01/07/2022
কি হয়েছে?? তুমি নামাজ পড়বে না??
কেন নামাজ পড়বে না ভাই?? কেন তুমি এক আল্লাহর উপর ইমান আনবেনা?? কি হয়েছে তোমার?? তোমাকে কি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হয়েছে?? নাকি তুমি এটা বিশ্বাস করো যে তুমি বেচে থাকবে ৩০০ বছর। প্রথম ২০০ বছর যা ইচ্ছা করবা পরের ১০০ বছরের আল্লাহর উপর ইমান এনে আল্লাহর আদেশ পালন করে জান্নাতে যাবে?? নাকি তুমি আল্লাহর আশায় আছো যে আল্লাহ নিজে এসে তোমাকে বলবে এই যে আমি আমার ইবাদত করো, নাকি তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য আকাশ থেকে কোনো ফেরেস্তাকে পাঠিয়ে দিবে? এগুলি কি সম্ভব?? একটু চিন্তা করো তোমাকে এসব কিছু দেয়া হয়নি, আল্লাহ বলেন আমি মানুষকে অনেক দূর্বল ভাবে সৃষ্টি করেছি। এখন তুমি ভাবো তুমি বেচে থাকবে কয়দিন?? ১০০ বছর?? সম্ভব তোমার পক্ষে ১০০ বছর বেচে থাকা?? তুমি আল্লাহ কে দেখবে?? তাহলে শোনো তোমাকে বা তোমার চোখকে এমন শক্তি দিয়ে বানানো হয়নি যে আল্লাহকে দেখবে এই পৃথিবীতে। আরে তুমি সৃর্যের দিকে তাকিয়ে ৫ টা মিনিট থাকতে পারোনা আর তুমিই আশায় আছো আল্লাহ কে দেখবে?? একটু চিন্তা করো ভাই, আমাদের এই জীবন কত শট.
পরিশেষে তোমাকে কিছু কথা বলি
জীবন কিন্তু একটা, ধর্মও একটা, সত্যের পথও একটা সৃষ্টিকর্তা ও একজনই। যিনি সকল সৃষ্টির শ্রষ্ঠা।
তুমি মুসলিম না হয়ে ইমান না নিয়ে কবরে যেও না।
মোহাম্মদ সাঃ এর উপর কোরআন মাজিদ নাজিলের মাধ্যমে ইসলাম পূর্ণ হয়েছে। তোমাকে জান্নাতে যেতে হলে কোরআন এবং হাদিস কে আঁকড়ে ধরতে হবে | যারা এখন থেকে সকল গুনাহ মাফ চেয়ে আল্লাহর আদেশ পালক করার চেষ্টা করবে মহান আল্লাহ তাদের অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন৷ এবং সাথে সাওয়াবো দিবেন৷ তাহলে ভাই তুমি কিসের আশায় আছো?? দেখো আসলে তুমি চাও জান্নাতে যেতে তুমি চাও আল্লাহর আদেশ গুলিকে পালন করতে, তুমি চাও তোমার গুনাহ থেকে বেরিয়ে আসতে তা না হলে তুমি এত্তক্ষন ধরে আমার এই Post টি কেন পড়বে?? কার হুকুমেই পড়ছো?
আল্লাহ আমাকে এবং প্রত্যেক ব্যক্তিকে সত্যের পথে থেকে সেই অনুযায়ী আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক
(আমিন)