদের জীবনী লেখেছেন৷ মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষের মধ্যে ১ নম্বরে নবীজি সা:এর নাম এনেছেন৷ এটা তো আমাদের বক্তব্য নয় বরং তাদেরই ঐতিহাসিক এবং লিখিত বক্তব্য৷

নবীজি সা: এর রেখে যাওয়া জীবন ব্যবস্থাটার নামই হলো শরিয়া আইন, এটা অনৈতিকতা, দূর্নীতি, অপরাধ ও অন্যায়কে সমর্থন করে না৷
পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তাও ইসলাম দেয়৷ আপনারা দেখেছেন যে, আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সমস্ত ধর্মের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন৷
একদম সংক্ষেপে বললে "আমরা কল্যাণকর একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি"
কতোটা সহজ ও সুনিপুণভাবে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন৷

পীর সাহেবে চরমোনাই হযরতের জন্য শুধুই ভালোবাসা রইলো: ❤❤
কপি - আরিফ জাব্বার

শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ী হুজুর দাঃবাঃ পঞ্চগড় এক মাহফিলে বলেছেন,আমার ৪০ বছরের মধ্যে কোনোদিন মাগরিবের পরে সূরা ওয়াক...
18/08/2025

শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ী হুজুর দাঃবাঃ পঞ্চগড় এক মাহফিলে বলেছেন,আমার ৪০ বছরের মধ্যে কোনোদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া এবং ফজরের পরে সূরা ইয়াসিন পড়া মিস করি নাই কেনো জানেন?
আমার মাদ্রাসায় প্রতিমাসে দেড় কোটি টাকা খরচা হয়,আমি কোনো দিন কারও কাছে একটি টাকাও চাই নাই,সব এই তেলাওয়াতের বরকত।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তাওফীক দিন।
সংগৃহীত

আমিন
18/08/2025

আমিন

আলহামদুলিল্লাহ! #আলজামিয়াতুল_কুরআনিয়া_খালবলা_বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের তা...
17/08/2025

আলহামদুলিল্লাহ!
#আলজামিয়াতুল_কুরআনিয়া_খালবলা_বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের তারিখ #আগামী_২৩_ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।
#আলোচকদের_দাওয়াতের_কাজ_চলমান_আছে।
বিস্তারিত পরে জানানো হবে, ইনশাআল্লাহ।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। #নেক_দোয়া_পরামর্শ_ও_সার্বিক_সহযোগিতা_কাম্য

Address

Dhobaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতি আশরাফুল আলম মাহমুদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share