মুফতি আশরাফুল আলম মাহমুদী

মুফতি আশরাফুল আলম মাহমুদী শিক্ষক, ইমাম,খতিব ও ইসলামী আলোচক

দিনভর কোলাহলের শেষে,সন্ধ্যা এসে সবকিছু নরম করে দেয়,যেন প্রকৃতি নিজেই তখন ধ্যানমগ্ন হয়।
10/07/2025

দিনভর কোলাহলের শেষে,
সন্ধ্যা এসে সবকিছু নরম করে দেয়,
যেন প্রকৃতি নিজেই তখন ধ্যানমগ্ন হয়।

প্রত্যেক নতুন সকাল আল্লাহর এমন এক দান,যা আমাদের তওবা ও নেক আমলের সুযোগ দেয়।
10/07/2025

প্রত্যেক নতুন সকাল আল্লাহর এমন এক দান,
যা আমাদের তওবা ও নেক আমলের সুযোগ দেয়।

এইজন্যই তো বলি,এত টাকা গেলো কোথায় ???
09/07/2025

এইজন্যই তো বলি,এত টাকা গেলো কোথায় ???

হে আল্লাহ!সারাদেশের বন্যার্ত এলাকাগুলো কে হিফাযত করুন।
09/07/2025

হে আল্লাহ!
সারাদেশের বন্যার্ত এলাকাগুলো কে হিফাযত করুন।

আজ “সুরা মূলক”  তেলাওয়াত করেছেন কি ?এ সুরা তেলাওয়াত করলে সব বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সুরা পাঠে ...
08/07/2025

আজ “সুরা মূলক” তেলাওয়াত করেছেন কি ?
এ সুরা তেলাওয়াত করলে সব বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সুরা পাঠে কবরের আজাব থেকেও বাঁচা যায়। সুবহানাল্লাহ

আজকের সন্ধ্যায় “সুরা ওয়াক্বিয়া” পাঠ করেছেন কি ? আল্লাহ তায়ালা রিজিকের দরজা খুলে দেবেন, ইনশাআল্লাহ
08/07/2025

আজকের সন্ধ্যায় “সুরা ওয়াক্বিয়া” পাঠ করেছেন কি ? আল্লাহ তায়ালা রিজিকের দরজা খুলে দেবেন, ইনশাআল্লাহ

আল্লাহর প্রতি ভরসা রাখো, তিনি কখনো তোমাকে ছেড়ে দেন না।
08/07/2025

আল্লাহর প্রতি ভরসা রাখো, তিনি কখনো তোমাকে ছেড়ে দেন না।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক হাফিঃ এর  জি*হা*দ বিষয়ক বক্তব্য প্রসঙ্গেমাওলানা Abdul Kaium হাফিঃ (নেত্রকোনা একজন সুযোগ্য  আলে...
08/07/2025

মাওলানা উবায়দুল্লাহ ফারুক হাফিঃ এর জি*হা*দ বিষয়ক বক্তব্য প্রসঙ্গে
মাওলানা Abdul Kaium হাফিঃ (নেত্রকোনা একজন সুযোগ্য আলেম, বহু আলেমের উস্তায) বলেন:

হুজুরের পুরা বক্তব্য শুনলাম। বক্তব্য দ্বারা বুঝতে পারলাম যে, বর্তমান যুগের জি*হা*দে*র প্রয়োজন নেই। জি*হা*দ করার দরকারও নেই। কারণ আমেরিকা লন্ডন সহ পৃথিবীর সব দেশেই নামাজ রোজা সেমিনার শ্যাম্পুজিয়ামের সুযোগ সুবিধা আছে। দাওয়াতের কাজ করা যায়।
সুতরাং জি*হা*দ করার প্রয়োজন নেই। কাদিয়ানী সহ বাতিল ফিরকার বিরুদ্ধেও জি*হা*দ না করে যুক্তি ও বুদ্ধি দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দাওয়াত দিতে হবে। জি*হা*দ করা যাবে না।
এই দৃষ্টিকোণ থেকে বর্তমান পৃথিবীতে চলমান জি*হা*দী সংগঠনসমূহ অনর্থক এবং ইসলামের জন্য ক্ষতির কারণ বয়ে আনছে।
হুজুরের এই বক্তব্যের সাথে পৃথিবীর জি*হা*দ পন্থী কোন আলেম একমত পোষণ করতে পারে না।
এছাড়া কুরআন ও হাদিসের দলিল দ্বারাও একথা প্রমাণ করা যাবে না।
আল্লাহ তাআলা হুজুর কে জি*হা*দ সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।
আমাদেরকে এই বিষয়ে আরও সত্যপন্থী হওয়ার তৌফিক দান করুন। (বিঃদ্রঃ আমরা ছোটরা এবিষয়ে কথা না বলাই ভালো, বড়রা সমাধান করুক)
কপি

