26/12/2022
- আমার অফিসের পিয়ন সেইরকম কাজের লোক। একদিন ওকে বললাম ....
• মোমিন, একটা প্লেট নিয়ে আসোতো।
• মোমিন আধাঘণ্টা পর দোকান থেকে একটা ব্লেড নিয়ে আসলো।
• এইটা কি মোমিন?
• এইডাই সপচে ভালা ব্লেড স্যার। এইডা দিয়া সেভ করলে চেহারা গ্লেচ মারবো .... টিভিতে দেহায়।..
- আরেকদিন টাকা দিয়ে বললাম ....
• মোমিন দোকান থেকে একটা কলম নিয়ে আয়।
• মোমিন কিছুক্ষণ পর এক মেডিকেল রিপ্রেজেণ্টেটিভরে সাথে করে নিয়ে এসে বলে .... স্যার, আপনি ডাক্তার হইয়া মলম কিনবেন ইটা ক্যামুন কতা। আপনার কি মলম লাগবো ইনারে কন .... ইনি আইনা দিবো।..
- আরেকদিন ওরে জিজ্ঞেস করলাম ....
• মোমিন এইখানের সবচেয়ে ভালো স্যালুন কোনটা?
• খোঁজ নিয়া জানাইতেছি স্যার।
• কিছুক্ষণ পর আমারে ফোন দিয়ে বলে .... স্যার, এইখানেতো বেলুন পাইলাম না। তয় আপনি চিন্তা কইরেন না, আমি যেহান তোন পারি বেলুনের ব্যবস্থা করুম।..
- আজ ইমার্জেন্সী ডিউটিতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলো। মোমিনরে ডেকে বললাম ....
• মোম নিয়ে আয়।
• কিছুক্ষণ পর লাশ কাঁটার ডোম এসে বলে, স্যার কি আমারে ডাকছেন?
• না তো।
• মোমিন আমারে বললো, আপনি নাকি আমারে ডাকছেন।..
- মোমিনের কাছে ধরা খায় নায় এমন লোক আমাদের হাসপাতালে নাই। তবে সবচেয়ে বড় ধরা খেয়েছে আমাদের এক কলিগ। সে নতুন এসেছে। তার বাচ্চাকে পড়ানোর জন্য একজন টিচার খুঁজে দিতে বলেছে মোমিনকে। প্রায় ১০-১২ দিন পর মোমিনরে জিজ্ঞেস করে ....
• মোমিন কি অবস্থা? এখনওতো কোনো খোঁজ দিলা না।
• স্যার খুঁজতেছি। কয়েকদিনের মধ্যে আপনার কাছে নিয়া আমু।
• তিন-চার দিন পর মোমিন আমাদের অফিসের স্টোর কিপাররে উনার কাছে নিয়ে আসে।
• মোমিন, তুমি স্টোর কিপাররে নিয়ে আসছো কেনো?
• স্যার, আপনি না আমারে চিটার খুঁইজা আনতে কইছেন। হেতি বিশ্ব চিটার। হেতির মতো চিটার এই পৃথিবীতে একটাও নাই।
- মোমিন আমাদের কাছে এখন এক মূর্তিমান আতংকের নাম।।
-ডা.শামীম রেজা