
12/06/2025
আজকে মনটা খুব খারাপ....তার উপর শরীরটাও ভালো নেই। সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করছে সারাদিন ধরে।
চারপাশে সবাই আছে, তবুও নিজেকে অসম্ভব একা লাগছে। সময় কেটে যাচ্ছে, কিন্তু কোনো অনুভূতি কাজ করছে না। কিছুই ভালো লাগছে না...ভেতরে কোথাও একটা শূন্যতা… শব্দহীন, অনুভূতিহীন। হয়তো বাইরে থেকে দেখে কেউ বুঝবে না। আমি বলব, 'ভালো আছি'—
আর তার মাঝেই চাপা থাকবে শতকোটি না-বলা কথা। ভেতরের এই নিঃশব্দ কষ্টগুলো কাউকে দেখানো যায় না.....
বি: দ্র:- হুদাই লিখছি এইগুলা, আসলে আমার কিছুই হয়নাই 🤭🙃
Tamanna - মীম