Madhubdanga Notun Jame Mosjid

Madhubdanga Notun Jame Mosjid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madhubdanga Notun Jame Mosjid, Digital creator, Dhunat.

নাহমুদুহু ওয়া নাসতাইনুহু .... বলে যখন সারাদেশে বক্তব্য শুরু করতেন তখন মানুষের পুরো শরীরে কেমন যেন একটা হিমশীতল বাতাস বয়ে...
25/08/2025

নাহমুদুহু ওয়া নাসতাইনুহু .... বলে যখন সারাদেশে বক্তব্য শুরু করতেন তখন মানুষের পুরো শরীরে কেমন যেন একটা হিমশীতল বাতাস বয়ে যেতো, শরীরের লোম খাড়া হয়ে যেতো। পুরো ময়দান পিনপতন নিরবতায় ছেয়ে যেতো।

কাউকে বলা লাগতো না -'কথা বন্ধ করেন, আওয়াজ করবেন না, বসেন বসেন!'

তিনি মধুমাখা কন্ঠের অধিকারী, তিনি কথার জাদুকর,
তিনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ।

Masood Sayedee

21/08/2025
21/08/2025
21/08/2025

মৃ*ত্যুর আগে পরিবারের জন্য ওসিয়ত

১. মৃ*ত্যুর সংবাদ

আমার মৃ*ত্যুর খবর শুনে বলবেন: إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(সূরা বাকারা 2:156)

২. মৃ*ত্যু সম্পর্কে দৃষ্টিভঙ্গি

আমার মৃ*ত্যু কখনোই "অকাল মৃ*ত্যু" বলবেন না। প্রতিটি প্রাণের জন্য নির্ধারিত সময় আল্লাহ লিখে রেখেছেন।

আল্লাহ বলেন:
“প্রতিটি প্রাণ মৃ*ত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং নির্ধারিত সময় ছাড়া কেউ মরবে না।”
(সূরা আলে ইমরান 3:145, সূরা আনকাবুত 29:57)

৩. শোক পালন ও মাতম

আমাকে নিয়ে মাতম, চিৎকার, বিলাপ করবেন না।

রাসুল ﷺ বলেছেন:
“সে আমাদের দলভুক্ত নয় যে মুখে চড়*কাঘাত করে, কাপড় ছিঁড়ে, আর জা*হে*লিয়াতের মতো আর্তনাদ করে।”
(সহিহ বুখারি 1294, সহিহ মুসলিম 103)

৪. বিদআ*ত অনুষ্ঠান (চল্লিশা, কুলখানি, মিলাদ, খাবারের আসর)

আমার মৃ*ত্যুর পর চল্লিশা, কুলখানি, শিরনি, মি*লাদ বা খাবারের অনুষ্ঠান করবেন না।

জারীর ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত:
“আমরা (সাহাবারা) মনে করতাম, মৃ*তের পরে খাবার তৈরি করা এবং লোক সমাগম করা — এটি বিলাপের অন্তর্ভুক্ত।”
(সুনান ইবনে মাজাহ, হাদিস 1612, সহিহ)

৫. জা*নাজা ও দাফন

আমার জা*নাজায় অংশ নেয়ার চেষ্টা করবেন।

আমার লা**শ মাহরাম ছাড়া কাউকে দেখাবেন না।

আমাকে গোসল করানো হবে বিশ্বস্ত ও আমানতদার মানুষের দ্বারা।

দা*ফনের সময় সমাজের রীতি নয়, বরং কুরআন-সুন্নাহর নিয়ম মানবেন।

৬. কব*রের পাশে দোয়া

দা*ফনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে বলবেন:
“আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান।”

নবী ﷺ বলেন:
“তোমাদের মৃ*তকে দা*ফন করার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং তাদের দৃঢ়তার জন্য দোয়া কর, কারণ এখনই তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে।”
(আবু দাউদ 3221, সহিহ)

৭. শি*রক থেকে দূরে রাখা

আমার মৃ*ত্যু*র পর আমার নামে শিরক করবেন না। কব*রকে ইবাদতের স্থান বা মা*জার বানাবেন না।

রাসুল ﷺ বলেছেন:
“ইহু**দী ও খ্রি*ষ্টানদের ওপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কব*রকে মসজিদ বানিয়েছিল।”
(সহিহ বুখারি 1330, সহিহ মুসলিম 529)

৮. ঋণ, পাওনা ও হক আদায়

আমার যদি কারো কাছে ঋণ বা পাওনা থাকে, তা শোধ করবেন।

রাসুল ﷺ বলেছেন:
“শ%হীদের সব গুনাহ মাফ হয়ে যায়, তবে ঋণ নয়।”
(সহিহ মুসলিম 1886)

৯. ছবি ও গীবত

আমার কোনো ছবি প্রকাশ করবেন না, দেয়ালে ঝুলাবেন না।

আমার নামে গী%বত করবেন না, বরং আমার জন্য দোয়া করবেন।

১০. সাদাকাহে জারিয়া

আমার হয়ে সাদাকাহে জারিয়া করবেন — যেমন কূপ খনন, মসজিদে দান, ইলম ছড়ানো।

রাসুল ﷺ বলেছেন:
“মানুষ মা*রা গেলে তার সব কাজ বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া:
১) চলমান সদকা,
২) এমন ইলম যা থেকে উপকার পাওয়া যায়,
৩) নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
(সহিহ মুসলিম 1631)

১১. শিক্ষা গ্রহণ

আমার মৃ*ত্যু থেকে শিক্ষা নেবেন। একদিন আপনাকেও যেতে হবে। মৃ*ত্যুকে সবসময় কাছে মনে রাখবেন।

---

সারসংক্ষেপে মূল নিষেধাজ্ঞা (হাদিসসহ)

১. মাতম ও বিলাপ — হা*রাম (বুখারি 1294, মুসলিম 103)
২. চল্লিশা/কুলখানি/মৃ*ত্যুর পর খাবার অনুষ্ঠান — বিদআত (ইবনে মাজাহ 1612)
৩. কব*রকে মা*জার বা ইবাদতের স্থান বানানো — বড় শি*রক (বুখারি 1330, মুসলিম 529)
৪. ঋণ রেখে মারা যাওয়া — ক্ষমা হয় না (মুসলিম 1886)

শেষ ওসিয়ত: আল্লাহ যেন আমাকে ও আমার পরিবারকে শির*ক ও বি*দআত থেকে রক্ষা করেন, ঈমানের সাথে কালিমা “লা ইলাহা ইল্লাল্লাহ” উচ্চারণ করতে করতে মৃ**ত্যু দান করেন।

🟥 লেখা: alo - আলো

15/08/2025

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার দৃশ্য

14/08/2025

"যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না।"

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ

14/08/2025

আজ ঐতিহাসিক ১৪ অগাস্ট কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ২য় শাহাদাৎ বার্ষিকী। মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুণ আমীন।

06/08/2025

আমি রাজাকার নই আল্লামা সাঈদীর ওপেন চ্যালেঞ্জ-bangla waz_saydi
Clear & Cut Talk.

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
06/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

26/07/2025

Address

Dhunat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhubdanga Notun Jame Mosjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share