Mujib TV

Mujib TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mujib TV, khaga kharibari, Dimla.

অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান
✅ জনতা ডিগ্রী কলেজ, ডিমলা, নীলফামারী।
✅ সাবেক ভাইস চেয়ারম্যান, ডিমলা উপজেলা পরিষদ, নীলফামারী।
✅ আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা, নীলফামারী।
✅ বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রংপুর বিভাগ।

14/12/2025

জালিম যতই শক্তিশালী হোক না কেনো, আল্লাহর পরিকল্পনার সামনে তার পতন অনিবার্য।





#ইসলামিক

13/12/2025

তাফসিরুল কোরআন মাহফিল।
স্থান: সৈয়দপুর, নীলফামারী।





#ইসলামিক

13/12/2025

আল্লাহ তাআলার সুসজ্জিত ভাবে জমিন তৈরি করেছেন।





#ইসলামিক

১২ ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন।         #ইসলামিক
13/12/2025

১২ ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন।





#ইসলামিক

12/12/2025

তাফসিরুল কোরআন মাহফিল।
স্থান: শিমুলতলী, সংগলশী, নীলফামারী সদর।





#ইসলামিক

ওসমান হাদীর সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেটঃওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী এক...
12/12/2025

ওসমান হাদীর সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেটঃ

ওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।
এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন।

গুলিটি ওসমান হাদীর মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় (কার্ডিয়াক অ্যারেস্ট)। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়।

হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল চরম সংকটজনক—

তার GCS স্কোর ছিল ৩, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ

চোখের মনি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত

মস্তিষ্কে তীব্র ফোলা (Brain edema) ছিল

এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়‼️

বর্তমানে ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস-প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য।

মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায়,এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ‼️

কিন্তু আমরা মুসলমান—আমরা হতাশ হই না❤️

আমরা বিশ্বাস করি,যিনি একজন মানুষকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আজও ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন।

আজ শুক্রবার—দোয়া কবুলের বিশেষ দিন।
সবাই নিজের জায়গা থেকে, মন খুলে, চোখের পানি নিয়ে ওসমান হাদীর জন্য দোয়া করবেন।

হে আল্লাহ,তুমি ওসমান হাদীকে পূর্ণ সুস্থতা দান করো।
তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন ও আমাদের মাঝে ফিরিয়ে দাও।

আমিন 🤲

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ০৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা,ওসমান হাদি গুলিবিদ্ধ!আল...
12/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ০৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা,
ওসমান হাদি গুলিবিদ্ধ!
আল্লাহ ভাইকে হেফাজত করুক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলার পক্ষ থেকে এই বর্বরোচিত ও নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।





#ইসলামিক

12/12/2025

জুমার খুতবা।
স্থান: কলোনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ডিমলা, নীলফামারী।





#ইসলামিক

নির্বাচনী আচরণবিধি মেনে চলুন।সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড ,গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ...
12/12/2025

নির্বাচনী আচরণবিধি মেনে চলুন।
সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড ,গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প নিজ খরচে/দায়িত্বে তফশিল ঘোষণার পরিবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য অনুরোধ করেছেন- নির্বাচন কমিশন। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

তাই সকলের প্রতি অনুরোধ নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করবেন।





#ইসলামিক

আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাইয়ে গ্রহণকৃত জাতীয় সংব...
11/12/2025

আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাইয়ে গ্রহণকৃত জাতীয় সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।
ইনশাআল্লাহ!

10/12/2025

ইতিহাস সাক্ষী- যত স্বৈরশাসক রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই প্রকৃত জনসমর্থন নিয়ে ক্ষমতায় যায়নি।





#ইসলামিক

Address

Khaga Kharibari
Dimla
5351

Telephone

+8801793853916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujib TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mujib TV:

Share