বৃষ্টিতে ভিজে একাকার,তবুও মনটা ভালো,প্রকৃতির এই উপহার।
07/07/2025

বৃষ্টিতে ভিজে একাকার,
তবুও মনটা ভালো,
প্রকৃতির এই উপহার।

দান-খয়রাত অপমৃত্যু প্রতিরোধ করে এবং নেক কাজ বয়স বৃদ্ধি করে।
07/07/2025

দান-খয়রাত অপমৃত্যু প্রতিরোধ করে
এবং নেক কাজ বয়স বৃদ্ধি করে।

শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. লিখেন— “দুঃখজনক হলো, আজ যারা নিজেদের আলেম বলে দাবি করে, তাদের অনেকেই যখন কোনো সনদ লা...
05/07/2025

শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. লিখেন— “দুঃখজনক হলো, আজ যারা নিজেদের আলেম বলে দাবি করে, তাদের অনেকেই যখন কোনো সনদ লাভ করে কিংবা কোনো পদ-পদবি বা সামাজিক মর্যাদা পায়, তখন তাদের জ্ঞানের দিকে মনোযোগ কমে যায়। তারা পদমর্যাদায় বড় হয়, কিন্তু জ্ঞানে ক্ষয়প্রাপ্ত ও দুর্বল হয়ে পড়ে। এমনকি একসময় হারিয়ে যেতে বসে। তারা মানুষের সঙ্গে দেখা-সাক্ষাতে ব্যস্ত থাকে, ঘণ্টার পর ঘণ্টা অসার আলোচনা ও মূল্যহীন কথায় সময় ব্যয় করে। তাদের আগ্রহ থাকে বেতন, পদোন্নতি ও নেতৃত্বে। কিন্তু জ্ঞানচর্চা, গবেষণা ও তার গভীরতায় মনোযোগ থাকে না। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই!” (পার্শ্বটীকা, সাফাহাতুন মিন সাবরিল উলামা, পৃষ্ঠা: ২৫৭)
তরুণ আলেমদের প্রতি অনুরোধ যে, আপনারা অধ্যয়নের সঙ্গে কখনও সম্পর্ক ছিন্ন করবেন না।
জীবনে যেই পেশাতেই যান না কেন, শিক্ষা, অধ্যয়ন ও কিতাব এবং উস্তাদগনের সঙ্গে সদা সম্পর্ক বজায় রাখবেন।
তবে দুঃখের বিষয় হলেও বাস্তবতা হচ্ছে, আজকের যুগে স্বেচ্ছায় অধ্যয়ন করাই কঠিন হয়ে পড়েছে, তাই প্রয়োজনে নিজেকে বাধ্য করার মতো উপায় বেছে নিন।
যেমন: দরস, খুতবা বা লেকচারের দায়িত্ব নেওয়া যা আপনাকে পড়তে বাধ্য করবে। এই ‘বাধ্যতামূলক অধ্যয়ন’ই আপনার মেধাকে বাঁচিয়ে রাখবে এবং ভেতরের জ্ঞানচর্চাকে উজ্জ্বল রাখবে।
✍️ মুফতি ইবাদুল্লাহ শিবলী

একজন তাকওয়াবান ব্যক্তির মর্যাদা অনেক,কারণ সে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলে।আল্লাহ সকলকে মুত্তাক্বী হওয়ার তাওফিক দিন।
04/07/2025

একজন তাকওয়াবান ব্যক্তির মর্যাদা অনেক,
কারণ সে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলে।
আল্লাহ সকলকে মুত্তাক্বী হওয়ার তাওফিক দিন।

Address

Dhobaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতি আশরাফুল আলম মাহমুদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share