02/09/2025
❇️টুপিঃ-
======
ইসলামী পরিভাষায় টুপিকে
'কালানসুওয়া' كلنسوؤة (শিরোভূষণ) বলা হয়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মুসলিম সমাজে টুপি পদমর্যাদা, ধর্মীয় পরিচয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
নবী হযরত মুহাম্মদ (সা.)-এর যুগ থেকেই সকল যুগেই টুপি পরার প্রচলন ছিল।
✴️ইসলামে টুপিরপরিচয়ঃ-
টুপি পরা মুসলমানদের একটি অন্যতম পরিচয় এবং শেয়ারে দ্বীনের অন্তর্ভুক্ত ।
আল্লাহকে সম্মান জানানোর আনুগত্যের একটি অন্যতম মাধ্যম।
⭐ঐতিহ্য ও সংস্কৃতিঃ-
এটি শুধু একটি পোশাক নয়, বরং মুসলিম সংস্কৃতির একটি অংশ এবং জাতীয় ঐতিহ্যের প্রতীক। সামাজিক ঐক্যের বন্ধন হিসেবে কাজ করে।
🔺টুপির বিধানঃ-
ফেকাহবিদদের মতে, নামাজে টুপি পরা সুন্নত।
রাসুল (সা.)-নিজেই টুপি পরতেন।
হাদীস-এসেছে,
হাসান বিন মেহরান থেকে বর্ণিত-
عن رجل من الصحابة : قال : أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء
একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’।
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন
أن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন। (আখলাকুন নুবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃ. ২০২)
রাসুলের যুগ থেকেই মুসলিমরা টুপি পরতেন এবং এই প্রথা বর্তমান সময় পর্যন্ত প্রচলিত আছে।
🧢টুপি – মুসলিম পরিচয়ের প্রতীক:
মুসলিম জাতি ও সংস্কৃতিতে টুপি একটি ইসলামী পোশাকের নিদর্শন। মুসলিমদের মাঝে এটি বিশেষভাবে ব্যবহার হয়।
নামাজে
জুমা বা ঈদে
ধর্মীয় সমাবেশ বা
মাহফিলে
মাদ্রাসায় ও
ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানে।
✳️টুপি নিয়ে কটাক্ষ করা গুনাহ:-
গুনাহের মাত্রা নির্ভর করে উদ্দেশ্য ও প্রসঙ্গের ওপর। কখনো সেটা সাধারণ গুনাহ, আবার কখনো মারাত্মক গুনাহ বা এমনকি কুফরি (ধর্মত্যাগ) পর্যায়েও পৌঁছাতে পারে।
🔴 যদি কেউ টুপি নিয়ে কটাক্ষ করে খারাপ উদ্দেশ্য করে, বা সুন্নাত, ইসলামী চিহ্ন বা ইবাদতকে অবজ্ঞা করে
তাহলে এটা হবে কুফরি (ঈমান নষ্ট হওয়ার মত গুনাহ):
📖 কুরআনে আল্লাহ বলেন:
> قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ
"বলুন, তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছিলে? অজুহাত দিও না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছো।"
— (সূরা তাওবা, ৯:৬৫–৬৬)
🔸 এ আয়াতটি এমন লোকদের জন্য যারা ধর্মীয় চিন্হ বিষয় নিয়ে ঠাট্টা করে।
ইসলামী পোশাক যেমন: টুপি,দাড়ি, বা কোন ইবাদত, সুন্নাহ ইত্যাদি নিয়ে বিদ্রূপ করলে, এটি সেই বিধানেই পড়ে।
এমন কি কেউ যদি অপমান, উপহাস, এবং কাউকে কষ্ট দেওয়ার কারণে কটে থাকে,
তার ব্যাপারে,
কুরআনে বলা হয়েছে:
> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ
“হে ঈমানদারগণ! এক দল যেন আরেক দলকে উপহাস না করে…”
— (সূরা হুজরাত, ৪৯:১১)
✅ করণীয়ঃ-
1. কখনোই ইসলামী চিহ্ন/সুন্নাহ নিয়ে ঠাট্টা করা যাবে না।
2. কারো টুপি, দাড়ি, ইসলামিক পোশাক দেখেও বিদ্রূপ করা যাবে না।
3. করে থাকলে – সত্যিকারের তওবা করুন, আল্লাহ ক্ষমাশীল।
🤲 উপসংহার:
টুপি শুধুমাত্র একটি কাপড় নয় — এটি একটি ইসলামী পরিচয় ও আদবের প্রতীক। একে নিয়ে কটাক্ষ করলে তা যেমন মানবিকভাবে অন্যায়, তেমনি ধর্মীয়ভাবে গুরুতর অপরাধ। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তাওফিক দিন।
M Mujibur Rahman
অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান
জনতা ডিগ্রী কলেজ, ডিমলা, নীলফামারী।
সাবেক ভাইস চেয়ারম্যান, ডিমলা উপজেলা পরিষদ, নীলফামারী।
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা, নীলফামারী।
বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রংপুর বিভাগ।