MABS Shop BD

MABS Shop BD আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম
পাঁচ বছর ধরে অনলাইন ব্যবসায় কোনো জালিয়াতি, প্রতারণা ছাড়াই টিকে আছে MABS Shop BD..

আপনাদের সন্তুষ্টিই আমাদের কাম্য।
(4)

৩ টি নয়, ৫ টি ব্লক।আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্য...
01/08/2025

৩ টি নয়, ৫ টি ব্লক।
আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

খবর শুনে প্রায় একশত হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসক হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন,

"আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।"

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

হে আল্লাহ! এই দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। তার সার্জারিকে তুমি কল্পনাতীত সহজ করে দাও। এই দেশের খেদমতে তুমি তাকে কবুল করে নাও। আমীন

29/07/2025

অদ্ভুত একটা দেশ।
পদে পদে চমক।
এক সেকেন্ড ও মন খারাপ করে বসে থাকার উপায় নেই।
গত ২-৩ দিন ধরে কি হচ্ছে সংক্ষেপে বলি।
এক ছেলে বিয়ে করে বউ এনেছে। দেড় মাস সংসার করেছে। দেড় মাস পর বুঝতে পেরেছে বউ আসলে মেয়ে না,ছেলে।
সিরিয়াসলি!!!
এই ধাক্কা সামলাতে সামলাতে দেখি এডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এর জন্য পুরষ্কার জিতে গেছে।
তার ছবিতে লাভ রিয়্যাক্ট দিতে দিতে দেখি কই জানি ভুয়া র‍্যাবকে দৌড়ানি দিয়েছে আসল র‍্যাব।
জনগণ পরে পার্থক্য বুঝতে না পেরে ভুয়া,আসল দুই র‍্যাবকেই গনধোলাই দিয়ে বসেছে।
এ পর্যন্ত ঠিক ছিল হঠাৎ শুনি ওবায়দুল কাদের নাকি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলায় দেয়ার জন্য তৃণমূল নেতাদের থেকে টাকা নিচ্ছে।
দেশ কাপানো স্টার্টআপ।
যখনই ভেবেছি আজকের মত এই বুঝি শেষ তখনি দেখি মোহাম্মদপুরে ওসিকে অপসারণ করা হয়েছে,সেই ওসিকে বহাল রাখার পক্ষে মানববন্ধন শুরু করেছে ওই এলাকার মাদকব্যাবসায়ী আর কিশোর গ্যাং সদস্যরা!!
পরতে পরতে এমন টুইস্ট আর নেয়া যাচ্ছে না।
মনে হচ্ছে বাংলাদেশ নয়,ক্রিস্টোফার নোলান এর মুভি চলছে 🙂

একটি বিমান মাটিতে গুঁড়িয়ে গেছে। কত শিশু মারা গেছে, তাদের নাম আমরা ভুলে যাবো। কিন্তু মিডিয়া মনে রাখবে এটি “ব্রেকিং নিউজ...
22/07/2025

একটি বিমান মাটিতে গুঁড়িয়ে গেছে। কত শিশু মারা গেছে, তাদের নাম আমরা ভুলে যাবো। কিন্তু মিডিয়া মনে রাখবে এটি “ব্রেকিং নিউজ”।

বিমানটি কেন পড়লো তা নিয়ে তদন্ত হবে। তদন্ত কমিটি হবে, রিপোর্ট জমা পড়বে। কেউ হয়তো বহিষ্কৃত হবে, কেউ থাকবে, এই খেলা কে থাকবে, কে যাবে এই নিয়েই কিছু মানুষের রাতের ঘুম হারাম হবে।

অপরদিকে... রাজনৈতিক দলগুলো পজিশন নিচ্ছে, কেউ বলবে সরকারের গাফিলতি, কেউ বলবে এটি “এক্সিডেন্ট”! তবে দুই দলই জানে এই শোককে ব্যবহার করা যাবে।

মিডিয়াতে টি আর পি বেড়ে যাবে। টকশোতে একজন বলবে: “এটা ছিল প্রতিরোধযোগ্য। আরেকজন বলবে: “এটিই প্রমাণ করে, আমরা পরিবর্তন চাই।

যে কোম্পানির বিমান ভেঙেছে, তাদের CEO এখন Damage Control-এ। PR টিম ব্যস্ত, ইনস্যুরেন্স ফাইল তৈরি হচ্ছে। প্রতিযোগী কোম্পানি নিশ্চিন্তে হিসেব করছে, এই ট্র্যাজেডি থেকে আমরা কয়টা রুট পাবো?"

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন বুঝতে চাবে এই মায়ের কান্না কেমন?কিন্তু ডেটা অ্যানালিটিকস ধরবে না সেই হাহাকার। খবর হবে, গল্প হবে না।

🕊️ শিশুদের জানাজা শেষে দেশ আবার চলবে। সব ঠিক হয়ে যাবে, TV, ফুটবল, মোবাইল অফার, ফেসবুক মিম… তবে কেউ কেউ ভাঙা খেলনা হাতে বসে থাকবে। জানাজা শেষে হারিয়ে যাবে কিছু ভবিষ্যৎ, যা আর কোনোদিন ফিরবে না।

একটা বিমান ভেঙেছে, হ্যাঁ। কিন্তু তার চেয়েও ভয়ঙ্করভাবে ভেঙেছে আমাদের দায়বোধ, আমাদের রাষ্ট্র, আমাদের চরিত্র।

মৃত্যুর সংখ্যা ১২০+.. ২ তালা ভবন — ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি — ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক...
22/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+..

