Nur Alom bp

Nur Alom bp Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur Alom bp, Digital creator, Dinajpur.

আমার ছোট বাবা
01/04/2024

আমার ছোট বাবা

18/03/2024

কিয়ামতের দিন.....!

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান !!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন।

Collected

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
05/10/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

07/09/2023

সবাই আমার পেজে লাইক কমেন্ট ফলো দিয়েন😍😍😍

28/08/2023

🚫 🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️‼️ :
আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী, ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে। আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।
এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পেস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। ধন্যবাদ।

04/11/2021

অ্যাক্টিভ করুন

04/11/2021

নতুন পেজ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Alom bp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share