Mujib TV

Mujib TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mujib TV, Dimla.

অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান
✅ জনতা ডিগ্রী কলেজ, ডিমলা, নীলফামারী।
✅ সাবেক ভাইস চেয়ারম্যান, ডিমলা উপজেলা পরিষদ, নীলফামারী।
✅ আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা, নীলফামারী।
✅ বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রংপুর বিভাগ।

টেপা খড়িবাড়ী ইউনিয়ন জটুয়াখাতা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, নীলফামারী জ...
08/09/2025

টেপা খড়িবাড়ী ইউনিয়ন জটুয়াখাতা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, নীলফামারী জেলা জামায়াতের সম্মানিত আমীর, (ডোমার ডিমলার) "দাঁড়িপালার"⚖️ মনোনীত এমপি পদপ্রার্থী-
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এতে আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আমীর-
অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান,
উপজেলা সেক্রেটারী-
রোকনুজ্জামান বকুল,
সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।





#ইসলামিক

08/09/2025
বাংলাদেশ শ্রমিক কল্যাণ  ফেডারেশন নীলফামারী জেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন-২০২৫।দারসুল কুরআন পেশ করেন,অধ্যাপ...
06/09/2025

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন-২০২৫।
দারসুল কুরআন পেশ করেন,
অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।





#ইসলামিক

05/09/2025

কিছু রাজনীতিবিদের কথা শুনলে মনে হয় এরা রাজনীতির ‘র’ ও বুঝে না। রাষ্ট্র-রাজনীতি-সংবিধান বুঝতে হলে গভীর পড়াশুনা করতে হবে। শুধু গলাবাজি করলে হবে না।

©

05/09/2025

ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক!





#ইসলামিক

ডিমলা উপজেলা ৪ নং খগা খড়িবাড়ী আদাবাড়ী স্কুল এন্ড কলেজে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নীলফামারী-১ জে...
04/09/2025

ডিমলা উপজেলা ৪ নং খগা খড়িবাড়ী আদাবাড়ী স্কুল এন্ড কলেজে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নীলফামারী-১ জেলা জামায়াতের সম্মানিত আমীর ডোমার ডিমলা দাঁড়িপালা এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এতে আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

02/09/2025

❇️টুপিঃ-
======
ইসলামী পরিভাষায় টুপিকে
'কালানসুওয়া' كلنسوؤة (শিরোভূষণ) বলা হয়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মুসলিম সমাজে টুপি পদমর্যাদা, ধর্মীয় পরিচয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

নবী হযরত মুহাম্মদ (সা.)-এর যুগ থেকেই সকল যুগেই টুপি পরার প্রচলন ছিল।

✴️ইসলামে টুপিরপরিচয়ঃ-
টুপি পরা মুসলমানদের একটি অন্যতম পরিচয় এবং শেয়ারে দ্বীনের অন্তর্ভুক্ত ।
আল্লাহকে সম্মান জানানোর আনুগত্যের একটি অন্যতম মাধ্যম।

⭐ঐতিহ্য ও সংস্কৃতিঃ-
এটি শুধু একটি পোশাক নয়, বরং মুসলিম সংস্কৃতির একটি অংশ এবং জাতীয় ঐতিহ্যের প্রতীক। সামাজিক ঐক্যের বন্ধন হিসেবে কাজ করে।

🔺টুপির বিধানঃ-
ফেকাহবিদদের মতে, নামাজে টুপি পরা সুন্নত।
রাসুল (সা.)-নিজেই টুপি পরতেন।
হাদীস-এসেছে,
হাসান বিন মেহরান থেকে বর্ণিত-
عن رجل من الصحابة : قال : أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء

একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন
أن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন। (আখলাকুন নুবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃ. ২০২)

রাসুলের যুগ থেকেই মুসলিমরা টুপি পরতেন এবং এই প্রথা বর্তমান সময় পর্যন্ত প্রচলিত আছে।