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শুয়োরের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উত্তম বিচার করো ।

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।

— একজন প্রতক্ষ্যদর্শী..

গ্যাজেট প্রেমীদের জন্য অফার..... আমরা এক টাকাও অগ্রিম গ্রহণ করিনা। আপনি প্রডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করত...
19/07/2025

গ্যাজেট প্রেমীদের জন্য অফার.....

আমরা এক টাকাও অগ্রিম গ্রহণ করিনা। আপনি প্রডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন ইং শা আল্লাহ।

K12 Karaoke Portable Bluetooth Speaker and Wireless Microphone

💥ছোটখাটো প্রোগ্রাম এরেঞ্জ করা অথবা সেমিনার, শিক্ষা প্রতিষ্ঠানের রুমে ব্যবহারের জন্য মাইক্রোফোন সহ Bluetooth স্পিকার খুঁজছেন? আপনার জন্য আমরা নিয়ে আসলাম 2 in 1 K12 Wireless Portable Speaker With Microphone!

এই স্পিকারের মাধ্যমে আপনি যেমন গান শুনতে পারবেন, পাশাপাশি এর সাথে থাকা মাইক্রোফোন ব্যবহার করে জোরে কথাও বলতে পারবেন! অথবা ফান হিসেবেও যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।

✅100% অরিজিনাল Bluetooth K12 Plus Karaoke Wireless Audio Speaker with Microphone
✅আমরা দিচ্ছি সেরা কোয়ালিটির নিশ্চয়তা

✅পন্যের বিবরণ✅
4800mAh বেটারীসহ
তারবিহীন মাইক্রোফোন 😎
একসাথে ব্যবহার করা যাবে ৮ ঘন্টা 😱
আর সাউন্ড কোয়ালিটি টপ লেভেল 🔥
১/মেমোরি ব্যবহার করতে পারবেন
২/তার ছারা মাউথপিস 😲
৩/১৫০ জন মানুষ কথা শুনতে পারবে
৪/এক টানা ৮ ঘন্টা চলবে
৫/কন্ঠ চেঞ্জ করে কথা বলা যাবে
৬/ বিভিন্ন কালার লাইট জ্বলবে

আরো বৈশিষ্ট্য রয়েছে ✅
Mini Karaoke Speaker with 2 Wireless Mics 🔈🎤 🎤
Voice changing button 🗣️
Bluetooth, USB, AUX, SD Card
Rechargeable 🔋
RBG lights 🌈
Mini Karaoke Speaker with 1 Wireless Mics 🔈🎤 🎤
Voice changing button 🗣️
Bluetooth, USB, AUX, SD Card
Rechargeable 🔋
RBG lights 🌈

👉অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন🛒

অথবা 01309480541 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।।

আমাদের আরও পণ্য দেখতে পেইজটি ভিজিট করতে পারেন
ধন্যবাদ

*স্পেশাল প্রিমিয়াম হাফ সিল্ক শাড়ি* ✨ *মেটেরিয়াল:* প্রিমিয়াম কোয়ালিটির হালফ সিল্ক✨ *লম্বা:* ১২ হাত বোহর — শোভা ও ঘের ...
19/07/2025

*স্পেশাল প্রিমিয়াম হাফ সিল্ক শাড়ি*

✨ *মেটেরিয়াল:* প্রিমিয়াম কোয়ালিটির হালফ সিল্ক

✨ *লম্বা:* ১২ হাত বোহর — শোভা ও ঘের দারুন ভারসাম্যপূর্ণ

✨ *ডিজাইন:* ট্র্যাডিশনাল ফিনিশিংয়ের সাথে আধুনিক টাচ

🌺 দিনগুলোতে আপনাকে করবে আরও মোহময়ী।

🎁 নিজে পরুন কিংবা প্রিয়জনকে উপহার দিন।
Price:999 tk

💕সব শাড়ি চোখে পড়ে, কিন্তু কিছু শাড়ি মনে থেকে যায়। এই নতুন ফ্যান্সি শাড়িটা তেমনই ,ঝলমলে, স্টাইলিশ আর একদম নজরকাড়া।পার্টি ...
19/07/2025

💕সব শাড়ি চোখে পড়ে, কিন্তু কিছু শাড়ি মনে থেকে যায়। এই নতুন ফ্যান্সি শাড়িটা তেমনই ,ঝলমলে, স্টাইলিশ আর একদম নজরকাড়া।পার্টি হোক, উৎসব হোক বা প্রিয় কারো সঙ্গে বিশেষ দিন, এই শাড়িটা পরলেই আলাদা করে চিনে নেয় সবাই। নিজেকে একটু গর্জিয়াস ভাবে তুলে ধরতে চাইলে, এই শাড়িটাই পারফেক্ট সঙ্গী।

🔰উন্নত মানের ধুপিয়ান শাড়ি
🔰আফসান ও ব্লক প্রিন্টের কাজ
🔰সাথে ব্লাউজ পিস আছে
🔰আরামদায়ক কাপড়ের নিশ্চয়তা
🔰প্রিমিয়াম স্টাইলিশ কালেকশন
🔰কোয়ালিটি ফুল প্রোডাক্ট
🔰হোলসেল প্রাইজ ⁹⁹⁹ টাকা

🤝প্রতিটি প্রোডাক্টে সেরা মানের প্রতিশ্রুতি।
কোয়ালিটির সাথে সমঝোতা নয়,
আসল পণ্যের নিশ্চয়তা |

MABS Shop BD

আসসালামু আলাইকুম
18/07/2025

আসসালামু আলাইকুম

Address

Lalbug
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when MABS Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share