Hamid Khan

Hamid Khan নিয়মিত নতুন নতুন ভিডিও দেখতে পেইজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ

 #একটি_শিক্ষনীয়_পোষ্ট   ✅নিজেকে মূল্যায়ন করতে শিখুন✅১। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে স...
25/06/2025

#একটি_শিক্ষনীয়_পোষ্ট
✅নিজেকে মূল্যায়ন করতে শিখুন✅

১। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের।

২। যদি বুঝতে পারেন, কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কী বলতে চায়, সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক।

৩। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন—সে হয়তো প্রতিবাদ করবে না। কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে।

৪। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।

৫। যা হাতছাড়া হয়ে গেছে, তা নিয়ে কখনো আফসোস করবেন না।

৬। বয়স, শিক্ষা, পদ বা পদবির দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না। তাহলে আপনি-ই ছোট হয়ে যাবেন।

৭। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ, সময় যখন বদলায়, উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়।

৮। সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন—তারা এমনিতেই চুপ হয়ে যাবে।

৯। গাধার সঙ্গে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ধর্মগ্রন্থের বোঝা চাপালেও গাধা গাধাই থাকে।

১০। ভুল জায়গায় আত্মত্যাগ (sacrifice) আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা (compromise) আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা।

১১। আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে—যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।

১২। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।

১৩। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।

১৪। জীবন মানেই গাড়ি, বাড়ি বা ভালো বেতনের চাকরি নয়। আপনি জানাশোনা অনেককেই পাবেন, যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ—কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে।

১৫। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে, সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

১৬। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো—আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলত এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন। যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন, ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ, যদিও অপ্রিয়, তবুও সত্য—“প্রয়োজনেই প্রিয়জন।”

তাই মানুষ চিনতে শিখুন। প্রয়োজনে একা বাঁচুন, তবুও নিজে ভালো থাকুন। মনে রাখবেন, একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়—কিন্তু কেউ মরে যায় না।

কথাটি চরম সত্য
19/06/2025

কথাটি চরম সত্য

পরার অনুরোধ রইল 😊একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল...
17/06/2025

পরার অনুরোধ রইল 😊

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে। হালকা ঘরের পোশাকে আয়নার সামনে বসে চুল আচড়াচ্ছিল।

হঠাৎ করে তার ভাই মাহিম রুমে ঢুকে পড়ে। মিম, আমার চার্জারটা দেখেছিস? বলতে বলতে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়।

মিম চ 'ম 'কে উঠে। তড়িঘড়ি করে পাশের চাদরটা টেনে গায়ে দেয়। মাহিম থেমে যায়। চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অ 'স্থি 'র 'তা সৃষ্টি হয়।

রুম থেকে বের হয়ে মাহিম নিজেকে দো 'ষী ভাবতে থাকে। আমি তো ওর ভাই! তাহলে আমার ভেতরে এমন অ 'নু 'ভূ 'তি কেন আসছে?

সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। মনে মনে বলে, আমার দৃষ্টিই যদি এমন হয়, তাহলে বাইরের মানুষদের চোখ কী হবে?

সে বুঝতে পারে, এই অনু 'ভূ 'তি 'র জ 'ন্ম পরিস্থিতি থেকে, যেটা সে নিজেও চায়নি। পা 'প শুধু চোখের না, পরিস্থিতিরও।

সেই সন্ধ্যায় মাহিম তার বোন মিমকে ডেকে খুব আদর করে বলে, তুই তো আমার ছোট বোন। কিন্তু আজ একটা কথা বলতেই হবে... নিজের ঘর, নিজের ভাই, সব ঠিকআছে। কিন্তু প 'র্দা শুধু বাইরের লোকদের জন্য নয়। ইসলামে পরিবারের সামনেও প 'র্দা 'র গুরুত্ব রয়েছে।

মিম মাথা নিচু করে চুপ থাকে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে- ভাইয়া, আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি নিজের সম্মান আগলে রাখব।

সত্যি বলতে, চোখের প 'র্দা না থাকলে র /ক্তে /র সম্পর্কও ন 'ড় 'ব 'ড়ে হয়ে যেতে পারে। নারীর প 'র্দা শুধু শ 'রী 'র ঢাকার জন্য নয়, সম্মান, সম্পর্ক আর চিন্তার বি 'শু 'দ্ধ 'তার জন্যও জরুরি। এবং পুরুষের চোখেও প 'র্দা জরুরি। কারণ নীতি হা 'রা 'লে, সম্পর্ক টেকে না।

সংগৃহী,

04/05/2025

পারিবারিক শিক্ষা কি জানেন ??

একেই বলে পারিবারিক শিক্ষা !!

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।

বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস?

তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।

তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।

পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না।

সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস? কাঁদে। কেন কাঁদে?

শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।

নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।

তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।

এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।

একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।

মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে, দ্যাখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।

তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।

মা-বাবা ডাকবি।

আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

28/04/2025

অনেক বাপ মা বাচ্চাকে মাদ্রাসায় দেয় জান্নাতের আশায়, আমার এমন জান্নাত দরকার নেই!!

আমি কিছুই দিতে পারিনি।
25/04/2025

আমি কিছুই দিতে পারিনি।

25/04/2025

এরা ক্ষমতায় গেলে কি করবে বুঝতে পারছেন? সাতক্ষীরায় বিএনপির নেতা কবির বিন সামাদকে গালিগালাজ করলো

01/04/2025
31/03/2025

গরুর আত্মহত্যা

Address

Dimla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamid Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share