🧢টুপি – মুসলিম পরিচয়ের প্রতীক:
মুসলিম জাতি ও সংস্কৃতিতে টুপি একটি ইসলামী পোশাকের নিদর্শন। মুসলিমদের মাঝে এটি বিশেষভাবে ব্যবহার হয়।
নামাজে
জুমা বা ঈদে
ধর্মীয় সমাবেশ বা
মাহফিলে
মাদ্রাসায় ও
ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানে।

✳️টুপি নিয়ে কটাক্ষ করা গুনাহ:-
গুনাহের মাত্রা নির্ভর করে উদ্দেশ্য ও প্রসঙ্গের ওপর। কখনো সেটা সাধারণ গুনাহ, আবার কখনো মারাত্মক গুনাহ বা এমনকি কুফরি (ধর্মত্যাগ) পর্যায়েও পৌঁছাতে পারে।

🔴 যদি কেউ টুপি নিয়ে কটাক্ষ করে খারাপ উদ্দেশ্য করে, বা সুন্নাত, ইসলামী চিহ্ন বা ইবাদতকে অবজ্ঞা করে
তাহলে এটা হবে কুফরি (ঈমান নষ্ট হওয়ার মত গুনাহ):

📖 কুরআনে আল্লাহ বলেন:

> قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ ۝ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ
"বলুন, তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছিলে? অজুহাত দিও না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছো।"
— (সূরা তাওবা, ৯:৬৫–৬৬)

🔸 এ আয়াতটি এমন লোকদের জন্য যারা ধর্মীয় চিন্হ বিষয় নিয়ে ঠাট্টা করে।
ইসলামী পোশাক যেমন: টুপি,দাড়ি, বা কোন ইবাদত, সুন্নাহ ইত্যাদি নিয়ে বিদ্রূপ করলে, এটি সেই বিধানেই পড়ে।
এমন কি কেউ যদি অপমান, উপহাস, এবং কাউকে কষ্ট দেওয়ার কারণে কটে থাকে,
তার ব্যাপারে,
কুরআনে বলা হয়েছে:

> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ
“হে ঈমানদারগণ! এক দল যেন আরেক দলকে উপহাস না করে…”
— (সূরা হুজরাত, ৪৯:১১)

✅ করণীয়ঃ-
1. কখনোই ইসলামী চিহ্ন/সুন্নাহ নিয়ে ঠাট্টা করা যাবে না।

2. কারো টুপি, দাড়ি, ইসলামিক পোশাক দেখেও বিদ্রূপ করা যাবে না।

3. করে থাকলে – সত্যিকারের তওবা করুন, আল্লাহ ক্ষমাশীল।

🤲 উপসংহার:

টুপি শুধুমাত্র একটি কাপড় নয় — এটি একটি ইসলামী পরিচয় ও আদবের প্রতীক। একে নিয়ে কটাক্ষ করলে তা যেমন মানবিকভাবে অন্যায়, তেমনি ধর্মীয়ভাবে গুরুতর অপরাধ। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তাওফিক দিন।

M Mujibur Rahman
অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান
জনতা ডিগ্রী কলেজ, ডিমলা, নীলফামারী।
সাবেক ভাইস চেয়ারম্যান, ডিমলা উপজেলা পরিষদ, নীলফামারী।
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা, নীলফামারী।
বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রংপুর বিভাগ।

আজকের হাইকোর্টের রায় উল্টানোর নায়ক  এডভোকেট শিশির মনির।বিকেলের ঘটনাটা একদম টার্নিং পয়েন্ট।হাইকোর্ট ডাকসু স্থগিত করলেই যদ...
01/09/2025

আজকের হাইকোর্টের রায় উল্টানোর নায়ক এডভোকেট শিশির মনির।

বিকেলের ঘটনাটা একদম টার্নিং পয়েন্ট।
হাইকোর্ট ডাকসু স্থগিত করলেই যদি ওইদিন আপিল না হতো—
২ দিনের মধ্যে সিরিয়াল পেতো না,
তারপর কোর্ট টানা ১৫ দিনের জন্য বন্ধ!
অথচ ডাকসুর ডেট আর মাত্র ৮ দিন পর।
মানে—গেম ওভার!

