হাজী ডেইরি ফার্ম

হাজী ডেইরি ফার্ম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈনিক

14/04/2025

আমার খামারের প্রথম গরুর দুধ দোয়ানো।
কতটুকু দুধ হচ্ছে সেটাও দেখবেন।
অবশ্যই এটা শুধু একবারের দুধ দোয়ানোর ভিডিও।
সকাল বেলা।

05/04/2025

যোগাযোগ করবেন এই নাম্বারে।
01996415907

04/04/2025
16/07/2024

বন্ধ থাকুক লেখাপড়া অন্ধ থাকুক জাতি।
আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি।

24/08/2023

লামাযহাবীদের হাকীকত
ক্বওমী মাদরাসাযর মীযান জামাতে ‘‘হেকায়াতুল লতীফ’’ নামে ফার্সী সাহিত্যের একটি কিতাব পড়ানো হয়। কিতাবটিতে এক সওদাগরের তোতা পাখী ক্রয়ের একটি ঘটনা রয়েছে। ঘটনাটি হলো:
এক সওদাগর তোতা কেনার জন্য ইরানের এক বাজারে যায়। ঐ বাজারে এক তোতা বিক্রেতা একটি তোতা নিয়ে বসে ছিলো। তোতা পাখীটিকে অনেক চেষ্টা করেও কোনো কথা সে শিখাতে পারেনি। শুধু একটি কথাই সে বলতে পারে। دریں چہ شک অর্থাৎ এতে কি কোনো সন্দেহ আছে? যার ফলে কেউ তাকে ক্রয় করত না। সওদাগরটি ঐ তোতা বিক্রেতার নিকট গিয়ে দাম জিজ্ঞেস করল। সে সওদাগরের পোশাক পরিচ্ছদ দেখে অনেক দাম চাইল । সওদাগর তোতাকে জিজ্ঞেস কলরল, হে তোতা! তুমি কি এতো মূল্যের উপযুক্ত? তোতা তার শেখা কথা বলল, دریں چہ شک অর্থাৎ এতে কি কোনো সন্দেহ আছে? সওদাগর এমন উত্তর শুনে বেজায় খুশি হয়ে দামাদামি না করে তোতাটি কিনে নিয়ে যায়।
প্রাসাদে ফিরে গিয়ে তোতাকে নিয়ে মহা খুশি। তোতার সাথে কথা বলার সময় সে ঐ একা কথা বলে যায়। পরে সওদাগর অনুতপ্ত হয়, আরো কেন প্রশ্ন করল না? ভালো করে কেন যাচাই করল না?
ঠিক আমাদের দেশের কিছু মানুষের মুখস্থ করা কিছু শব্দ সহীহ হাদীস, যয়ীফ হাদীস, সহীহ মানহাজ, সহীহ আকীদা, সালাফী, আহলে হাদীস ইত্যাদি বলে মানুষকে গোমড়া করছে। অথচ এগুলোর হাকীকত তারা বুঝে না।
সরলমনা দীন প্রিয় মুসলমান ভাইয়েরা সওদাগরের মতো ধেঁাকা খাচ্ছে।
বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করুন:
সহীহ হাদীসের অর্থ কি? পারি না / জানি না।
যয়ীফ হাদীস অর্থ কি? পারি না / জানি না।
সহীহ বুখারীর পূর্ণ নাম কি? পারি না / জানি না।
সহীহ মুসলিমের পূর্ণ নাম কি? পারি না / জানি না।
মানহাজ কি? পারি না / জানি না।
সালাফী বলতে কি বুঝ? পারি না / জানি না।
আকীদার কি কি কিতাব পড়েছ? উত্তর নাই।
আহলে হাদীস মানে কি? পারি না / জানি না।
আহলে হাদীস কারা? পারি না / জানি না।
সূরা ফাতিহা সহীহ করে পড়তে পারো? না।
হাদীস কয়টা মুখস্থ আছে? ........ (সনদসহ তো বাদই দিলাম)
এটাই হলো বাস্তবতা।
হে দীন প্রিয় ভাইয়েরা! দীন মানার ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ মুত্তাকী পরহেজগার আলেম থেকে জিজ্ঞেস করবেন। ধেঁাকায় যেন পড়তে না হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমীন!

14/01/2023

তুমি কেন আল্লাহর ইবাদত করবে না?

14/01/2023

Address

সাতনালা, তারক সাহার হাট, চিরিরবন্দর দিনাজপুর
Dinajpur
5240

Telephone

+8801744999508

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাজী ডেইরি ফার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাজী ডেইরি ফার্ম:

Share