
26/08/2025
বাবা’রা সবসময় চুপচাপ থাকতেন, কিন্তু বাবার ভালোবাসা ছিল সবচেয়ে জোরালো। আমার প্রতিটা সাফল্যের পেছনে ছিল বাবার নিরব শত ত্যাগ। আজ বুঝি, শক্ত হাতে ধরে রাখা সেই মানুষটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়৷সবসময় দোয়া করি আল্লাহর রহমতে আপনি হাজার বছর বেচে থাকুন৷
বাবা🥹🤲