কিন্তু সেই ক্রুশিয়াল মোমেন্টে শিশির মনির হাতে লিখে, দৌড়ে গিয়ে চেম্বার জজ কোর্টে পিটিশন দিলেন।
শেষ মুহূর্তে যুক্তি দেখিয়ে স্থগিতাদেশকে উল্টে দিলেন।

ফলাফল?
ডাকসু নির্বাচন বেঁচে গেল ষড়যন্ত্রের হাত থেকে।
Thanks to শিশির মনির— তাঁর তড়িৎ সিদ্ধান্ত আর বুদ্ধিমত্তার জন্যই ডাকসু থেমে যায়নি।

এবার আসি কবির কথায়…

শোন হে কবি মি/থ্যান্দ্র/নাথ!!
তোমার জন্মের আগেই শিশির মনির ঢাবির ছাত্র ছিলো, এখন তিনি ঢাবির অ্যালামনাই।
বিশ্ববিদ্যালয় চাইলে তাঁকে আইনজীবী করবে— তাতে তোমার মাথাব্যথা কেন?

আসলেই শিশির মনির সেই কাজটাই করেছেন যেটার জন্য তোমরা মিছিল করছো।
শিশির মনিরের উপর খেপলে বাম খেপতে পারে, কিন্তু তোমরা খেপছো কেন ভাই?
মানে ঘাপলাটা অন্য জায়গায়!

প্রশ্ন ছাত্রদলের ভিপি প্রার্থীকে—
তুমি যদি ডাকসু নির্বাচন সময়মতো হোক— এই চাওয়ার পক্ষে থাকো, তাহলে তো খুশি হওয়ার কথা।
কিন্তু তুমি উল্টো চিল্লাচ্ছো কেন?
এটা কি স্ববিরোধিতা, নাকি সরাসরি বলি—নিরাবুদ্ধিতা?

মনে রেখো—
যে আইনজীবী দ্রুত সিদ্ধান্তে চেম্বার কোর্ট থেকে স্থগিতাদেশ উল্টে দিয়ে ডাকসু নির্বাচন নিশ্চিত করলেন,
তাঁর বিরুদ্ধে দাঁত কেলানো মানেই নিজের অর্বাচীনতা প্রমাণ করা। আরে ভাই, নির্বাচনের পক্ষে থাকলে “আইনজীবী কে”— তা কোনো বিষয় না।
কাজটাই আসল।

মনে পড়ছে তো?
আপনাদের নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অনেকেই জনাব এডভোকেট শিশির মনিরের ক্লায়েন্ট ছিলেন। তখন তো কোনো সমস্যা ছিল না। এখন হঠাৎ এতো জ্বালা কেন?

সত্যিটা হলো—
বিনা কারণে চিল্লাচিল্লি করলে নিজের মার্কেটই নষ্ট হয়।
“কবি আবীন্দ্রনাথ” আসলে ভেতরে ভেতরে জ্বলে পুড়ছেন, কারণ তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
স্থগিতাদেশ উঠতেই কবির মুখের হাসি গায়েব।
লোডশেডিং-এর মতোই নিখোঁজ!

©

29/08/2025

"কন্ঠে আবার লাগা জোর,
ফ্যাসিবাদের কবর খোড়।"
জুলাই যোদ্ধাদের উপর হামলা, মানিনা মানবো না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নির্বাচনি প্রোগ্রাম
29/08/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নির্বাচনি প্রোগ্রাম

29/08/2025

কেয়ামতের দিন আপনার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।





#ইসলামিক

Address

Dimla

Telephone

+8801793853916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujib TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mujib TV:

Share